নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

এরপর কি ভাঙবে ⁉️

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৭

ধানমন্ডি ৩২ একটি মৃত বাড়ি এই বাড়ি ধ্বংস করে আওয়ামীলীগ রাজনীতি বন্ধ করবে মুজিবের আদর্শ শেষ হবে যারা ভাবে তাদের স্বাভাবিকতা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে ⁉️ ত্রিশ লক্ষ মানুষ হত্যা করে ৭১ এ যা সম্ভব হয়নি ‼️ মুজিব সপরিবারে হত্যা করে যা সম্ভব হয়নি ‼️ ২২ বছর পথে পথে ঘুরেও যা শেষ হয়নি এক মৃত বাড়ি ধ্বংস করে তা শেষ হবে ⁉

বরং ধানমন্ডি ৩২ এখন প্রতীক হয়ে গেল ‼️ শেখ হাসিনা বা আওয়ামীলীগ থেমে যাবে চুপ থাকবে ভাবা বোকামি ছাড়া কিছু নয় ‼️ এরপর কি ভাঙবে কি পোড়াবে ⁉️ চরমপন্থী রাজনীতি কখনোই দীর্ঘস্থায়ী হয় না এটাই স্বাভাবিক l

মন্তব্য ১৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৬

কামাল১৮ বলেছেন: এর পর দেশটাকে ভাঙ্গবে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫১

সরকার পায়েল বলেছেন: দেশ ভাঙতে পারবে না তবে ক্ষতি করবে l

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৩৭

সৈয়দ কুতুব বলেছেন: অনেক দিন পর দেশের খবর নিয়ে ফিরে এলেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫২

সরকার পায়েল বলেছেন: ধন্যবাদ l দেশের খবর আসলে তেমন কিছু নাই তাই পোস্ট দেই না l উগ্রবাদের চিহ্নগুলো স্পষ্ট হচ্ছে তাই পোস্ট দিলাম l

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫১

নতুন বলেছেন: বঙ্গবন্ধুর বাড়ী ভাঙ্গতে চাওয়ার মতন জনমত সৃস্টিতে ১০০% অবদান আয়ামীলীগের।

তারা বঙ্গবন্ধু, ১৯৭১, মুক্তিযুদ্ধকে আয়ামীলীগের সম্পত্তি বানিয়েছিলো।

আর ২০২৪ এ আয়ামীলীগের সন্ত্রাসীরা রাস্তায় মানুষ হত্যা করেছে।

তাই যখন কিছু আহাম্মকরা ৩২ নম্বর ভাঙ্গতে গেছে তখন জনগন এগিয়ে আসেনাই।

৩২ নং ভাঙ্গা ১০০০% আহাম্মকি হয়েছে এর পেছনে লেজ কাটা শিয়ালরাই আছে কিন্তু দেশের এই পরিস্থিতির জন্য আয়ামীলীগ দায়ীঅ।

যতদিন শেখ হাসিনা এবং তার সমর্থকেরা অনুতপ্ত না হবে ততদিন আয়ামীলী পচতেই থাকবে। :|

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৪

সরকার পায়েল বলেছেন: আওয়ামীলীগ আর তার রাজনীতি ব্যাকফুটেই ছিল কিন্তু পরিস্থিতি পাল্টে যাচ্ছে l

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৯

নতুন বলেছেন: ৩২ নং ভা্ঙ্গা উচিত হয় নাই। অনেকেই বেজার হয়েছে। আশাকরি নেতারা এমন কাজ থেকে বিরত থাকবে।

কিন্তু ২০২৪ এ আয়ামীলীগ যেই হত্যাজঙ্গ চালিয়েছে সেটা ছাপিয়ে এই কাজে আয়ামীলীগের অপরাধ মুঝে যাবেনা।



০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৩

সরকার পায়েল বলেছেন: আওয়ামীলীগ বা শেখ হাসিনার জন্য এসব নতুন কিছু না l বাবা মা সহ পুরো পরিবার শেষ করে দিছে সেখান থেকেই উঠে আসা মানুষ l

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:০৭

এ পথের পথিক বলেছেন: আচ্ছা ।
খুনি হাসু ঘুমায় ভাড়তে
কর্মি কান্দে গলিতে ।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১৫

আদিত্য ০১ বলেছেন: ভাই ব্লগের হেডলাইন প্রশ্নটা আমারও। এরপর কি ভাঙ্গবে? আর তো কিছুই নাই, বাড়ী ঘর তো পুড়ে দিছেই

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৫১

রাজীব নুর বলেছেন: জামাত শিবির এই দেশকে ধ্বংস করার খেলায় মেতেছে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১০

সরকার পায়েল বলেছেন: আমার ধারণা শিবির গৃহযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে l কারন ওরা জানে ভোটের রাস্তায় কখনোই এরা ক্ষমতায় যেতে পারবে না জনগণ কখনোই এদের বিশ্বাস করে না l ফলে অস্থিরতাই তাদের টিকে থাকার একমাত্র পথ l

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৪৮

নতুন বলেছেন: লেখক বলেছেন: আওয়ামীলীগ বা শেখ হাসিনার জন্য এসব নতুন কিছু না l বাবা মা সহ পুরো পরিবার শেষ করে দিছে সেখান থেকেই উঠে আসা মানুষ l


অনুসুচনা করতে হবে শেখ হাসিনাকে। আমার কি অপরাধ বলছেন তিনি?

এতো দিনেও তিনি বুঝতে পারেন নাই তিনি কি করেছেন? সিরিয়াসলি? X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.