![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ট্রাম্পের ইউক্রেন পরিকল্পনার অর্থ ইউরোপীয় মিত্রদের জন্য ৩ ট্রিলিয়ন ডলার বিল
মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের জন্য তার লক্ষ্য যাই হোক না কেন, একটি বিষয় স্পষ্ট: ইউরোপ তার বিশাল বোঝা বহন করতে প্রস্তুত নয়।
ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বলতে শুরু করেছেন যে তারা যদি ইউক্রেনে শান্তি নিশ্চিত করতে চান তবে তাদের কী করা উচিত। তার দাবিগুলি ব্লকটিকে তার সীমার দিকে ঠেলে দেওয়ার জন্য প্রস্তুত।
ট্রাম্প বুধবার ভ্লাদিমির পুতিনের সাথে কথা বলেছেন, শান্তি আলোচনার জন্য গতি বাড়িয়ে দিয়েছেন, ঠিক যখন তার প্রতিরক্ষা সচিব তার ইউরোপীয় মিত্রদের ব্যাখ্যা করছিলেন যে যে কোনও সমাধানের জন্য তাদের বেশিরভাগ বোঝা বহন করতে হবে। ব্লুমবার্গ ইকোনমিক্স হিসাব করে যে ইউক্রেনকে রক্ষা করা এবং তাদের নিজস্ব সামরিক বাহিনী সম্প্রসারণের ফলে আগামী ১০ বছরে মহাদেশের প্রধান শক্তিগুলির অতিরিক্ত ৩.১ ট্রিলিয়ন ডলার খরচ হতে পারে। - ব্লুমবার্গ
এত বড় খরচে ইউরোপের পক্ষে বহন সম্ভব না আমেরিকার পক্ষেও সম্ভব না l এই সহজ সত্য আমেরিকা বুঝে ফেলেছে ফলে বোকার মত এতদিন যে অর্থ অস্ত্র খরচ করেছে তা করা সম্ভব না ফলে রাশিয়ার সাথে বিনিময় করাই ভালো l যাকে আমেরিকা বলে গুড বিজনেস ‼️
ইউক্রেন যুদ্ধের একটি ঘটনা মনে করিয়ে দেই যুদ্ধের এক মাসের মাথায় রাশিয়া ৩৫ কি মি দীর্ঘ সামরিক যুদ্ধ যানের বহর কিয়েভের দোর গোড়ায় l তখন ন্যাটো সহ পুরো বিশ্ব অপেক্ষায় ছিল কখন রাশিয়া ঢুকে জোকারটাকে ধরে নিয়ে আসবে যুদ্ধ শেষ ‼️কিন্তু মজার বিষয় একটি গুলি না ছুড়ে রাশিয়া তার বহর ফিরিয়ে নিয়ে আসে অদ্ভুত বিষয় ‼️ প্রথম বুঝতে পারিনি কিন্তু পরে হিসাব ধরতে পেরেছিলাম পোস্টও দিয়েছিলাম( BRICS - ২৫ জুলাই ২০২৪)l সেদিন যদি কিয়েভের পতন হতো তাহলে শুধু ছোট্ট এক ইউক্রেন দখল হতো কিন্তু ইউরোপ বা ন্যাটোর পতন হতো না I কিন্তু আজ দেখুন সেই ইউক্রেন নিয়ে ন্যাটো ভেঙে যাচ্ছে ইউরোপ দিশেহারা ‼️
একই ভুল ট্রাম্প করছে ইসরাইল নিয়ে ১৮ হাজার টন বোমা সরবরাহ করেছে যা বাইডেন সরকার বন্ধ করেছিল I নিশ্চিত আগামী এক মাসে আরও বড় যুদ্ধ শুরু হতে যাচ্ছে আরব অঞ্চলে ফাঁদ পাতা হয়ে গেছে I যদি ইসরাইল ইরান আক্রমন করে তাহলে তো কেল্লা ফতে না করলে হয়ত ইরান আগে বাড়িয়ে নিরাপত্তা ইস্যুতে ইসরাইলকে আক্রমন করবে I ব্যাস আমেরিকার পুঙ্গি বাজা শুরু শুরু হবে ইসরাইলের উপর অর্থ অস্ত্রের ঢল কিন্তু কত দূর ⁉️ আমেরিকা আগের অবস্থায় নেই যে কোন সময় দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে ‼️ মরিয়া চেষ্টা করছে খরচ কমাতে এখন নতুন যুদ্ধের বোঝা মানে নিশ্চিত মৃত্যু ‼️
আরবে পুতিন ট্রাম্প বৈঠক নামে মাত্র একদিকে ইউক্রেন যুদ্ধ শেষ হবে আরব ইসরাইল যুদ্ধ শুরু হবে কোন সন্দেহ নাই হয়ত তাইওয়ানে চীন আক্রমন আর দুই কোরিয়া যুদ্ধ একসাথেই শুরু হবে ‼️ যদি আরব- ইসরাইল, চীন - তাইওয়ান, দুই কোরিয়া যুদ্ধ একই সাথে শুরু হয় কি হবে ❓ কি করবে ন্যাটো ❓ কি করতে পারবে ❓ কি করবে আমেরিকা ⁉️
খুবই সুচতুর ভাবে আরবে ট্রাম্প পুতিন বৈঠক হবে ইউক্রেন নিয়ে যেখানে থাকবে না ইউরোপ ইউক্রেন ফল যাই হোক মূল টার্গেট ন্যাটো অর্থাৎ ইউরোপ আমেরিকার সম্পর্কে ফাটল ধরানো আর হচ্ছেও তাই ‼️ ট্রাম্পকে সাধু সাধু বলে ট্রাম্পকে দিয়েই ন্যাটোর কফিনে পেরেক মারছে চীন রাশিয়া ‼️বাড়তি শক্তি ব্যয় করবে না রাশিয়া এজন্যই সিরিয়ায় আসাদ সরকার টিকিয়ে রাখতে শক্তি প্রয়োগ করেনি রাশিয়া কারন সামনে অনেক বড় যুদ্ধ এখন এই শক্তি ব্যয় করা বোকামি I মিশরও তার ইসরাইল সীমান্তে সৈন্য সমাবেশ করছে l হয়ত আগামী এক বছর পর ঠিক এই সময় আমরা বিশ্বব্যাপী ভয়ঙ্কর কিছু চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করবো, আরব- ইসরাইল, চীন- তাইওয়ান, দুই কোরিয়া ‼️
হয়ত এই যুদ্ধগুলোর কোন একটির ফুলকি থেকেই শুরু হবে পারমানবিক যুদ্ধ ‼️
দুঃখিত প্রথমে পোস্ট দিয়ে ফেলেছিলাম শুধু ইউক্রেন নিয়ে পরে লিখতে গিয়ে দেখি ভয়ঙ্কর কিছু ঘাপটি মেরে রয়েছে এর ভেতরে খুব ভয়ঙ্কর ‼️ প্রস্তুত থাকুন ‼️
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:০৪
সরকার পায়েল বলেছেন: Right Trump is the Trump card of Putin & Shi.
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৭:২২
কামাল১৮ বলেছেন: তৃতীয় বিশ্ব যুদ্ধই পারে বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে ।যদি চীন রাশিয়া জয়লাভ করে।তবে যুদ্ধ নিজেই একটা অশান্তি।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৪৯
সরকার পায়েল বলেছেন: তৃতীয় বিশ্ব যুদ্ধে কোন পক্ষ এককভাবে জয়ী হওয়া সম্ভব না l
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৩০
নতুন বলেছেন: আমেরিকা খরচ কমাইতেছে। আমেরিকা যুদ্ধে যাবেনা।
বিশ্বের আমেরাকান সম্রাজ্যবাদ থাকাই ভালো। চাইনিজ সম্রাজ্যবাদ জয়ী হলে সেটা কড়াই থেকে আগুনে ঝাপ দেবার মতন অবস্থা হবে।
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৩:৫০
সরকার পায়েল বলেছেন: তীয় বিশ্ব যুদ্ধে কোন পক্ষ এককভাবে জয়ী হওয়া সম্ভব না l তৃতীয় পক্ষ হয়ত রাজত্ব করবে l
৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:২৭
রাজীব নুর বলেছেন: যুদ্ধ কখনই শান্তি বয়ে আনে না।
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৪
সৈয়দ কুতুব বলেছেন: madman ট্রাম্প!