নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

ন্যাটো ও জাতিসংঘের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিচ্ছেদ চান ইলন মাস্ক

০২ রা মার্চ, ২০২৫ রাত ৮:০৩

ন্যাটো ও জাতিসংঘের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিচ্ছেদ চান ইলন মাস্ক
ন্যাটো ও জাতিসংঘের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিচ্ছেদ চাইছেন মার্কিন বিলিয়নিয়ার ব্যবসায়ী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ইলন মাস্ক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে একমত পোষণ করে তিনি বলছেন, এই দুই সংগঠন থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারকে সমর্থন করেন তিনি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের দক্ষতা উন্নয়ন বিষয়ক বিভাগ ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান ইলন মাস্ক।

মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক বিশ্বের অন্যতম শীর্ষ ধনী। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তার প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছেন মাস্ক।


প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি ইউক্রেনকে সামরিক সহায়তা কমানোর ইচ্ছা প্রকাশ করেন এবং সেই সঙ্গে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের সম্ভাবনার কথাও বলেন।

প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর গত ডিসেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, জোটের সদস্যরা প্রতিরক্ষা ব্যয়ের প্রতিশ্রুতি পূরণ করতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্য আচরণ করতে ব্যর্থ হলে তিনি ন্যাটো ত্যাগের কথা বিবেচনা করবেন।

আরও পড়ুন: সরকার পরিচালনা ব্যয় না কমালে দেউলিয়া হয়ে যাবে যুক্তরাষ্ট্র: ইলন মাস্ক

ন্যাটোর পাশাপাশি ট্রাম্প অন্যান্য আন্তর্জাতিক সংস্থা থেকেও যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার পক্ষে। ট্রাম্পের সেই অবস্থানে এবার জোরালে সমর্থন জানালেন ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ন্যাটো ও জাতিসংঘ থেকে যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্ন হওয়া সম্পর্কিত এক পোস্টের জবাবে তিনি বলেছেন, ‘আমি বিষয়টা সমর্থন করি।’

ট্রাম্পের এই অবস্থান ট্রান্সআটলান্টিক অঞ্চলের নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে ইউরোপীয় মিত্রদের উদ্বিগ্ন করে তুলেছে। ন্যাটো ও জাতিসংঘ থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারসহ মার্কিন পররাষ্ট্রনীতিতে সম্ভাব্য পরিবর্তনগুলো বিশ্বব্যাপী নিরাপত্তা পরিস্থিতির ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

ব্লগার ভাইয়েরা কথায় কি ভেজাল আছে না পরিষ্কার ‼️

এখনও অনেকে বিশ্বাস করতে চায় না বা বিশ্বাস করতে পারে না আমেরিকা ইউরোপ ন্যাটো ছেড়ে দিবে l মূল বিষয় হচ্ছে এবার ট্রাম্প ক্ষমতায় এসেছে একটি বিশেষ গোষ্ঠী নিয়ে যাদের ঈশ্বর হচ্ছে পুঁজিবাদ l এদের কোন দেশ জাতি ধর্ম বলে কিছু নাই পুঁজি এদের ঈশ্বর l এরা আমেরিকাকে পুঁজি করে ব্যবসা করবে এবং নির্বিচ্ছিন্ন ভাবে করার জন্য সবার আগে দরকার আমেরিকাকে বহির বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা অর্থনীতি রক্ষার নামে এরা তাই করছে এবং করবে l এদের অনুসারীরা ইউরোপেও আছে কিন্তু মাথা চারা দিতে পারছে না l যদি এই পুঁজিবাদ পূজারীরা আমেরিকায় সফল হয় তাহলে ইউরোপেও এর ঢেউ আসবে l তা থেকে পুরো বিশ্বে l

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০২৫ রাত ৮:৩১

কামাল১৮ বলেছেন: এই দুটি প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র সবথেকে বেশি অর্থ প্রদান করে।মিতব্যয়ী হতে চায় আমেরিকা।তাতে তার পুঁজি বাড়বে।জনকল্যান তার কাজ না।এটাই পুঁজিবাদের ধর্ম।পুঁজি পুঁজির সৃষ্টি করে।টাকা টাকা আনে।

০২ রা মার্চ, ২০২৫ রাত ১১:৫৭

সরকার পায়েল বলেছেন: এতদিন দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই দুই প্রতিষ্ঠান দিয়েই আমেরিকা সারা পৃথিবীতে লুটপাট দখল বাণিজ্য চালিয়েছে l এখন কৃচ্ছ সাধনের নাটক করে l আসলে সবই ভঙ বাটপার এখন নতুন ফন্দি নিছে কিন্তু শেষ রক্ষা হবে না l ডলারের উপর খড়গ পরলেই সব জারি জুড়ি শেষ l আর যারা আমেরিকার আকাম কুকামের সাথী ছিল এখন অনেরিকা সবার সাথেই পল্টি নিছে ফলে যখন তার সাথে পল্টি হবে তখন কেউ আসবে না l

২| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ১:০৮

সরকার পায়েল বলেছেন: Macron announced the formation of a new "European defense":

"Next Thursday there will be an EU meeting to consider creating a European defense architecture. We are talking about hundreds of billions of €." ;)

৩| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ১:৫৬

ধুলোপরা চিঠি বলেছেন:



ব্যবসায়ী হিসেবে সন্মান পেয়েছিলো ইলান, সহসা সারা বিশ্বে সবচেয়ে ঘৃণিত মানুষে পরিণত হবে।

৪| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ১:৫৮

ধুলোপরা চিঠি বলেছেন:



তার গাড়ীর ব্যবসায় ১০০ ভাগ ধ্বস নামবে।

সময়ের বয়াপার, ট্রাম্প তাকে লাথি মেরে ডোজ থেকে বের করবে।

৫| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ১:৫৯

ধুলোপরা চিঠি বলেছেন:




তার অনেক ব্যবসা সে ছাড়তে বাধ্য হবে। আমেরিকার সংবিধান অবমাননাে জন্য বিচার হবে।

০৩ রা মার্চ, ২০২৫ রাত ২:২৯

সরকার পায়েল বলেছেন: ইলন জেনে বুঝেই এসব করছে l ওর গাড়ি ব্যবসা কিছুই না ও এখন প্ল্যান করছে আমেরিকার টোটাল স্যাটেলাইট নিয়ন্ত্রণ নিতে সেই সাথে মার্স এ উপগ্রহ পাঠানো, নতুন স্যাটেলাইট তৈরী,এ এই বিজনেস, রোবট সোলজার তৈরী এসব প্রকল্প বা বিজনেস প্ল্যান করছে অবশ্যই যার বৃহত অংশের পার্টনার ট্রাম্প l

৬| ০৩ রা মার্চ, ২০২৫ রাত ২:৩২

সরকার পায়েল বলেছেন: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে মানুষের স্থলে রোবট বা মেশিন দিয়ে কাজ করা তাই সকল দপ্তরেই সমানে কর্মী ছাটাই হচ্ছে l সেখানে মেশিন বা রোবট কাজ করবে যা উৎপাদন এবং নিয়ন্ত্রণ করবে ইলোনের কোম্পানি এবং যার অংশীদার ট্রাম্প l

৭| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ৭:৪৫

ধুলোপরা চিঠি বলেছেন:



সে আদৌ কোন ব্যবসা ধরে রাখতে পারবে কিনা, সেটাই সন্দেহ।

মংগল গ্রহের জন্য যত ডলার খরচ হবে, সবই জলে যাবে। মানুষ ভয়ে মংগল গ্রহে যাবে না; গেলে ফেরত আসার সম্ভাবনা নেই।

০৩ রা মার্চ, ২০২৫ দুপুর ১২:২৬

সরকার পায়েল বলেছেন: সবই হচ্ছে ওর পয়সা কমানোর ফন্দি l মঙ্গল বুধ এসব হলো ওর উছিলা আসলে হয়ত সবই ফাঁকা বুলি এসব প্রজেক্ট কখনই শতভাগ সফল হয় না l সফলতার হার .০১%

৮| ০৩ রা মার্চ, ২০২৫ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: ইলন মাস্ক কি রাজনিতিবিদ না ব্যবসায়ী?

০৩ রা মার্চ, ২০২৫ দুপুর ১২:২৮

সরকার পায়েল বলেছেন: প্রথম হচ্ছে একটা ইন্টালেকচুয়াল হারামি তারপর হচ্ছে ব্যবসায়ী রাজনীতিবিদ কখনোই না l

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.