নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় শাটডাউন আসছে ‼️

১১ ই মার্চ, ২০২৫ রাত ১২:২৮

আমেরিকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া বা শাটডাউন হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার সাংবাদিকদের এই শঙ্কার কথা জানান তিনি। তবে এই শাটডাউন এড়াতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্থায়ী অর্থ বিল পাস হবে বলে আশা প্রকাশ করেন এই নেতা। ##

###বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী ১৪ মার্চ শেষ হয়ে যাচ্ছে সরকারি অর্থ। এর জেরে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, আমেরিকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাবে কি না। অর্থাৎ শাটডাউনের আশঙ্কা রয়েছে কি না। ######ট্রাম্প তখন সাংবাদিকদের বলেন,এটা হতে পারে। তবে এটা হতে দেওয়া হবে না। হবেও না। আমার মনে হয় কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্থায়ী অর্থ বিল পাস হবে। দেখা যাক কী হয়।

###এখানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্থায়ী অর্থ বিল পাসের কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, সিআর হবে। এই সিআর মানে, এ সংক্রান্ত বিল। এতে সরকারি কার্যক্রমে অর্থ দেওয়া হয়। বিশেষ করে অর্থবছরের জন্য। এবার চলতি অর্থবছরের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিল হবে।######

রয়টার্স বলছে, এই বিল পাস হওয়া এখন সময়ের ব্যাপার। কেননা কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। গত শনিবার ব্যয় বিলের একটি ৬ মাসের ‘স্টপগ্যাপ’ বের করে দেন এই পরিষদের রিপাবলিকান নেতারা।

####এ নিয়ে আগামী মঙ্গলবার ভোট হবে বলে জানা যায়। এতে ভোট দিতে এরই মধ্যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।######সিনেটররা বিলটিতে অনুমোদন দিতে অস্বীকৃতি জানালে শাটডাউন শুরু হবে। এতে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল নানা কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হবে। সরকারের বিভিন্ন বিভাগে সৃষ্টি হবে অচলাবস্থা। ব্যাহত হবে বিমানবন্দরের কার্যক্রম। ######এটি হলো মূল খবর l আগের দুইটি পোস্টে ঠিক এই আশঙ্কার কথাই বলেছিলাম l


কি মনে হয় ব্লগার ভাইয়েরা শাটডাউন হবে ⁉️ উল্লেখ্য কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অর্থ বিল পাস হতে হবে যা এখন রিপাবলিকানদের দখলে অর্থাৎ বিল পাশ হতে কোনো সমস্যা হওয়ার কথা না রয়টার্স ও তাই বলছে l ###

###কিন্তু ⁉️ হ্যা কিন্তু বা যদি ⁉️ আমার ধারণা অর্থ বিল পাশ হবে না বা হতে দেয়া হবে না l ট্রাম্প প্রশাসন শাটডাউন করাবে ‼️ অবাক হচ্ছেন ‼️ না অবাক হওয়ার কিছু নেই l শাটডাউন না হলেই বরং ট্রাম্প প্রশাসনের জন্য সমস্যা l হলে অনেক সমস্যা বা ট্রাম্প প্রশাসন যা চাচ্ছে তা করা অনেক সহজ হয়ে যাবে l #####

#ট্রাম্প প্রশাসন চাচ্ছে সকল ঋণ, দান চ্যারিটি টাইপ কার্যক্রম বন্ধ করে দিতে l অনেক সংগঠন প্রতিষ্ঠান থেকে এর মধ্যে আমেরিকা বেরিয়ে গেছে কিছু সংগঠন থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছে এর মধ্যে ন্যাটো, জাতিসংঘও আছে l এছাড়া অভ্যান্তরীণ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরিচ্যুত করার মহোৎসব চলছে l CIA, FBI, FEDERAL, সহ এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে লোকবল কমানো হচ্ছে না পারমানবিক স্থাপনা নিরাপত্তায় নিয়োজিত লোকবলও কমিয়ে আনার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন I সব কিছু কারন একটাই অর্থ নাই বেতন দিতে পারছে না I শাট ডাউন হলে এসকল কাজ খুব সহজে করা যাবে আরও সহজ হবে I অর্থাৎ ট্রাম্প প্রশাসন জেনে বুঝেই শাট ডাউন করবে I #####

#ট্রাম্পের কথাতেও তার ইঙ্গিত আছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে শাট ডাউন হতে পারে বলেছে অথচ যেখানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের নিয়ন্ত্রনে সেখানে অর্থ বিল পাশ হওয়া কিন্তু সমস্যাই না l তারপরেও কেন ট্রাম্প শাট ডাউনের আশঙ্কা করছে ⁉️ ####

##যাই হোক এটা আমার নিজস্ব বিশ্লেষণ l দেখা যাক কি হয় ‼️ সেজন্য আমাদের আগামী ১৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর মাত্র তিনদিন পর আমেরিকার কোষগার খালি ‼️ খেলা জমে ক্ষীর ভায়া আসেন সবাই গ্যালারিতে বসি শান্ত হয়ে ‼️ ঐ মুড়ি একটা ঝাল মুড়ি লাগাও মরিচ বেশি মামা ;)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২৫ রাত ১২:৫৬

সরকার পায়েল বলেছেন: দক্ষিণ চীন সাগরে চীনের "বিপজ্জনক এবং অস্থিতিশীল" কার্যকলাপে ব্রিটেন উদ্বিগ্ন, সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন।
কোনটা ছাইড়া কোনটা দেখবো বুঝতেছি না l চ্যানেল চেঞ্জ করতে করবে অস্থির পুরাই অস্থির ‼️

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.