নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

আমেরিকায় শাটডাউন আসছে ‼️

১১ ই মার্চ, ২০২৫ রাত ১২:২৮

আমেরিকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাওয়া বা শাটডাউন হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার সাংবাদিকদের এই শঙ্কার কথা জানান তিনি। তবে এই শাটডাউন এড়াতে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্থায়ী অর্থ বিল পাস হবে বলে আশা প্রকাশ করেন এই নেতা। ##

###বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী ১৪ মার্চ শেষ হয়ে যাচ্ছে সরকারি অর্থ। এর জেরে সাংবাদিকেরা ট্রাম্পকে প্রশ্ন করেন, আমেরিকার কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যাবে কি না। অর্থাৎ শাটডাউনের আশঙ্কা রয়েছে কি না। ######ট্রাম্প তখন সাংবাদিকদের বলেন,এটা হতে পারে। তবে এটা হতে দেওয়া হবে না। হবেও না। আমার মনে হয় কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্থায়ী অর্থ বিল পাস হবে। দেখা যাক কী হয়।

###এখানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অস্থায়ী অর্থ বিল পাসের কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, সিআর হবে। এই সিআর মানে, এ সংক্রান্ত বিল। এতে সরকারি কার্যক্রমে অর্থ দেওয়া হয়। বিশেষ করে অর্থবছরের জন্য। এবার চলতি অর্থবছরের জন্য আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বিল হবে।######

রয়টার্স বলছে, এই বিল পাস হওয়া এখন সময়ের ব্যাপার। কেননা কংগ্রেসের প্রতিনিধি পরিষদ এখন রিপাবলিকানদের নিয়ন্ত্রণে। গত শনিবার ব্যয় বিলের একটি ৬ মাসের ‘স্টপগ্যাপ’ বের করে দেন এই পরিষদের রিপাবলিকান নেতারা।

####এ নিয়ে আগামী মঙ্গলবার ভোট হবে বলে জানা যায়। এতে ভোট দিতে এরই মধ্যে আহ্বান জানিয়েছেন ট্রাম্প।######সিনেটররা বিলটিতে অনুমোদন দিতে অস্বীকৃতি জানালে শাটডাউন শুরু হবে। এতে কেন্দ্রীয় সরকারের ওপর নির্ভরশীল নানা কর্মসূচি মারাত্মকভাবে ব্যাহত হবে। সরকারের বিভিন্ন বিভাগে সৃষ্টি হবে অচলাবস্থা। ব্যাহত হবে বিমানবন্দরের কার্যক্রম। ######এটি হলো মূল খবর l আগের দুইটি পোস্টে ঠিক এই আশঙ্কার কথাই বলেছিলাম l


কি মনে হয় ব্লগার ভাইয়েরা শাটডাউন হবে ⁉️ উল্লেখ্য কংগ্রেসের প্রতিনিধি পরিষদে অর্থ বিল পাস হতে হবে যা এখন রিপাবলিকানদের দখলে অর্থাৎ বিল পাশ হতে কোনো সমস্যা হওয়ার কথা না রয়টার্স ও তাই বলছে l ###

###কিন্তু ⁉️ হ্যা কিন্তু বা যদি ⁉️ আমার ধারণা অর্থ বিল পাশ হবে না বা হতে দেয়া হবে না l ট্রাম্প প্রশাসন শাটডাউন করাবে ‼️ অবাক হচ্ছেন ‼️ না অবাক হওয়ার কিছু নেই l শাটডাউন না হলেই বরং ট্রাম্প প্রশাসনের জন্য সমস্যা l হলে অনেক সমস্যা বা ট্রাম্প প্রশাসন যা চাচ্ছে তা করা অনেক সহজ হয়ে যাবে l #####

#ট্রাম্প প্রশাসন চাচ্ছে সকল ঋণ, দান চ্যারিটি টাইপ কার্যক্রম বন্ধ করে দিতে l অনেক সংগঠন প্রতিষ্ঠান থেকে এর মধ্যে আমেরিকা বেরিয়ে গেছে কিছু সংগঠন থেকে বের হওয়ার ঘোষণা দিয়েছে এর মধ্যে ন্যাটো, জাতিসংঘও আছে l এছাড়া অভ্যান্তরীণ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরিচ্যুত করার মহোৎসব চলছে l CIA, FBI, FEDERAL, সহ এমন কোন প্রতিষ্ঠান নাই যেখানে লোকবল কমানো হচ্ছে না পারমানবিক স্থাপনা নিরাপত্তায় নিয়োজিত লোকবলও কমিয়ে আনার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন I সব কিছু কারন একটাই অর্থ নাই বেতন দিতে পারছে না I শাট ডাউন হলে এসকল কাজ খুব সহজে করা যাবে আরও সহজ হবে I অর্থাৎ ট্রাম্প প্রশাসন জেনে বুঝেই শাট ডাউন করবে I #####

#ট্রাম্পের কথাতেও তার ইঙ্গিত আছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সে শাট ডাউন হতে পারে বলেছে অথচ যেখানে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের নিয়ন্ত্রনে সেখানে অর্থ বিল পাশ হওয়া কিন্তু সমস্যাই না l তারপরেও কেন ট্রাম্প শাট ডাউনের আশঙ্কা করছে ⁉️ ####

##যাই হোক এটা আমার নিজস্ব বিশ্লেষণ l দেখা যাক কি হয় ‼️ সেজন্য আমাদের আগামী ১৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর মাত্র তিনদিন পর আমেরিকার কোষগার খালি ‼️ খেলা জমে ক্ষীর ভায়া আসেন সবাই গ্যালারিতে বসি শান্ত হয়ে ‼️ ঐ মুড়ি একটা ঝাল মুড়ি লাগাও মরিচ বেশি মামা ;)

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০২৫ রাত ১২:৫৬

সরকার পায়েল বলেছেন: দক্ষিণ চীন সাগরে চীনের "বিপজ্জনক এবং অস্থিতিশীল" কার্যকলাপে ব্রিটেন উদ্বিগ্ন, সোমবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন।
কোনটা ছাইড়া কোনটা দেখবো বুঝতেছি না l চ্যানেল চেঞ্জ করতে করবে অস্থির পুরাই অস্থির ‼️

২| ১১ ই মার্চ, ২০২৫ সকাল ৮:৩৭

শ্রাবণধারা বলেছেন: সহজ কথায়, শাটডাউনের অর্থ হলো কংগ্রেস নতুন অর্থবছর শুরুর আগে ফেডারেল সরকারের বাজেট পাস করতে না পারা। সময় ছাড়া বা দেরীতে কাজ হওয়া ছাড়া এর তেমন কোনো প্রভাব আমেরিকার সামগ্রিক অর্থনীতির ওপর পড়ে না।

আপনি অর্থনীতির খুব সাধারণ এবং মৌলিক ধারণাগুলোর সাথেই পরিচিত নন, তবুও একের পর এক আমেরিকার অর্থনীতি নিয়ে বিভ্রান্তিকর ব্লগ পোস্ট দিয়ে চলেছেন! :) :)

কোভিড-পরবর্তী সময়ে আমেরিকার অর্থনীতি বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে। একটি দেশের অর্থনৈতিক অবস্থা নির্ধারিত হয় বিভিন্ন সূচকের ওপর, যেমন - জিডিপি (যার পরিমাণ বিশ্ব অর্থনীতির প্রায় ২৫%), মানুষের ক্রয়ক্ষমতা ও ব্যয়, শিল্পোৎপাদন, কর্মসংস্থান, মুদ্রাস্ফীতি, বিনিয়োগ ইত্যাদি। এসব সূচকের বিবেচনায় আমেরিকার অর্থনীতি বর্তমানে শক্তিশালী অবস্থানে আছে।

১১ ই মার্চ, ২০২৫ বিকাল ৪:৫৯

সরকার পায়েল বলেছেন: অর্থনীতির সব জানেন আর বাজেট কি আর অর্থবিল এর পার্থক্য বুঝেন না ⁉️

আরও পড়ালেখা করেন তারপর মন্তব্য করেন l
আমার কাছে জিব্রাইল ওহী নিয়ে আসে না যে আকাশ থেকে পরে আর আমি পোস্ট দেই l বিশ্ব মিডিয়াতে যারা বিশ্লেষণ করে রিপোর্ট করে তারা আপনার চেয়ে বহু বেশি বুঝে তাদের রিপোর্ট বিশ্লেসন পরেই পোস্ট দেই l পোস্ট ভালো মত না পরেi লাফ দিয়ে কথা বলেন l

যারা আমেরিকাকে অর্থনীতির পাহাড় ভাবেন তাদের জন্য কোন সুসংবাদ নাই কপালে শনি ঘুরে l আমার পোস্টে হুদাই গুতাগুতি না করে আল্লাহর কাছে বলেন হে খোদা আমেরিকার অর্থনীতি বাঁচাও ‼️ আমেরিকার অর্থনীতি রক্ষার কেউ নাই l

৩| ১১ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:১৮

নিমো বলেছেন: ভাই পায়েল শ্রাবণধারা কিন্তু ভুল কিছু লিখেনি। আমেরিকার আছে শত শত টন স্বর্ণ, বন্ড, ডলার নামক মূদ্রা,ট্রিলিয়ন ডলার মূল্যের কোম্পানি, ট্রিলিয়নিয়ার মাস্ক, ব্ল্যাকরক কোম্পানি যার সম্পদ মূল্য পৃথিবীর অনেক দেশের জিডিপির চেয়েও বেশি। আগামী একশ বছরেও আমেরিকার কিস্যু হবে না।

১১ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

সরকার পায়েল বলেছেন: আমার ধারণা ঠিক হবেই তা বলছি না l তবে আমেরিকার অর্থনীতি রাজনীতি ফলো করছি ওবামার সময় থেকেই l আমার ব্লগে অনেক পোস্ট আছে l

মিথ্যা প্রচারের যদি নোবেল থাকতো আমেরিকা গত এক যুগ একাধারে তা অর্জন করতো l এরা কি পরিমান মিথ্যা তথ্য প্রচার করে তা অবিশ্বাস্য ‼️ যেসব ট্রিলীয়নারের কথা নলছেন তারা কেউ আমেরিকা নিয়ে ভাবে না কারন এদের আমেরিকার প্রতি কমিটমেন্ট নেই থাকার কথাও না এরা সবাই জাতিগত ইউরোপিয়ান এরা কেউ আমেরিকার না এরপর এরা ব্যাবসায়ী আমেরিকা নিয়ে এরা ব্যবসা করবে l

এখন আসি স্বর্ণ সম্পদ নিয়ে এদেরআমেরিকার ভল্টে যে পরিমান সোনা থাকার কথা তা নেই এটা বহু আগের কথা বহুবার এ নিয়ে নিউজ হয়েছে l যাই হোক মিথ্যা প্রোপাগান্ডার মধ্যে বলে বা যুক্তি দিয়ে লাভ নেই l যারা ভাবে আমেরিকা একসাথে বছরেও কিছু হবে না তাদের শুধু এক বছর সময় দিলাম l আজকে ১১/০৩/২৪ ঠিক এক বছর ১১/০৩/২৫ এ আবার কথা হবে l হয়ত এর আগেও আমেরিকার করুন পরিণতি দেখবেন l হয়ত ১১/০৩/২৫ এ আমেরিকার অর্থনীতি না আমেরিকার গৃহযুদ্ধ নিয়ে আমরা কথা বলবো পোস্ট দিবো l আর হ্যা গৃহযুদ্ধ হবে আমেরিকার অর্থনীতির ধসের জন্যই l ফাঁপা মহিরুহ আমেরিকার একটি নাম আমি দিয়েছি EMPTY POT

৪| ১১ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৩৯

সরকার পায়েল বলেছেন:

৫| ১১ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪০

সরকার পায়েল বলেছেন:

৬| ১১ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪

নিমো বলেছেন: মাথা ঠান্ডা করুন। আজই ২০২৫ সালের ১১ মার্চ। যুদ্ধ হতেই পারে। আমেরিকার ঋণ বিপুল। তবে আমেরিকার পতন এক অর্থে বিশ্বেরও পতন। আগে ডলারের পতনতো হোক। ততদিন না হয় নাকে তেল দিয়ে ঘুমাই।

১২ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৪৫

সরকার পায়েল বলেছেন: ঠিক আগে ডলারের পতন হোক l

৭| ১২ ই মার্চ, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

সরকার পায়েল বলেছেন: আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে l কংগ্রেসে অর্থ বিল পাশ হয়েছে অর্থাৎ আমেরিকা আবার শাট ডাউন থেকে রক্ষা পেলো সরকার নতুন ঋণ পাবে l নতুন ডলার ছাপাবে এবং মূল্যস্ফীতি বাড়বে l তবে এটি সাময়িক প্রতি বছর এভাবে অর্থবিল পাশ করাতে হবে নতুন ঋণ নিবে ঋণের বোঝা বাড়বে l

৮| ১২ ই মার্চ, ২০২৫ রাত ৮:৫৪

শ্রাবণধারা বলেছেন: দুঃখিত, "Appropriation bill" কথাটা সহজ করে লিখতে গিয়ে "ফেডারেল সরকারের বাজেট" এভাবে লিখেছি। কানাডায় এটাকে শুধু এপ্রোপ্রিয়েশন বলে।

@নিমো, আপনি এই লেখক কে চিনতে পারেন নি! এই ভদ্রলোক একজন প্রবল র‌্যাডিকাল উগ্রপন্থী। কোন এক বিশেষ কারনে আমেরিকার অর্থনীতি নিয়ে আজগুবি সব লেখা লেখেন। এর পোস্টে আমার মন্তব্য করার কথা নয়। তারপরও মনে হল, ব্লগার হিসেবে এই ডিসইনফরমিশনগুলো নজরে আনাটা আমার দায়িত্বের মধ্যে পড়ে।

৯| ১২ ই মার্চ, ২০২৫ রাত ১১:০১

নিমো বলেছেন: পায়েল, আপনি Nexus: A Brief History of Information Networks from the Stone Age to AI
Yuval Noah Harari বইটা পড়ুন। আগামীতে পোস্ট লিখতে অনেক সাহায্য হবে।

১০| ১২ ই মার্চ, ২০২৫ রাত ১১:০৩

নিমো বলেছেন: শ্রাবণধারা, ব্লগের তৌহিদী, তালিবান, জা-শি,হিযবুত তাহরীর ব্লগার নামক আবর্জনাদের বিবেচনায় নিলে, উনাকে নিরীহই বলা চলে।

১১| ১২ ই মার্চ, ২০২৫ রাত ১১:২০

শ্রাবণধারা বলেছেন: @নিমো, প্রথমে ভেবেছিলাম, আপনি আমাকে "নেক্সাস" পড়ার পরামর্শ দিয়েছেন। আমি লাইব্রেরি থেকে বইটি ধার করে অর্ধেক পড়েছি, কিন্তু পড়ার মাঝেই রিকল নোটিস আসায় ফেরত দিতে হয়েছে। এখন আবার পাওয়ার অপেক্ষায় আছি। হারারির বই মানেই সন্দেশ!

তবে এই লেখকের জন্য সুপারিশযোগ্য বই "নেক্সাস" নয়, বরং দশম শ্রেণির অর্থনীতির বই। আর "নেক্সাস" পড়তে হলে হারারির আগের দুটি বই (হোমো ডিউস বাদে) পড়া থাকা দরকার। উপরে দেখুন, গণকের মতো ভবিষ্যদ্বাণী করেছে, এক বছরের মধ্যে আমেরিকা শেষ! প্রথম শ্রেণির নির্বোধ না হলে এমন ভবিষ্যদ্বাণী কেউ করবে না।

১২| ১২ ই মার্চ, ২০২৫ রাত ১১:২৭

নিমো বলেছেন: শ্রাবণধারা, আপনি চাইলেতো ই-বুকই পড়তে পারেন। শুধু উনি নন, এই ব্লগের তথাকথিত অনেক ওজনদার ব্লগারও প্রাথমিকে আটকে আছেন, তাই কৃত্রিম বুদ্ধিমত্তার আবর্জনা পোস্টেও চমৎকারিত্ব খুঁজে পান। উনাকে ছেড়ে দিন, যুক্তরাষ্ট্রের ইতিহাস জানা থাকলে, এসব বোকা বোকা পোস্ট হয়তো দিতেন না।

১৩| ১৪ ই মার্চ, ২০২৫ সকাল ১০:৩৩

রাজীব নুর বলেছেন: পোষ্ট এবং মন্তব্য গুলো জানলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.