নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

গ্লোবাল আই স্পাই ক্লাবে ভাঙনের সুর ‼️

১৭ ই মার্চ, ২০২৫ রাত ৩:৪১

গ্লোবাল স্পাই ক্লাবের কার্যকারিতা প্রশ্নের সম্মুখীন

‘ফাইভ আইজ’ নেটওয়ার্ক এখন চাপের মধ্যে রয়েছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমানভাবে অবিশ্বস্ত আচরণ অসহযোগিতা l

জ্ঞান হলো শক্তি, কিন্তু কার সাথে জ্ঞান ভাগাভাগি করবেন তা নির্ধারণ করাই টিকে থাকার মূল চাবিকাঠি হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড নিয়ে গঠিত "ফাইভ আইজ" গুপ্তচর জোটের অংশীদারদের শীঘ্রই তাদের সবচেয়ে শক্তিশালী সদস্য ওয়াশিংটনের উপর নির্ভরতা পুনর্বিবেচনা করতে হতে পারে।

ট্রাম্পের আমেরিকা রাশিয়ার সাথে বিভ্রান্তিকর উপায়ে সম্পর্ক উষ্ণ করছে, একই সাথে ইউক্রেনের কিছু গোয়েন্দা তথ্যের ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করছে এবং তার ব্রিটিশ মিত্রদেরও একই কাজ করার নির্দেশ দিচ্ছে। সেই সুযোগ-সুবিধার বেশিরভাগই তখন থেকে পুনঃস্থাপন করা হয়েছে, কিন্তু সেই অনির্দেশ্যতা ফাইভ আইজ গ্রুপের অন্যান্য সদস্যদের জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে l যা এখন তাদের সবচেয়ে সংবেদনশীল তথ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখা নিয়ে প্রশ্ন উঠছে l

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২৫ সকাল ১১:৫৩

নতুন বলেছেন: সিআইএ র বেতন বন্ধ করেছে ইলন মাস্ক।

এখন জেমস বন্ড ৫ স্টার হোটেলে থাকবেনা, টয়োটা গাড়ীতে চড়বে আর ভোদকা মার্টনি বাদ দিয়ে মকটেইল খাওয়া শুরু করবে।

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১৩

সরকার পায়েল বলেছেন: FBI এর বেতনও বন্ধ করছে l জেমস বন্ড এখন হোমলেস ঢোঙ্গায় বিয়ার নিয়ে ঘুরতেছে ‼️ এতদিন CIA নাম ব্যবহার করে মুভি করে যে পয়সা কামাইছে তার উপর টেরিফ বসানো হতে পারে ৫০০% শিল্পি কলাকুশলি থেকে টি boy লাইট boy সব প্রযোজক পরিচালকের আমেরিকার সম্পত্তি ক্রোক করা হবে ;)

২| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৫৪

রাজীব নুর বলেছেন: আন্তর্জাতিক বিষয় নিয়ে আমি চিন্তিত নই।
আমার নিজের দেশের অবস্থা ভালো না।

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:১৬

সরকার পায়েল বলেছেন: স্যার আমার পোস্টে এসেই আপনার দেশ নিয়ে এত ভাবনা কেমনে আসে এটাই এক রহস্য ‼️ ভালো দেশ নিয়ে ভাবা ভালো l

৩| ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ১:২৬

কু-ক-রা বলেছেন: উহা (ট্রাম্প) সকল কিছু ওলট পালট করিয়া দিবে, ইহা আর নতুন কিছু নহে! উহা প্রথমবার আসিয়া যে কাণ্ড করিয়াছিল, তাহা তো সকলের জানা। এখন আবার প্রেসিডেন্ট হইয়াছে, তাই উহা যে আগের চেয়েও অধিক ওলট পালট করিবে, ইহা বলিবার জন্য জ্যোতিষী হইবার প্রয়োজন নাই।

উহা এখন রাশিয়ার পুতিনের সহিত আলোচনা করিবার প্রস্তুতি লইতেছে, ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গে। উহা বলিয়াছে, দুই পক্ষের সহিত কথা বলিয়া যুদ্ধের সমাপ্তি টানিতে চায়, কিন্তু ইউরোপীয় নেতারা উহার এই পদক্ষেপ লইয়া সন্দিহান। বিশেষত, উহা যেরূপ জেলেনস্কির প্রতি কঠোর মনোভাব প্রদর্শন করিতেছে, তাহাতে ইউক্রেনসহ পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন। রাশিয়া দীর্ঘদিন ধরিয়া ইউক্রেনের বিস্তীর্ণ অঞ্চল দখল করিয়া রাখিয়াছে, এখন উহা যদি কোনো সমঝোতার চেষ্টা করে, তবে কাহার স্বার্থ রক্ষিত হইবে, ইহাই বড় প্রশ্ন।

উহা যাহা বলে, একদিন একরকম, পরদিন সম্পূর্ণ উলটো! উহা শত্রুর সহিত বন্ধুত্ব করে, আবার বন্ধুর সহিত এমন আচরণ করে, যেন চরম শত্রু! সম্প্রতি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সহিত সাক্ষাৎ করিবার পর উহা রসিকতার ছলে বলিয়াছে, কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে পরিণত করা যাইতে পারে! কানাডার জনগণ ইহা ভালোভাবে গ্রহণ করে নাই, বরং উহাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাইয়াছে।

উহা আসিলে বাজারে অস্থিরতা দেখা দেয়, বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়। উহার সাম্প্রতিক সিদ্ধান্তসমূহের ফলে বিশ্ব শেয়ারবাজারে প্রায় ৫ ট্রিলিয়ন ডলারের ক্ষতি হইয়াছে। বিশেষত, যুক্তরাষ্ট্রের বৃহৎ প্রযুক্তি সংস্থাসমূহ মারাত্মক ক্ষতির সম্মুখীন হইয়াছে। ডলারের মান হ্রাস পাইয়াছে, কারণ আন্তর্জাতিক মহলে আশঙ্কা জন্মিয়াছে যে, নতুন বাণিজ্য যুদ্ধ শুরু হইতে পারে।

১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০৫

সরকার পায়েল বলেছেন: ELECT A CLOWN EXPECT A CIRCUS ‼️

৪| ১৯ শে মার্চ, ২০২৫ সকাল ১১:১৬

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্ত ব্য করেছেন সেটা জানতে।

৫| ২৬ শে মার্চ, ২০২৫ সকাল ৯:৫৩

তচজণ বলেছেন: Step up to the plate with [google baseball](https://googlebaseball.io/ ), an exhilarating online game that brings the excitement of baseball to life, featuring interactive gameplay, stunning visuals, and thrilling challenges that keep you coming back for more!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.