![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ট্রাম্প বলেছে যে তার ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি "স্বর্ণযুগ" শুরু হয়েছে। তিনি এবং তার উপদেষ্টারা এখন বলছেন যে এটি আসতে কয়েক মাস বা তারও বেশি সময় লাগতে পারে। আমাদের দেশের নেতাদের পাঁচ আঙ্গুল মার্কা কথাবার্তা, হবে হচ্ছে ‼️
ট্রাম্পের মেয়াদের দুই মাস পর, প্রশাসনের কর্মকর্তারা এই ধারণা প্রত্যাখ্যান করছেন যে ট্রাম্প ইতিমধ্যেই এমন একটি অর্থনীতির মালিকানা গ্রহণ করেছেন যার উপর তিনি "অলৌকিক কাজ" করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারা ইতিবাচক তথ্য দেয়ার চেষ্টা করছে এবং ট্রাম্পের পূর্বসূরী জো বাইডেনের উপর দুর্বলতার লক্ষণগুলির জন্য দোষারোপ করেছেন, যদিও সতর্ক করে দিয়েছেন যে তার পরিকল্পনা রাতারাতি ফল দেবে না।
অর্থাৎ আইতাছে.......
এখন আল্লাহর দিকে চাইয়া থাকো ‼️
যদিও আমাদের কিছু ব্লগার ভাইরা মানতেই পারছে না আমেরিকার অর্থনীতির যৌবন আটলান্টিক সাগরের ভাইসা গেছে তারা এখনও আমেরিকা বলেই জ্ঞান হারিয়ে চেং দোলা হয়ে থাকে ‼️যাই হোক আমি বা আমার ব্লগার ভাইয়েরা যতই নর্তন কুদন করি আমি আমেরিকার অর্থনীতি দিনে বারো বার গুষ্ঠি উদ্ধার করি আর তারা সেই গুষ্ঠি মাথায় নিয়ে নৃত্য করুক তাতে কিছুই আসে যায় না l বাস্তবতা যা দেখাই যাবে l সব কিছুর পরেও এটা সত্য আমেরিকা যত খুশি ডলার ছাপাতে পারে আর ডলার এখনও চালকের আসনে l তাই যতক্ষন ডলার ধ্বংস না হচ্ছে আমেরিকাও ততক্ষন টিকে থাকবে ‼️ অর্থাৎ আমেরিকার প্রাণ ভোমরা এখন ডলার তার সামরিক শক্তি না l তবে অতিরিক্ত ডলার ছাপানো মানে মূল্যস্ফীত বৃদ্ধি পাওয়া l
২৩ শে মার্চ, ২০২৫ ভোর ৪:৫০
সরকার পায়েল বলেছেন: সে আগাগোড়া একটা ফটকা ব্যবসায়ী একটা সিন্ডিকেট করছে আমেরিকা বিক্রি করে দিবে l
২| ২৩ শে মার্চ, ২০২৫ ভোর ৫:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: শুধু ডলার দিয়ে অ্যামেরিকা টিকে থাকতে পারবে না। চিনের কাছে অ্যামেরিকা ধরা খেয়েছে। সময়ের ব্যাপার মাত্র। অ্যামেরিকার অসহায়ের মত চেয়ে থাকা ছাড়া আর কিছু করার নাই। অর্থনৈতিক যুদ্ধ হল বড় যুদ্ধ। ট্রাম্পের দিন তো হাতে গোনা। অনেক কিছু ও হুকুম দিলেও হবে না। অনেক ক্ষেত্রেই সে ড্রামা করে। অনেকটা রেস্লিং খেলার মত।
৩| ২৬ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৪৫
রাজীব নুর বলেছেন: ট্রাম্প এবার অনেক নেগেটিভ কাজ করবে।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০২৫ রাত ২:২০
সৈয়দ কুতুব বলেছেন: ট্রাম্প আসলে কি চায়?