নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ

সরকার পায়েল

মানুষ যা অনুভব করে তাই জ্ঞান।

সরকার পায়েল › বিস্তারিত পোস্টঃ

মধ্যপ্রাচ্য রাজনীতিতে নাটকীয় পরিবর্তন আবার দীর্ঘ যুদ্ধের ফাঁদে ইসরাইল-আমেরিকা ‼️

২৪ শে মার্চ, ২০২৫ ভোর ৪:৫৪

ব্রেকিং: পালমিরার কাছের অঞ্চল তুরস্কের কাছে হস্তান্তরের জন্য সিরিয়ার অগ্রিম আলোচনা শুরু করেছে l

পালমিরার কাছের অঞ্চলগুলির নিয়ন্ত্রণ তুর্কি সেনাবাহিনীর কাছে হস্তান্তরের জন্য সিরিয়ার সরকার তুরস্কের সাথে অগ্রিম আলোচনা করছে বলে জানা গেছে।
এর প্রতিক্রিয়ায়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একটি জরুরি বৈঠক ডেকে সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে সিরিয়ায় সরাসরি ইসরায়েলি-তুর্কি সংঘর্ষ "প্রায় নিশ্চিত"।

আগেই বুঝতে পেরেছিলাম ইসরাইলকে দীর্ঘ যুদ্ধের ফাঁদে ফেলতে যাচ্ছে আরবরা পেছনের থিঙ্ক ট্যাঙ্ক যথারীতি বলে মজা নষ্ট করে লাভ নাই l আগের বেশ কয়েকটি পোস্টে বলেছিলাম l কিন্তু তখন মাথায় ছিল ইরান, লিবিয়া আর ইরানের প্রক্সিরা কিন্তু তুরস্ক সিরিয়া খেলবে বুঝতে পারিনি l বিশেষ করে যখন আসাদ সরকারের পতন স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম এরা আমেরিকান ব্লকের কিন্তু এতো দেখি আসাদের চেয়ে এক কাঠি আগে l

তাহলে অঙ্কটা কি দাঁড়ালো আসাদ পুরাই নাটক করলো ‼️আসাদের পতন দেশ ত্যাগ পুরাই নাটক নতুন গ্রূপ যারা এতদিন আসাদ বিরোধী ছিল তারা কি তাহলে আসাদের সাথে যোগ সাজস প্ল্যান করেই এইসব করেছে ‼️আমেরিকার মাথায় হাত সন্দেহ নাই কারন তাহলে কতগুলো এমন গ্রূপ আরবে ছড়িয়ে আছে যাদের পেছনে আমেরিকা কাড়ি কাড়ি ডলার খরচ করেছে ‼️আরেকবার আমেরিকার রাজনীতি আরবে মুখ থুবড়ে পরবে l

রাজনীতি কিছুটা বুঝলেও সমরনীতি বিষয়ে আমার ধারণা খুব সীমিত l অল্প ধারণা নিয়েই বলছি এবার ইসরাইল আরব যুদ্ধ লম্বা করতে হবে অন্তত দুই থেকে তিন বছর বা তার বেশি ব্যস ইউরোপের মত আমেরিকাও ধসে পরবে l এক বছর হলেই যথেষ্ট তবে প্রস্তুতি রাখতে হবে অন্তত তিন বছর l আর যদি ইসরাইলের আকাশ পথ, সমুদ্র পথ আটকে দেয়া যায় কোন বিমান বা জাহাজ ইসরাইলে ঢুকতে না পারে ছয় মাসেই ইসরাইলের পতন সম্ভব l

তবে এই মুহূর্তে ইসরাইলের পতনের চেয়ে ইসরাইলের সাথে এক বা দুই বছরের যুদ্ধ বেশি দরকার তাহলে আমেরিকার পতন অবধারিত l এবার ইউরোপ তার চেহারা দেখাবে ট্রাম্প যাও অস্ত্রের জন্য ইউরোপের কাছে ‼️
আর পুতিন কাকুর ডায়লগ মুখস্ত বলে দিতে পারি, উভয় পক্ষ ধৈর্য্য ধারণ করুক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব l

অফ দা রেকর্ড - সাপ্লাই ভরপুর চলবে ‼️
সাতদিনের মধ্যে ইরানের পারমানবিক শক্তির ঘোষণা সহ আরব রাষ্ট্রগুলোর আমেরিকার সাথে পল্টি আশা করছি l
। মিশর জর্ডান এর ভূমিকা কি হবে ‼️ কিছুদিন আগে মিশের বর্ডারে সেনা সমাবেশ করেছিল সিসি কি আমেরিকার সাথে পল্টি দিবে ⁉️ জর্ডানের বাদশা কি হোয়াইট হাউসে তার অপমানের প্রতিশোধ নিবে ⁉️ অনেক প্রশ্নের উত্তর হয়ত দ্রুত আমরা পেয়ে যাবো l ও আই সি র আরব রাষ্ট্রগুলো দুইদিন আগে ইসরাইলের সাথে সামরিক সম্পর্ক বন্ধের ঘোষণা দিয়েছিল l

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০২৫ ভোর ৬:৩৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আপনি নিশ্চই খুব জ্ঞানগর্ভ কথা বলেছেন। কিন্তু আমি ঠিক মত বুঝতে পারি নাই। আমার ব্যর্থতা। যেমন ব্যর্থ হয়েছি পিনাকি ও ইলিয়াসের কথা বুঝতে। :-(

২৪ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:৩০

সরকার পায়েল বলেছেন: ভাই বোঝার দরকার নাই l ঘটনা ঘটুক ঘটলে তখন বুঝবেন l

২| ২৬ শে মার্চ, ২০২৫ দুপুর ১২:০৯

রাজীব নুর বলেছেন: ছোট ছোট বাচ্চা গুলোর করুন দশা।
কিছু ভিডিও দেখে আমার মন খুব খারাপ হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.