নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপরাজিতা। কোন বাঁধাই আমার চলার পথে বাঁধা হয়ে থাকেনা। সব বাঁধা কে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে আমার জীবনের মূলমন্ত্র

শারলিন

শারলিন › বিস্তারিত পোস্টঃ

বাবা দিবসে আমার অনুভুতি

০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:২১

২০০৬ সালে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছেন। বাবা কে হারিয়ে বুঝেছি বাবা আমার জীবনে কি ছিলেন। ২০১২ সালে বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে আমি নতুন করে বাবা(শশুর) কে পাই। বাবা আমাকে তার সবটুকু ভালবাসা উজাড় করে দিয়েছেন। অনেক দিন পর আমি আবার কাউকে বাবা বলে ডাকতে পারছি। বাবাকে হারানো কষ্ট কখনও ভোলার নয় তারপরও বাবা আমাকে আমার কষ্ট অনেকটা দূর করে দিয়েছেন... সত্যি আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি বাবার মত শ্বশুর পেয়ে।
কিন্তু কোথায় যেন একটা চাঁপা কষ্ট রয়ে গেছে যা কখনও শেষ হবার মত না। ২০১৫ সালেও এসে বাবা কে প্রতি মুহূর্তে মিস করি। সবসময় মনে হয় বাবা থাকলে এটা হত। বাবা এটা খেতে পছন্দ করতেন। বাবা কে হারানো কষ্ট কখনও ভোলার নয়। বাবাকে কতটা ভালবাসতাম তা কখনই বাবাকে বলা হয়ে ওঠেনি। খুব ভালবাসি বাবা তোমাকে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.