নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন পর লিখতে বসলাম। না ব্যর্থতার গ্লানি আমার চলার পথকে আটকাতে পারেনি। আমি সব ব্যর্থতা, কষ্ট, গ্লানি কে পাশ কাটিয়ে একটু একটু করে পথ চলছি।একটা দুর্ঘটনা আমার জীবন কে অনেকটাই এলোমেলো করে দিয়েছিল। ভেবেছিলাম আমি হেরে গেছি। হয়ত হেরেই যেতাম। যদি না আমার মনের মানুষটি শক্ত করে আমার হাত টি ধরে না থাকত। জীবনের কঠিন সময় গুলোতে ও আমার পাশে ছিল বলেই আজ আমি আবার লিখতে পারছি। এভাবেই পাশে থেক সারাটি জীবন তুমি আমার।
জীবনের এই পর্যায়ে আমার উপলব্দি হল খারাপ সময় জিবনে আসতেই পারে। তাই বলে ভেঙে পরলে চলে না, বরং শক্ত হতে হয়।
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ চালিয়ে যান।