নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেগে গেলেন তো হেরে গেলেন এই কথা টা এর আগে যতবার শুনেছি ততবার আমার রাগ বেড়ে গেছে আরও কয়েকগুণ। মনে হত রাগ করার কারন থাকা সত্ত্বেও আমি রাগ করব না এটা আবার হয় নাকি? রাগ তো আমার আবেগের ই বহিঃপ্রকাশ। রাগ করার অধিকার সবার আছে। আমার কেন থাকবেনা? বলতে দ্বিধা নেই বরাবর ই আমার রাগ একটু বেশিই। রাগ হলে ঠিক মাথাটা কাজ করে না। কি বলি কি করি নিজেই জানিনা।
রাগের স্বাভাবিক ধর্ম অনুযায়ী সে তার সময়ের পর চলে যায়। আর আমি আপসোস করতে থাকি “এটা আমি কি করলাম, এটা আমি কি বললাম, এটা না বললেও পারতাম, আমার কারনে একজন কষ্ট পাচ্ছে, তাকে কষ্ট দেওয়া আমার ঠিক হয়নি, আর একটু ধৈর্য ধরা আমার উচিৎ ছিল”।
কিন্তু ততক্ষণে যা ঘটার তাই ঘটে যায়। আমার কাছের মানুষ গুলো আমাকে ভুল বুঝে। কেউ কেউ হয়ত আমাকে ছেড়ে দূরে চলে যায়। এরকম ঘটনা আমার জীবনে অনেকবার ঘটলেও আমার রাগ কিন্তু কমে নি বরং বয়সের সাথেসাথে বেড়েছে।
আমি আমার মত রেগেছি, রেগে গিয়ে অন্যকে যেমন কষ্ট দিয়েছি নিজেও পেয়েছি। তবে নিজে বেশী কষ্ট পেয়েছি। কাছের মানুষ দূরে চলে যাওয়াতে যেমন কষ্ট পেয়েছি তেমনি কাছের মানুষ গুলকে কষ্ট দিয়েও কষ্ট পেয়েছি।
রাগের কারনেই আমি সবচেয়ে বেশী কষ্ট পেয়েছি জীবনে। এভাবে আর কত? তাই ঠিক করেছি আমি আর রাগব না। কারন রাগ ই মানুষকে ধ্বংস করে দেয়। রাগ করার অধিকার আমার থাকলেও, জীবনটা ধংস করার অধিকার আমার নেই। কারন জবন টা অনেক সুন্দর। জীবনের এতটা সময় না বুঝলেও আজ আমি বুঝতে পেরেছি রেগে গেলে হেরে যেতে হয়। আমি আর হারতে চাই না। আমি জীবন টাকে উপভোগ করতে চাই...।।
তাই আজ থেকে আর কোন রাগ আমাকে স্পর্শ করতে পারবেনা.....................।
আমি রাগব না, আমি রাগব না, আমি রাগব না...............।
সবার কাছে একটা অনুরোধ রাগ কমানোর কোন টিপস থাকলে দিবেন।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪২
শারলিন বলেছেন: হয়ত তাই.........
তবে আমি র রাগতে চাইনা্,
অভিমান ও করতে চাইনা
বাঁচতে চাই হাসিখুশি মনে.........।
২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অবশ্যই আপনি রাগবেন , তবে এর বহিঃপ্রকাশ হতে হবে সুনিয়ন্ত্রিত !
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪
শারলিন বলেছেন: ওখানেই তো আটকে যাই............
তবে আর আটকাবো ণা......।
৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১১
সিপন মিয়া বলেছেন: আমরা ছেলেরা রেগে গেলে দাত কামরাই আর সিগারেট জেলেই তার সমাধান খোজি। যদিও তা অপরকে স্পর্শ করে না। এটা ভাল সেটার চেয়ে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৬
শারলিন বলেছেন: সিগারেট খেলে কি আদৌতে রাগ কমে কিংবা দাঁত কাম্রালে? বলবেন প্লিজ সিপন মিয়া ভাই। তাইলে চর্চা করে দেখতাম
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩১
মাঘের নীল আকাশ বলেছেন: হুমমম...আপনে তো তাইলে বার বার হেরে যাচ্ছেন...আর তাই আরও রেগে যাচ্ছেন...
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৪
ছাসা ডোনার বলেছেন: এটা সত্য কথা।আমিও ছোট বেলায় খুব রেগে যেতাম , সামনে যা পেতাম ভেংগে ফেলতাম। আমার মা তখন আমাকে বলতেন বাবা তুই মাটির দিকে তাকিয়ে থাক রাগ মাটি হয়ে যাবে। আমি তাই করতাম। আমার রাগ মাটি হয়ে যেত। বেশী রাগ উঠলে মাথা নীচু করে মাটির দিকে কিছুক্ষন তাকিয়ে থাকবেন তাতে রাগ মাটি হয়ে যাবে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
শারলিন বলেছেন: ধন্যবাদ।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
গোধুলী রঙ বলেছেন: গিয়াসলিটন বলেছেন: অবশ্যই আপনি রাগবেন , তবে এর বহিঃপ্রকাশ হতে হবে সুনিয়ন্ত্রিত !
রাগ না হওয়াটা অনুভুতি শুন্যতার একটা লক্ষন বটে, সুতরাং রাগ করা দোষের কিছু নয়। তবে, প্রকাশ করুন যথাসম্ভব আরেকজনকে কম কষ্ট দিয়ে।
লক্ষ করুন, বউয়ের কাছ থেকে কষ্ট পেলে একজন অশিক্ষিত মানুষের প্রকাশভঙ্গি কেমন, আর একজন সুশিক্ষিত মানুষের প্রকাশভঙ্গি কেমন। অনেক আলাদা, তাই না? তার মানে একই কারনে রাগ দুজনেরই হয়, কিন্তু প্রকাশভঙ্গিটা আলাদা আলাদা। এখন আপনিই ঠিক করে নিন আপনার স্টান্ডার্ড অনুযায়ী তা কেমন হতে পারে।
আপনার জন্য তো সহজই, কারন আপনার রাগ হরহামেশাই হয় আর প্রকাশটাও
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১
শারলিন বলেছেন: ধন্যবাদ।
৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১৯
এহসান সাবির বলেছেন: হেরে গেলেও আমি রাগব......
৮| ০১ লা ডিসেম্বর, ২০১৭ রাত ১১:৩৯
নূর-ই-হাফসা বলেছেন: সুন্দর ভাবে বলেছেন । আমি সবসময় রাগ বেশি যাদের তাদের কাছ থেকে দূরে থাকি । রাগ সত্যিই অনেক খারাপ । মনের অজান্তেই বেশি রাগ জমানো মানুষ গুলো অন্যকে কষ্ট দিয়ে ফেলে ।
©somewhere in net ltd.
১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৭
ফায়েজুর রহমান সৈকত বলেছেন: খুব বেশি অভিমান ফুঁটে উঠেছে