নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপরাজিতা। কোন বাঁধাই আমার চলার পথে বাঁধা হয়ে থাকেনা। সব বাঁধা কে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে আমার জীবনের মূলমন্ত্র

শারলিন

শারলিন › বিস্তারিত পোস্টঃ

আমাদের পুরুষদের লেখাটা পড়া দরকার

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৫৭

মানলাম মেয়েটা হাফপ্যন্ট আর হাতা কাটা গেঞ্জি পড়ে রাস্তায় বের হইছে। তা জনাব আপনার ইজ্জত এত ঢিলা ক্যান যে ওইটা দেখে নিজেকে নেংটা পুতু করে ফেলবেন। ওই মেয়ে অশ্লীল আর আপনি এতই রুচিশীল যে গায়ে কাপড়ি থাকে না।
আমরা নারীরা পুরুষকে জোড় করে সম্মান দেই। এদের সম্মান পাবার কোন গুণই নেই। এরা নিজেদের পুরুষত্ব দেখাতে গিয়ে যে সব কাজ করে
তাতে কি বা সম্মান দেয়া যায়? বুঝিয়ে বলছি-
*পুরুষ তাই রাস্তায় হাজার লোকের সামনে হিশু করতে বসে। নারীদের উচিত পাছায় লাথি দিয়ে ওকে ওর হিশুর উপরে ফেলে দেয়া। কারণ, পুরুষ বলে
গোপনাঙ্গ গোপনীয়তা দেখাইতে বলা হয় নাই। কিন্তু নারীরা দেখেও না দেখার ভান করে চলে যায়।
*চায়ের দোকানে বেঞ্চের উপর পা তুলে হাটুর উপরে লুঙ্গি উঠিয়ে চা খাইতে বসা লোক দেখলে নারীর উচিত গরম চা রানে ঢেলে দেয়ার। কারণ, ধর্মে পুরুষকে পায়ের গোড়ালির উপরে পাজামা পড়তে বলছে, হাটুর উপর তুলে রান দেখিয়ে না।
কিন্তু নারীরা ওটা না করে সোজা হেটে যায়।
*পুরুষ তাই রাস্তায় সিগারেটে ফুক দিতে দিতে হাটেন নিজে খায়,মানুষরেও খাওয়ায়। নারীর উচিত সিগারেটের আগুন ওর গালে চেপে নিভিয়ে ৩৬০ ডিগ্রি এঙ্গেলে থাপ্পড় মাইরা থোবড়া ব্যকা
করে দেয়ার। কারণ, ইসলামে সমস্ত নেশা জাতীয় দ্রব্য হারাম। পুরুষের জন্য জায়েজ,নারীর জন্য না জায়েজ বলা হয় নাই। কিন্তু নারীরা সভ্য। ওরা নাকে রুমাল গুজে হেটে যায়।
*পুরুষ মানুষ, খালি গায়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে দেখায়, he got a ভুড়ি & কালা কালা লোম। নারীর উচিত কালা লোমে টান দিয়ে ভুড়িতে একখান ঘুষি মারা। শরীর দেখাইয়া হাটার অধিকার পুরুষরে
ইসলাম দেয় নাই। সৌদির পুরুষদের পোষাক দেইখা লন, নারীর বোর্কা থেকে কম না। কিন্তু তবুও নারীরা সভ্য জাতি। ওরা ওইসব টানাটানিতে যায় না।
*রাস্তায় হাটতে গেলে পুরুষ চোখ নারীর সর্বাঙ্গ বুলাবে এই ভাবে যখন তাকায় তখন উচিত চোখে সুচ গেথে দেয়া। ইসলাম মতে পুরুষের দৃষ্টি থাকবে
নারীর গোড়ালির দিকে। সে মতে সামনের মেয়ে অশ্লীল না পর্দানশীন এইটাতো পুরুষের দেখারি কথা না। কিন্তু নারী ওইসব না করে ইতস্ততভাবে
অন্যদিকে মুখ ঘুড়িয়ে নিজেকে শান্তনা দেয়।
নারীর এহেন আচরণে এটা ভাবার কারণ নেই নারী কাম আসক্ত হীন। বরং নারী সংযত। ওদের ইজ্জতের দাম আছে। আন্ডারআর্ম পড়া ছেলে দেখলে ওরা
নিজের স্যলোয়ার খুলে ঝাপিয়ে পড়ে না। কারণ ওরা নিয়ন্ত্রিত। তেলাপোকার মত জাগায় অজাগায় ব্রেক মারে না।
নারী রক্ষণশীল বলেই তোমরা পুরুষেরা যুগে যুগে ওকে নিয়ে গবেষনা করছো, কাব্য লিখছো,লিখবা।
খোলা জিনিস নিয়ে কাব্য আসে না। তোমরা পুরুষেরা উন্মুক্ত। দেখার ইচ্ছা নাহলেও দেখতে হয়। চোখের সামনে ঘুর ঘুর করা জিনিস নিয়ে রাতভর কাব্য লিখতে হলে লাইনগুলো হতো এমন,
"তোমার উলঙ্গ শরীর দেখিয়া আমি চোখবুজিয়া ছিলাম।তুমি এত নির্লজ্জ কেন ভাবিতে গিয়া ঘুমাইয়া পড়িয়াছি"। আপনারা পুরুষেরা যেভাবে নারীর প্রতি লালা ঝড়ান তাতে মনে হয় আখিরাত শুধু নারীর জন্য। আপনাদের জন্য সবি দুনিয়া। যার নিজের ইজ্জত নড়বড়ে সে আসে অন্যের ইজ্জতে প্রশ্ন তুলতে।
ফুটনোট: অশ্লীল নারী বা পুরুষ দুটোরি ঘোর বিরোধি আমি।এই লিখাটি অশ্লীল পুরুষদের জন্য। অশ্লীল নারীদের জন্য আগে লিখেছি। সভ্যরা চোখের মণি
হয়ে থাকো।
---( সংগৃহীত )।।।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:০৭

ঘূর্নী বলেছেন: হাহাহা ... রিয়েল থিঙ্কস ..এরকম হলেই ভালো হতো ...অপরাধ জিরো পারসেন্ট এ নেমে আসতো বোধ হয় ..... হিহিহি ! :)

২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

শারলিন বলেছেন: এরকম হওয়ার জন্য সব্বাইকে এগিয়ে আস্তে হবে

২| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩১

গোধুলী রঙ বলেছেন: কোনটা সহজ
১। সবাই সবার লিমিট ক্রস করবে, সবাই সবাইকে গদাম দিবে
২। সবাই(বা এভারেজ পিপল) লিমিট মেনে চলবে, অল্প-স্বল্প যারা মেনে চলবে না তাদের ধরে বুঝিয়ে সুঝিয়ে রাস্তায় আনা।

আমরা সবাই একজন আরেকজনকে দাবানোর দৌড়ে আছি মানে ১ এ আছি। ২ টা আমাদের সাথে যায়না।

৩| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫

রানার ব্লগ বলেছেন: লজ্জিত এবং ক্ষমা চাচ্ছি

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩১

শারলিন বলেছেন: লজ্জাই শেষ কথা নয় আপনার পাশের পুরুষ কে জাগ্রত করেন, সাথে সাথে আপনার পরিবারের পুরুষ সদস্য কেও।
ধন্যবাদ .।.।.।

৪| ২৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ একটা লেখা শেয়ার করেছেন, ধন্যবাদ আপনাকে। আশা করি পুরুষরা কিছু শিখবে এখান থেকে।

সাথে সাথে আরো কিছু বিষয়ে নজর দেয়া দরকার। এই পুরুষগুলোকে জন্ম দিয়েছিল একজন মা এবং বাবা। ঐ মা-বাবার কিছু দায়িত্ব ছিল ছেলেকে এই শিক্ষাগুলো দেয়ার। আফসোসের ব্যাপার, আমাদের অধিকাংশ পিতা-মাতাই সেটা করতে ব্যর্থ হন, ফলাফল এমন নির্লজ্জ পুরুষ মানুষ! আমি বলে থাকি, বিয়ের আগে স্বামী-স্ত্রীর উচিত বাবা-মা হওয়াটা ভালভাবে শেখা। ধুমধাম করে একটা বিয়ে করে মুহুর্তের উত্তেজনায় একটা বাচ্চা জন্ম দিয়ে ফেলাটাই কোন অর্জন নয়। কারণ, আসল পরীক্ষাটা সামনে।

তেমনি, ঐ বাবা-মায়েরা যদি তার মেয়েটাকেও একটু সুশিক্ষিত করে তুলত, তাকে বোঝাতে পারত যে দিন দিন যে মেয়েদের পোষাক ছোট হয়ে যাচ্ছে, সেটাও কোন সুস্থ স্বাভাবিক কাজ না। ইসলাম বলেছে পুরুষকে টাখনুর ওপরে কাপড় রাখতে আর নারীকে টাখনুর নীচে। দোকানে গিয়ে দেখুন, এখন তার উলটোটা বিক্রি হচ্ছে আর মেয়েরাও দেদারসে সেটা কিনছে। ছেলেরাতো গোড়ালির নীচের জিন্সের প্যান্ট ছেছড়াতে ছেছড়াতে ছিড়েই ফেলে, আর সেটাই নাকি ফ্যাশন ! আর মেয়েরা গায়ে যত কম কাপড় রাখতে পারে, ততই ফ্যাশনেবল!

বাবা-মায়ের, অবিভাবকদের এই জায়গাটায় অনেক কাজ করার আছে। বলতে পারেন, সমাজ পুনর্গঠন করতে হবে। সমস্যার গোড়া ঠিক না করে পার্শ্বপ্রতিক্রিয়া সারাতে যতই ঔষধ দেন, দিনের শেষে আরেকটা ধর্ষন, আরেকটা খুন হবে, কিছু মিটিং মিছিল হবে, কিছূ লোক লাইম লাইটে আসবে, নেতা হবে, একদিন সবাই ভুলে যাবে, আরেকটা ধর্ষন/খুন হবে, আবার চেতনার দন্ড খাড়া হবে... :|

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৮

শারলিন বলেছেন: সহমত

৫| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯

কালীদাস বলেছেন:

৬| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৩

সজিব ইসলাম বলেছেন: আপনার দৃস্টিতে সব পুরুষ কি এই সব কাজের সাথে জড়িত?

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৮

শারলিন বলেছেন: ফুটনোট: অশ্লীল নারী বা পুরুষ দুটোরি ঘোর বিরোধি আমি।এই লিখাটি অশ্লীল পুরুষদের জন্য। অশ্লীল নারীদের জন্য আগে লিখেছি। সভ্যরা চোখের মণি
হয়ে থাকো।

৭| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:২৬

শাহীন খাঁন বলেছেন: পুরুষ বলে আজ তাদের কাছে ঘৃণিত,
নারী হলে হতাম ধর্ষিত,
আমি লজ্জিত, আমি ক্ষমার্থীত!

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩২

শারলিন বলেছেন: লজ্জাই শেষ কথা নয় আপনার পাশের পুরুষ কে জাগ্রত করেন, সাথে সাথে আপনার পরিবারের পুরুষ সদস্য কেও।
ধন্যবাদ .।.।.।

৮| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪

আরজু পনি বলেছেন:

ফুটনোট: অশ্লীল নারী বা পুরুষ দুটোরি ঘোর বিরোধি আমি।এই লিখাটি অশ্লীল পুরুষদের জন্য। অশ্লীল নারীদের জন্য আগে লিখেছি। সভ্যরা চোখের মণি
হয়ে থাকো।


অসাধারণ ।

সব পুরুষ যেমন বদমাইশ না সব নারীও তেমন বদমাইশ না।
শেয়ার ভালো লাগলো।

৯| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:২১

শূণ্য পুরাণ বলেছেন: আমি পুরুষ আমি লজ্জিত

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৩১

শারলিন বলেছেন: লজ্জাই শেষ কথা নয় আপনার পাশের পুরুষ কে জাগ্রত করেন, সাথে সাথে আপনার পরিবারের পুরুষ সদস্য কেও।
ধন্যবাদ .।.।.।

১০| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

কানিজ রিনা বলেছেন: হে,মনুষ্য জীব তোমরা বিবেক দিয়ে
ত্বারিত হও। হে পুরুষ তোমার চক্ষুদয়
নিচের দিকে ধাবীত কর। অশ্লীলতা
বরজন করো। তোমার বিবেককে
অন্তকরনে প্রতিষ্ঠিত কর।

১১| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪২

তার আর পর নেই… বলেছেন: নিজে হাসলাম এবং অন্য দুজনকে পইড়া শুনাইলাম। তারাও হাসলো, আর মাহফিলের মতো আমিন আমিন বললো। =p~ =p~

ঠিক তাই। :)

১২| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০০

মির্জা রাসেল বলেছেন: দারুন লিখেছেন

১৩| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৬

চুঙ্গিওলা বলেছেন: হোয়া হোয়া হোয়া :-P =p~ =p~

১৪| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:২৫

বিজন রয় বলেছেন: দারুন।
++++

১৫| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৫

বাংলার জামিনদার বলেছেন: পুরুষ কে মানুষ হতে অনেক সময় লাগবে।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০১

শারলিন বলেছেন: একদম ঠিক কথা

১৬| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫১

Safin বলেছেন: দৃষ্টিভঙ্গি পাল্টাতে হপ্পে, বাট আপনার কথাগুলা গন্ডারের চামড়া পুরুষের গায়ে লাগবে কীনা কে জানে! সিংহ যেমন বনের রাজা, পুরুষ মনে করে তারাও পৃথিবীর রাজা!

লেখাটি সেরা হয়েছে!

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫২

শারলিন বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.