নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপরাজিতা। কোন বাঁধাই আমার চলার পথে বাঁধা হয়ে থাকেনা। সব বাঁধা কে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে আমার জীবনের মূলমন্ত্র

শারলিন

শারলিন › বিস্তারিত পোস্টঃ

ভেলোরে চিকিৎসা: কিভাবে যাবেন, কোথায় থাকবেন

০৬ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৮

বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক রোগি ভারতে চিকিৎসা নিতে যান। এর মধ্যে একটি বিরাট অংশ তামিল নাড়ুর ভেলোর শহর যান উন্নত চিকিৎসার জন্য। ভেলর শহরে CMC ( Christian Medical College ) ও শ্রী নারায়ণী (Sri Narayani ) Hospital অবস্থিত হওয়ায় সেখানে উন্নত চিকিৎসার জন্য মানুষের আনাগোনা বেশ বেশি। যেহেতু বাংলাদেশ থেকে প্রচুর রোগি ভেলোরে চিকিৎসা নিতে যান সেহেতু অনেকের মধ্যে প্রশ্ন যাগে ভেলোর কিভাবে যাবেন, যেতে কেমন খরচ, ডাক্তারের সঙ্গে কিভাবে যোগাযোগ করা যা? এসব প্রশ্নের উত্তর খুজতে বিবার্তা প্রতিবেদক চেষ্টা করেছেন। বিবার্তার পাঠকদের জন্য ভেলোরে চিকিৎসায় যাওয়ার আদোপ্যান্ত তুলে ধরা হলো।

যা যা প্রয়োজন
যেহেতু ভেলোর ভারতে অবস্থিত তাই আপনাকে আগে ভারত যাওয়ার ব্যবস্থা করতে হবে । বাংলাদেশ থেকে বাইরের যেকোনো দেশে যেতে হলে আগে আপনার প্রয়োজন পাসপোর্ট। এরপর লাগবে ভারতের ভিসা যা আপনারা ইন্ডিয়ান হাইকমিশন থেকে পাবেন। ভিসা হল যে দেশে যাবেন সেই দেশে প্রবেশ এবং অবস্থানের অনুমুতি পত্র।
আপনার কয়েক কপি ছবি, পাসপোর্টের কয়েকটি ফটোকপি ও কলম সাথে রাখুন। কলকাতায় এসে সময় পেলে আপনার সর্বশেষ ভিসার কয়েকটি ফটোকপি ( ভারতে জেরক্স/ xerox নামে পরিচিত ) করে রাখুন, কারণ সিম কিনতে কাজে লাগবে। আপনি সার্ভিস করলে কর্মরত প্রতিষ্ঠান থেকে ছুটি নিন এবং এর লিখিত ডকুমেন্ট কয়েকটি ফটোকপি সহ সাথে রাখুন । বর্ডারে লাগতে পারে । বাংলাদেশ বর্ডার পার হবার সময় বাংলাদেশ সরকারকে ট্রাভেল ট্যাক্স দিতে হয় । আগে ছিল ৩০০ টাকা এখন তা ৫০০ টাকা করা হয়েছে। বর্ডারেই সেটা হয়ে পেয়ে যাবেন।

কোন পথে যাবেন ?
আকাশ পথ কিংবা স্থল পথে যাওয়া যায়। আকাশ পথে যেতে চাইলে আগে থেকেই ভিসায় উল্লেখ থাকতে হবে। প্লেনে সরাসরি ভেলোর যাওয়া যায় না। ঢাকা থেকে চেন্নাই (Chennai ) এ প্লেনে যাওয়া লাগবে। তারপর বাস কিংবা ট্রেনে ভেলোর। ঢাকা থেকে চেন্নাই (Chennai ) সপ্তাহে চার টি প্লেন যাওয়া আসা করে এবং সময় লাগে ২ঘন্টা ৩৫ মিনিটের মত। প্লেনের টিকেট আগে থেকে কেটে রাখলে খরচ কিছুটা কম পড়ে।

স্থল পথে যেতে চাইলে দেখুন আপনার পাসপোর্টে ভারতে ঢোকার জন্য কোন বর্ডারের উল্লেখ আছে। যদি আপনি হিলি বর্ডার দিয়ে ইন্ডিয়া প্রবেশ করেন তবে আপনি মালদা ( Malda ) থেকে কিংবা কলকাতা (Kolkata) থেকে ট্রেন ধরতে পারেন। আবার বেনাপোল বর্ডার দিয়ে কলকাতা যেতে পারেন। সেজন্য ঢাকা থেকে বেনাপোলের যেকোনো বাসে বেনাপোল নেমে বর্ডার পার হতে হবে। ওপারে পেট্রাপোল গিয়ে বাস অথবা ট্রেনে অথবা টেক্সিতে কলকাতা যাওয়া যায়। সবচেয়ে সহজ ট্রেনে যাওয়া। খরচও অনেক কম। বনগাঁও ট্রেন স্টেশন থেকে শিয়ালদাহ স্টেশনের টিকিট কেটে ট্রেনে উঠবেন। আবার ঢাকা থেকে সরাসরি কলকাতার বাসেও যেতে পারেন। ঢাকার কমলাপুর থেকে বেশ কয়েকটি বাস কলকাতার উদ্দেশে ছেড়ে যায়। কলকাতা থেকে ভেলরের দুরত্ব প্রায় ১ হাজার ৭৫০ কিলোমিটার। সময় লাগে ৩0-৩৮ ঘন্টা। কলকাতা বা মালদা থেকে সরাসরি কিছু ট্রেন আছে। আবার অনেক সময় একটু ভেঙ্গে ভেঙ্গেও যেতে হতে পারে যেমন: মালদা থেকে কলকাতা, কলকাতা থেকে চেন্নাই, চেন্নাই থেকে ভেলোর।

ইন্ডিয়াতে দুরের জার্নি গুলো ট্রেনেই ভালো হয় । কলকাতায় কয়েকটি বড় বড় ট্রেন স্টেশন আছে যেখান থেকে ছেড়ে যায় বড় বড় শহরে। হাওড়া ( Howrah ) স্টেশন কিংবা সাতরাগাছী ( Santragachi ) স্টেশন থেকে ছেড়ে আসে চেন্নাই কিংবা ভেলোরের উদ্দেশ্যে বেশ কয়েকটি ট্রেন ।

ভারতে দুরের ট্রেনের টিকেট পাওয়াটা অনেক সময় কষ্টের হয়ে যায় । কারণ ভারতে ট্রেনের যাত্রি অনেক অনেক বেশি । এখানে আগে ছিল ২ মাস আগে থেকে ট্রেনের টিকেট কাটার ব্যবস্থা এখন সেটা হয়েছে ৪ মাস । তবে ততকাল নামে আর একটি ব্যবস্থা আছে যা ট্রেন ছাড়ার আগের দিন টিকেট ছাড়ে । তাই অনেক সময় কলকাতায় থাকতে হতে পারে ।

কলকাতায় কোথায় থাকবেন ?

টিকেট আগে থেকে কাটা না থাকলে কিংবা পেতে সময় লাগলে আপনাকে কলকাতাতে দুই এক রাত থাকতে হতে পারে। কলকাতার সব হোটেলই আপনাকে রাখতে পারবে না। তবে নিউ মার্কেটের আশে পাশের হোটেল/গেস্ট হাউজ গুলোতে থাকতে পারেন। ঢাকার বাস গুলো যেখানে থামে সেখানে অর্থাৎ Marquis Street এ বেশ কিছু গেস্ট হাউজ আছে থাকবার মতো । সেখানে চেক আউট ( হোটেল ছাড়ার সময় ) টাইম দুপুর ১২টা । অর্থাৎ সেখানে দিন কাউন্ট হয় দুপুর ১২টা থেকে পরদিন দুপুর ১২টা। হোটেল ভাড়া ৫০০, ৬০০, ৭০০, ১ হাজার ২০০ বিভিন্ন্ রকমের, সুবিধা ভেদে ভাড়া কম বেশি হয়।

টাকা / ডলার কোথায় ভাঙ্গাবেন?

টাকা বা ডলার আপনি অনেক জায়গাতেই চেঞ্জ করতে পারেন। তবে বর্ডারে টাকা বা ডলার চেঞ্জ রেট টা কম। অর্থাৎ বর্ডারে চেঞ্জ করলে আপনি পরিমানে কম পেতে পারেন। প্রয়োজনে কিছু চেন্জ করে নিতে পারেন। সবচেয়ে ভালো হয় কলকাতায় চেন্জ করে নিলে । তাহলে চেঞ্জ রেট বেশ ভালো পাওয়া যায় । যেখানে ঢাকার বাস গুলো যেখানে থামে সেখানে অর্থাৎ Marquis Street এ বেশ কিছু মানি চেন্জার আছে । তবে কয়েক দোকানে খোজ নিয়ে যে ভালো রেট দিচ্ছে তার কাছ থেকে চেন্জ করে নিতে পারেন । অনেকেই মনে করতে পারেন যে ভেলোরে গিয়েই ভাংবো ! সে ক্ষেত্রে চেন্জ রেট কম পাবার সম্ভাবনা থাকে । কারোন ভেলরে টাকা চেন্জ হয় অনেক কম । তাই রেট টাও কম ।

বাড়ির সাথে কিভাবে যোগাযোগ রাখবেন ?

বাড়ির সাথে যোগাযোগ রাখার মাধ্যম গুলো হতে পারে মোবাইল ফোন কিংবা ইন্টারনেট। মোবাইল বা ইন্টারনেটের জন্য আপনাকে একটি ইন্ডিয়ান সিম কিনতে হবে। আপনি চাইলে বাংলাদেশি সিম রোমিং করে নিয়ে সেখানে চালাতে পারেন। তবে এক দেশের সিম অন্য দেশে রোমিং করাটা অনেক সময় ঝামেলার কাজ হয়ে যায় এবং কল রেটও বেশি হয়। বর্ডারে অনেক সময় অনেকেই সিম কেনেন। প্রায়ই দেখা যায় সিমগুলো কলকাতার মধ্যেই সীমাবধ্য থাকে, এর বাইরে আর কাজ করে না। সিম বর্ডারে না কিনে কলকাতাতে কিনুন। এয়ারটেল (Airtel ) কিংবা ভোডাফোন ( Vodafone ) এর সিম কিনতে পারেন।

সিম কেনার সময় বলুন যে আপনি বাংলাদেশের কথা বলবেন এবং কলকাতার বাইরে যেতে হলে সেটাও বলুন। ইন্ডিয়া থেকে সাধারণত বাংলাদেশে কলরেট ১০ – ১২ রুপি (INR)। তবে এখানে সিমে প্রোমো রিচার্জ বা পাওয়ার রিচার্জ করে নেয়া যায় বাংলাদেশের জন্য যার মেয়াদ থাকে ৩০দিন। এইটা করলে কলরেট চলে আসে ২ রুপি প্রতি মিনিট। ইন্ডিয়াতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে সিমে রোমিং চালু হয়ে যায়। এ ক্ষেত্রে আপনি কল রিসিভ করলেও একটা চার্জ কাটা হয় ( প্রায় .৬০ পয়সা মত ) আপনি যদি ভেলোরে এসে সিম কেনেন তাহলে রোমিং চার্জ থাকবে না (তবে ভেলোরের বাইরে গেলে আবার এই সিমেও রোমিং চালু হবে ), কলকাতার সিম হলে থাকবে। ইন্টারনেটের কোনো রোমিং চার্জ নেই। যদি ভেলোরেই বেশি দিন থাকতে হয় তো সেখানেই একটি সিম কিনে নিতে পারেন।

বাংলাদেশিরা বা যেকোনো ফরেইনার রা ইন্ডিয়াতে যে সিম কেনে সেটার মেয়াদ থাকে ভিসা ভেলিড থাকা সাপেক্ষে। অর্থাৎ ভিসার মেয়াদ শেষ হলে সিমের মেয়াদ ও শেষ :( লোকাল ডিটেলস দিয়ে সিম নিতে পারলে সেই সিম এক্টিভ থাকে কিন্তু আমাদের পক্ষে সে সিম পাবার সম্ভাবনা নাই বল্লেই চলে কারণ আমরা অন্য দেশের :)

ট্রেনের টিকেট কিভাবে কাটবেন ?

ভারতে ট্রেনের টিকেট অনলাইনেও কাটা যায়। ইন্ডিয়ান রেইলওয়ের ওয়েবসাইট টি হল http://www.indianrail.gov.in/ . তবে অনেকের ক্ষেত্রেই হয়তো সেটা কঠিন হবে। এজেন্টের মাধ্যমে কিংবা আপনি নিজে স্টেশনে গিয়ে টিকেট কাটতে পারেন। ইন্ডিয়াতে ততকাল নামে একটি টিকেটিং ব্যবস্থা আছে যা প্রতিটি স্টেশনে এমনকি অনলাইনেও আছে। আসলে এই ব্যবস্থাতে ট্রেন ছাড়ার ২৪ ঘন্টা আগে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত চলে। নির্ধারিত কিছু সিট যাত্রীদের জন্য দেয়া হয়।

তবে ফরেইনারদের জন্য আলাদা একটি সুবিধাও দিয়ে থাকে ইন্ডিয়ান রেলওয়ে। অর্থাৎ আলাদা কিছু সিট রাখা হয় বিদেশিদের জন্য। এই টিকেট কলকাতায় ফেয়ারলি প্লেস এ দেয়া হয়। পুরো ঠিকানা হল : Farely Place, Near 14, Strand Road, Kolkata .


এখানে আপনার পাসপোর্ট নিয়ে হাজির হন, আশা করা যায় টিকেট পেয়ে যাবেন। তবে সকাল সকাল এলে সেদিনের টিকেট পাবার সম্ভাবনা বেশি। সকাল সকাল বলতে ১০টার আগে এবং এখানেও ততকালে টিকেট দেয়া হয়। ততকালে টিকেটের দাম একটু বেশিই পড়ে। ক্যান্সার রোগিদের জন্য এবং তার এটেন্ডেন্ট ( সাথে থাকবেন যে যিনি ) এর জন্য টিকেটে ছাড় আছে।
ইন্ডিয়ান রেলের সিটের কয়েক প্রকার ক্লাস আছে। প্রধান দুটি ভাগ হল এসি ও নন এসি। নন এসির মধ্যে আছে জেনারেল ( গাদাগাদি সিস্টেম ) এবং স্লিপার ( শুয়ে বসে যাওয়া যায় )। আর এসির মধ্যে আছে ৩ টায়ার এসি ( উপর থেকে নিচে ৩ জন শোবার এবং পাশাপাশি ৩ জন বসার ব্যবস্থা আছে ), ২টায়ার এসি ( উপর থেকে নিচে ২ জন শোবার এবং পাশাপাশি ২ জন বসার ব্যবস্থা আছে)। এসি ছিট গুলোতে একটি বালিশ, বালিশ কাভার, একটি ব্লাংকেট / কম্বল, দুটি চাদর ও একটি ছোট তোয়ালে দেয়া হয়। তবে নন এসিতে নিজেকেই সাথে নিতে হবে এসব যদি প্রয়োজন মনে করেন। ট্রেনের টিকেট করার সময় আপনার কাছে ট্রেনের নাম্বার জানতে চাওয়া হতে পারে। কোন রুটে কোন ট্রেন চলে, কবে কবে চলে এবং তাদের নাম্বার কি জানতে ভিজিট করুন http://www.indianrail.gov.in/between_Imp_Stations.html এই নাম্বার টি সাধারণত ৫ ডিজিটের হয়ে থাকে। যেমনঃ 22818 হল MYS HOWRAH EXP ট্রেনের নাম্বার।

আপনার টিকেটে স্ট্যাটাস জানার জন্য ইন্ডিয়ান রেলওয়ের ওয়েব সাইটে (tp://www.indianrail.gov.in/pnr_Enq.html ) গিয়ে PNR Status চেক করুন। অনেক সময় দেখা যায় যে প্রথমে আপনার সিট নাও হতে পারে, তবে পরে আবার সিট হয়ে যায়। তবে ওয়েটিং লিস্ট দুরে থাকলে অনেক সময় রিস্ক হয়ে যায় সিট কনফার্ম হওয়ার। এজেন্টের মাধ্যমেও টিকেট কাটতে পারবেন। এরা টিকেট প্রতি ২০০ থেকে ৭০০ রুপি পর্যন্ত সার্ভিচ চার্জ নেবে। Marquis Street এ বেশ কিছু এজেন্ট পাবেন, আবার হাওড়া স্টেশনের বাইরেও আছে বেশ কিছু এজেন্ট যারা সাধারণত অনলাইন থেকে টিকেট কেটে দেয়।

ট্রেন কোন প্লাটফর্মে দাড়াবে ?

হাওড়া স্টেশনে ২৩টি প্লাটফর্ম আছে। এরকম অনেক স্টেশন আছে যার প্লাটফর্ম সংখ্যা বেশ কয়েকটি। ইন্ডিয়াতে প্রতিটি ট্রেনের ইউনিক নাম্বার আছে। আপনার টিকেটেই লেখা থাকবে আপনার ট্রেনের নাম্বার। প্রতিটি স্টেশনেই স্পিকারে বলা হবে কোন ট্রেন কোন প্লাটফর্মে দাড়াবে। আবার বড় বড় স্টেশনগুলোতে ডিসপ্লে বোর্ড আছে সেখানেও দেখানো হয় কোন ট্রেন কোন প্লাটফর্মে দাড়াবে। ট্রেন ছাড়ার ৪০ – ৪৫ মিনিট আগে থেকে ডিসপ্লেবোর্ডে দেখায়।

ট্রেন ছাড়ার মিনিমাম ২০ মিনিট আগে প্লাটফর্মে যান কারণ ট্রেনের বগি অনেক বেশি। অনেকটা পথ হাটতে হতে পারে। তবে যাদের চলাচলে সমস্যা, স্টেশনে খোঁজ নিন, হুইল চেয়ার পাওয়া যেতে পারে। কিংবা অনেক সময় কুলিরও সাহায্য পাওয়া যেতে পারে কারণ ওদের ঠেলাগাড়ি থাকে। ছোট স্টেশন গুলোর ক্ষেত্রে স্টেশনে দেখে নিন আপনার ট্রেনটি কোন প্লাটফর্মে দাড়াবে এবং আপনার বগিটি কোন যায়গায় দাড়াবে। স্টেশন মাস্টারের রুমের আশে পাশে নোটিশ বোর্ডে বিস্তারিত দেয়া থাকে।

ট্রেনের ভেতরে কি খাবেন ?

ট্রেনের যাত্রাটা বেশ বড়। আপনি চাইলে আগে থেকেই খাবার নিয়ে ট্রেনে উঠতে পারেন, কিংবা ট্রেনের ভেতরেও খাবার কিনতে পারেন। ওয়েটাররা এসে অর্ডার নিয়ে যাবে আপনার কাছ থেকে, শুধু একটু খেয়াল রাখতে হবে কখন এলো তারা। আবার বড় বড় স্টেশনগুলোতে ট্রেন বেশ কিছুটা সময় দাড়ায়, সেক্ষেত্রে প্লাটফর্ম থেকেও খাবার নিতে পারেন।
শুকনো খাবার হিসেবে নিতে পারেন বিস্কিট, চিপস, কুড়কুড়ে, শুকনো কেক আর ভারি খাবার হিসেবে ভেজ নন ভেজ দু ধরনের খাবারই পাবেন। ট্রেনের ভেতরের ভেজ খাবার হয় ভেজ কারি রাইস, ভেজ বিরিয়ানি, আর নন ভেজ হয় এগ/আন্ডা বিরিয়ানি, কারি রাইস। দাম ৬০ রুপি থেকে ১০০ রুপির মধ্যে। তবে একটা কথা মনে রাখা দরকার, বাইরের খাবারে বাড়ির খাবারের স্বাধ না খোজাই ভালো :) আপনার জন্য থাকছে যখন তখন চা এর ব্যবস্থা, শুধু কিনে খেতে হবে :)

খাবারের কথা যখন এলোই তাহলে আরও একটি বিষয় আসে, তা হল ত্যাগ করা। এসি কামরাগুলোতে সু ব্যবস্থা আছে টয়লেটের, সাবান, পানি, মগ সবই পাবেন। তবে নন এসি কামরার ক্ষেত্রে সাবান এবং একটি ছোট মগ সাথে রাখা ভালো। সাথে রাখুন টিস্যু।

ভেলোর যেতে হলে কোন স্টেশনে নামতে হবে?

ভেলোরের স্টেশনের নাম কাটপাটি স্টেশন ( Katpadi Station )। আপনার টিকেট যদি ভেলোর পর্যন্ত হয় তা হলে আপনাকে নামতে হবে কাটপাটি স্টেশন। অনেক সময় কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত টিকেট করা থাকে। কারণ সব ট্রেন ই কাটপাটি যায় না। সেক্ষেত্রে আপনাকে চেন্নাই সেন্ট্রাল (Chennai Central ) স্টেশনে নামতে হতে পারে আবার কোন কোন ট্রেন চেন্নাই এগমোর ( Chennai Egmore ) স্টেশনে নামিয়ে দেবে আপনাকে। এবার সেখান থেকে বাসে কিংবা ট্রেনেও আপনি ভেলোর আসতে পারেন। ট্রেনে এলে খরচটা কম পড়ে। আপনাকে যদি চেন্নাই এগমোর স্টেশনে নামতে হয় তো সেখান থেকে আপনি আবার চেন্নাই সেন্ট্রাল স্টেশনে আসুন। বাস ভাড়া ৫ রুপি আর অটো ভাড়া ৫০ রুপি। এবার চেন্নাই সেন্ট্রাল থেকে কাটপাটি পর্যন্ত ট্রেনের টিকেট করে চলে আসুন। প্রয়োজনে কর্তব্যরত পুলিশদের সহায়তা নিন স্টেশনে। আবার বড় স্টেশনগুলোতে হেল্প ডেস্কও আছে। যদি চেন্নাই এ আপনাকে থাকতে হয় তো চেন্নাই সেন্ট্রাল স্টেশনের পাশেই কিছু হোটেল/লজ/গেস্ট হাউজ পাবেন।

ভেলোরে কোথায় থাকবেন ?

ভেলোর স্টেশনে নামার পর বাসে কিংবা অটোতে করে আপনি সিএমসি আসতে পারবেন। সিএমসির পাশেই বেশ কিছু হোটেল আছে। সেগুলোতে থাকতে পারেন। কিংবা সাইদাপেটে থাকতে পারেন। হোটেল/লজ ভাড়া ১৫০ থেকে ৬০০ পর্যন্ত, সুবিধা ভেদে দাম কম বেশি হতে পারে। CMC র পাশের লজ গুলোর ভাড়া একটু বেশি তবে, সাইদাপেট-এর এই পাশটায় ভাড়া একটু কম। হোটেল ম্যানেজারের সাথে যোগাযোগ করলে রান্নার সরঞ্জাম ও পাবেন নিজে রান্না করে খাবার জন্য। বাংগালি হোটেল ও আছে কিছু। যে হোটেল বা লজ এ থাকুন, হোটেল/লজ এর পেমেন্ট স্লিপ গুলো ঠিক মত কালেক্ট করুন এবং সাথে রেখে দিন। পরবর্তি ঝামেলা এড়াতে এগুলো কাজে দেবে । আরও দেখুন ভেলোরে কোথায় থাকবেন তার বিস্তারিত ।
কোন ভাষায় কথা বলবেন ?

ইন্ডিয়া অনেক বড় একটি দেশ এবং স্থান ভেদে এদের ভাষার পরিবর্তন ও বেশ । কলকাতা তে আপনি বাংলা, হিন্দি কিংবা ইংলিশ চালিয়ে যেতে পারবেন । তবে তামিল রা হিন্দিতে কথা বলতে অভ্যস্ত নয় এবং বলতে বা শুনতে আগ্রহীও নয় । তবে ইদানিং হিন্দি চলে। আশার কথা হলো ভেলোরের অনেকেই এখন বাংলা কিছু কিছু বোঝে এবং কথাও বলে । CMC র ডাক্তার ও কিছু কিছু বাংলা বোঝেন এবং বলেন । তবে ইংলিশ বা হিন্দি ওকে । এখানে অনেক জায়গাতেই বাংলা লেখা দেখতে পাবেন । মোটামুটি চারটা ভাষাঃ তামিল, হিন্দি, বাংলা ও ইংরেজি ।

কি খাবেন ভেলোরে ?
আমরা যেমন ভাতে পাগল তেমনি ভেলোরের স্থানীয়বা ইটলি ( edli ) তে পাগল । স্থানীয় খাবার অনেকের পক্ষেই খাওয়া সম্ভব না । কারণ এদের বেশিরভাগ খাবারই সাধে কিছুটা টক এবং এরা কারি পাতা (Kari Patta ) প্রচুর ব্যবহার করে আমাদের ধনে পাতার মতো । কিছু বাঙালি খাবারের ও হোটেল রয়েছে তবে সবগুলতে পুরো বাঙালি সাধ পাওয়া যায় না । ” অন্নপূর্না ” নামে একটি বাঙালি খাবারের হোটেল আছে সেখানে অনেকটা বাঙালি খাবারের সাধ পাওয়া যায়।এখানকার রাধুনিরাও প্রায় সবই বাঙালি । আপনি চাইলে নিজেও রান্না করে খেতে পারেন । বেশি দিন থাকতে হলে নিজে রান্না করে খাওয়াটাই ভালো । সবিস্তারে দেখে নিন ভেলোরে খাবারের ব্যবস্থা।

মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১০:২৩

আহলান বলেছেন: উপকারী পোষ্ট ....ধন্যবাদ !

২| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৪১

ফাহিমোসিস ফয়সালোসিস বলেছেন: কিছুদিন আগে মুম্বাই টাটা মেমোরিয়ালে গিয়েছিলাম । সেটা নিয়ে লেখার প্ল্যান করছিলাম , ঠিক সে সময়ে আপনার এই লেখাটা পেলাম । খুবই ভালো মানসম্মত পোস্ট । খুটিনাটি অনেক বিষয় তুলে ধরেছেন । কলকতায় ট্রেনের টিকিট কাটা যে কত ঝক্কি , তা বিশ্বাস করা যায় না । আর পাওয়ার রিচার্জের বা লোকাল পরিচয়ে সিম কেনা নিজে না গেলে এগুলোর গুরুত্ব বোঝা যায় না । লেখাতেই স্পষ্ট বেশ কিছুদিন ভেলোরে ছিলেন । ধন্যবাদ এত সুন্দর গোছানো পোস্টের জন্য । CMC তে আগে থেকে সিরিয়াল নিতে হয় কিনা , সেবা কেমন এগুলোও লাগিয়ে দিন । পরিপূর্ণ গাইড ম্যানুয়াল হয়ে যাবে তাইলে। শুভেচ্ছা ।

৩| ০৬ ই জুন, ২০১৬ বিকাল ৩:১২

শারলিন বলেছেন: ধন্যবাদ

৪| ০৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮

হাবিবুর রাহমান বাদল বলেছেন: ধন্যবাদ এত সুন্দর পোস্টের জন্য।

৫| ০৭ ই জুন, ২০১৬ সকাল ১১:১৮

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: আমি মালদিভিয়ান এয়ারে ঢাকা থেকে চেন্নাই গিয়ে সেখান থেকে ট্রেনে ভেলর যেতে চাচ্ছি। চেন্নাই টু ভেলর ট্রেনের টিকেটের ব্যবস্থা কি আগে থেকে করা লাগবে, নাকি তখনই পাওয়া যাবে? আর আমাকে কি চেন্নাইয়ে একদিন থাকা লাগতে পারে নাকি ওইদিন ই আমি ট্রেনে ভেলর চলে যেতে পারবো? যদি আপনার অভিজ্ঞতার আলোকে জানাতেন খুবই উপকৃত হতাম। আপনার লেখাটা পড়ে ইতিমধ্যেই অনেক উপকৃত হয়েছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা রইলো।

৬| ০৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৩১

শারলিন বলেছেন: চেন্নাই থেকে ভেলর এ ট্রেন যাওয়া যায় ৩/৪ ঘণ্টা লাগে। ৭০-৮০ রুপি ভাড়া।তবে টিকেট এর ব্যাপারটা আমি সঠিক জানিনা, শুনেছি ওখানে দালালের মাধ্যমে টিকেট পাওয়া যায়। সেক্ষেত্রে ১৫০ করে টিকেট পরবে হয়ত। আমরা বাস এ করে গিয়েছিলাম।চেন্নাই বাস স্ট্যান্ড গেলে ভেলর এর বাস পাওয়া যায় । সময় ৩/৪ ঘণ্টা এর মতই লাগে। ভাড়া ৮০ রুপি করে নিয়েছিল। তবে আপনি চাইলে ডিরেক্ট ট্যাক্সি করে যেতে পারেন। পাঁচশ থেকে সাতশ টাকা লাগবে।
ধন্যবাদ। ভাল থাকবেন।

০৯ ই জুন, ২০১৬ সকাল ১১:১৩

শারলিন বলেছেন: সরি আমি একটা তথ্য ভুল দিয়েছি। ট্যাক্সি ভাড়া ২৫০০ টাকা।

৭| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:০৭

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: সিএমসি তে আমার জুন ২৭ তারিখে ১০:৩০ এ একটা এপয়েন্টমেন্ট আছে। জুন ২৪ ও ২৬ তারিখ ঢাকা থেকে চেন্নাই একটা ফ্লাইট আছে যেটা চেন্নাই পৌছাবে ৭:৩০ লোকাল টাইম। আমার জন্য দুইটা ওয়ে আছে এক ২৪ তারিখে চেন্নাই গিয়ে রাতে থেকে ২৫ তারিখে ট্রেনে ভেলর যাওয়া সেখেত্রে আমাকে ২৬ তারিখ বেকার বসে থাকতে হবে হয়তো। আরেকটা ওয়ে ২৬ তারিখে চেন্নাই গিয়ে আমি যদি ৭:৩০ তে ল্যান্ড করতে পারি এবং ৮:৩০ এ ট্যাক্সি করে ভেলরে রওয়ানা হতে পারি তাইলে ১২:০০ এর মধ্যেই ভেলর পৌছাতে পারবো আশা করছি। খরচ দুই খেত্রেই প্রায় একই রকম হচ্ছে কারন প্রথম খেত্রে আমাকে চেন্নাই এ থাকতে হবে এবং ভেলরে একদিন বসে থাকতে হবে। আপনি কি আমাকে একটু পরামর্শ দিবেন আমার জন্য কোনটা ভালো হবে। যদি আমি ২৬ তারিখে যাই তাইলে ২৭ তারিখ সকালে (১০:৩০ এর আগে) ডাক্তার দেখানোর আগে প্রয়োজনীয় ( IRO and MRO তে রিপোর্ট করা ) কাজ সারতে পারবো কিনা। পরামর্শ দিয়ে উপকৃত করবেন আশা করছি।

৮| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:১২

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: আরেকটা বিষয়: ভেলরে থাকার ব্যাপারে যদি কোনো রিকমেন্ডেশন দিতেন। আমি "Baba Residency" এর কথা ভাবছিলাম। আপনার রিকমেন্ডেশন পেলে ভালো হতো। হোটেল কি আগে থেকে বুক দিয়ে গেলে ভালো হবে? ৩০% পেয়েমেন্ট এ বুক দেয়া যায় দেখলাম। আপনার উত্তরের অপেক্ষায় থাকলাম। আপনার উত্তর পেলে এয়ার টিকেট করব ইনশাআল্লাহ।

৯| ১৪ ই জুন, ২০১৬ সকাল ৯:২৬

শারলিন বলেছেন: আমার মনে হয় ভেলর একটু আগে গেলে ই ভাল। কারন ওখানে যেয়ে আপনাকে অনেক গুলো কাজ করতে হবে এই ধরেন হোটেল খোজা, তারপরে সিএমসি তে গিয়ে আবার আপনাকে মোটামুটি একটা লাইনের সম্মুখীন হতে হবে। তাই আগে গেলে আপনি একটু সময় পাবেন সবকিছু গুছিয়ে নেওয়ার। আর বেকার কেন বসে থাকবেন? ভেলরে দেখার অনেক কিছু আছে। হোটেলে উঠে ফ্রেস হয়ে বেড়িয়ে পড়বেন। সিএমসি এর খুব কাছেই টিপু সুলতান এর ফোর্ট আছে, ওনার পরিবারের সদস্যদের কবরাস্থান আছে। পাহাড় আছে, গোল্ডেন টেম্পল আছে। এগুলো দেখে সময় পার করে দিতে পারবেন।
আর হোটেল আগে থেকে বুকিং দিয়ে যেতে পারলে ভাল।
সিএমসি কে ঘিরে হোটেল মালিক দের একটা রমরমা ব্যবসা চলে ওখানে। আপনাকে মিনিমাম ৫ দিনের জন্য হোটেল বুকিং নিতে হবে।
আশাকরি আপনার উত্তর দিতে পেরেছি

১০| ১৪ ই জুন, ২০১৬ সকাল ১০:৪১

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ্ ২৪ তারিখেই যাবো। দোয়া রাইখেন।

১১| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৩

শারলিন বলেছেন: দোয়া করি ভালভাবে যান এবং সবকিছু ভালভাবে হোক। সাবধানে থাকবেন। আর একটা কোথা যদি পারেন আগের দিন ই ভেলর চলে যেয়েন টাতে করে আপনি সবকিছু ঘুছিয়ে হসপিটাল এর কাজ শুরু করতে পারবেন।
আর হাতে সময় যদি থাকে তাইলে আগে থেকে রুম বুকিং না দিয়ে ওখানে গিয়ে দেখেশুনে যাচাই বাচাই করে রুম বুকিং দিবেন।
ভাল থাকবেন, ফিরে এসে আসাকরি আপনার অভিজ্ঞতা জানাবেন।

১২| ১০ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৮

সমুদ্র পায়রা বলেছেন: ভাই, আমি এই মাসের শেষে আমার বাবা'কে নিয়ে হার্টের বাইপাস করাতে ভেলোরে নিয়ে যাবো। কিছু কোয়েরি ছিলো ..........
(১) ভাই বাইপাস করাতে চার/ পাচ ব্যাগ এর মত রক্ত লাগে। এগুলো সেখানে ম্যানেজ কিভাবে করবো ??
(২) বাইপাস এর জন্য সিএমসি/ নারায়ণ কোনটা বেটার হবে ??
(৩) টাকা ক্যারি করার সিস্টেমটা কি ?? এতগুলো টাকা ক্যাশ নেয়া তো রিস্কেরও ব্যাপার ......
(৪) আর সার্জন কি আগে থেকেই ঠিক করবো ?? ভালো ডাক্তার (যেমন বাংলাদেশে ৫/৬ জন রেপুটেড আছেন বাইপাস এর জন্য) এর জন্য ভারতের ক্রাইটেরিয়া কি ???
(৫) সবচেয়ে গুরুত্বপূর্ণ - বাইপাস তো অত্যন্ত জটিল এবং ঝুকিপূর্ণ অপারেশন। ভেলোরে করার কারণ একটাই যেনো রিয়ালেবল হয়। ভাই ওদের ডাক্তাররা কি বাংলাদেশীদের সর্বোচ্চ সেবাটা দেয় ?? অন্তত বাংলাদেশীদের থেকে বেশী রিয়ালেবল ??

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২১

শারলিন বলেছেন: দুঃখিত দেরিতে উত্তর দেওয়ার জন্য।
১। সিএমসি তে আলাদা ব্লাড ব্যাংক আছে রক্ত সেখান থেকে মানেজ করতে পারবেন।
২। নারায়ন সম্পর্কে আমার কোন ধারনা নেই। সিএমসি তে সব কিছুই লেন্দি প্রসেস বাইরের রুগীদের জন্য। হাতে সময় নিয়্যে যাবেন। সপ্তাহে একদিন ওরা বাইরের রুগী দেখে।
৩। টাকা ডলারে নিয়ে যাওয়াই ভাল। এন্ডস করে নিবেন।
৪। সিএমসি এর ওয়েব সাইট এ ঢুকে ডক্টর দের সিরিয়াল দেওয়া যায়। আগে থেকে করে গেলে ভাল। আর নারায়ন সম্পর্কে ধারনা নেই আগেই বলেছি।
৫ রিলায়েবল ব্যাপারটা আমি ঠিক নিশ্চিত না। ডিপেন্ড করে। তবে ওদের ব্যাবহার ভাল।


বি দ্রঃ বাংলাদেশে আমার পরিচিত একজন ভাল রিলায়েবল সার্জন আছেন। উনি শুধু ভাল ডক্টর নন, ভাল মানুষও। আপনি চাইলে ওনার সাথে একবার যোগাযোগ করতে পারেন। বিগেড্রিয়ার জেনারেল মুসা খান। বিভাগীয় প্রধান, সিনিয়র কনসাল্টেন্ট কার্ডিও ভাস্কুলার সার্জন, কার্ডিয়াক সেন্টার, সিএমএইচ, ঢাকা। উনি আল হেলাল হাসপাতাল, মিরপুর ১০ এ বসেন। শনি, রবি, মঙ্গলও বৃহস্পতি। সন্ধ্যা ৭ঃ০০ থেকে।
ভিজিট ১০০০।
সিরিয়ালের নম্বরঃ ০১৬৭৮০৯০৭৬৬

১৩| ৩১ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪৫

হোসাইন মামুন বলেছেন: আমি আমার মাকে নিয়ে যেতে চাচ্ছি কিন্ত
কোন হসপিটালে নিএয়া যাবো এখনো শিদ্ধান্ত নিতে পারতেছিনা সমসসা হল ডায়াবেটিস / টিভি / বাতের বেথা /জন্ডিস সহজগিতা কামনা করছি
আমার ফোন ০১৭৬৫৯৯৪১০৪ খুব জরুরি ভিত্তিতে সহজগিতা কামনা করছি

১৪| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৭

শারলিন বলেছেন: সিএমসি তে সব ধরনের চিকিৎসাই হয়। এখন ইন্ডিয়া এর সব হাসপাতাল এরই মোটামুটি ওয়েবসাইট আছে। আপনি সার্চ করে দেখতে পারেন।

১৫| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৭

শারলিন বলেছেন: সিএমসি তে সব ধরনের চিকিৎসাই হয়। এখন ইন্ডিয়া এর সব হাসপাতাল এরই মোটামুটি ওয়েবসাইট আছে। আপনি সার্চ করে দেখতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.