নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপরাজিতা। কোন বাঁধাই আমার চলার পথে বাঁধা হয়ে থাকেনা। সব বাঁধা কে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে আমার জীবনের মূলমন্ত্র

শারলিন

শারলিন › বিস্তারিত পোস্টঃ

যারা মীনা বাজার থেকে কেনাকাটা করেন তাদের জন্য এই লেখাটা

২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৫

গত ২৪ তারিখ ছোট খাট কিছু কেনাকাটার জন্য ৯/এ মীনা বাজার এ গিয়েছিলাম। ঢোকার পথেই একজন বিক্রয় প্রতিনিধি একটা অফার লিফলেট ধরিয়ে দিলেন। আমিও নিলাম। পরে দেখলাম বেশ কিছু পন্যে এর মধ্যে তীর সয়াবিন তেলের পাঁচ লিটার এর বোতলে ছাড় দিয়েছে। ভাবলাম নিয়ে যাই একটা। যেই ভাবা সেই কাজ। বিল করতে এসে দেখলাম বিলে তেলের দাম ডাবল লেখা রয়েছে। কাউন্টার পারসন কে জিজ্ঞেস করলে বলল ভুলে দুইটা তেলের বিল হয়ে গেছে। সরি বলে বিল করল। যেহেতু একটা ঘাপলা ঘটেছে তাই বিলটা একটু চেক করে দেখলাম। চেক করতে গিয়ে দেখলাম লিফলেট এ যে ছাড়ের কোথা লেখা আছে বিলে সে ছাড় দেওয়া হয় নি। জিজ্ঞেস করতে বলল ওদের ছাড় ১১ তারিখে শেষ হয়ে গেছে। আমি তখন বললাম যে ১১ তারিখে যে অফার শেষ সেটা এখনও লিফলেট এ রয়ে গেছে কেন? বলল আমরা তো বারবার লিফলেট পরিবর্তন করব না নিচে ছোট করে লিখে দিয়েছি আপনি খেয়াল করেননি।
যাই হোক আমি বললাম যেহেতু ছাড় নেই আমি এই প্রোডাক্ট নিবনা। ম্যানেজার বললেন ওনাদের টাকা রিফান্ড করার পলিসি নাই। আমাকে ঐ টাকায় অন্য কিছু কিনে নিতে হবে। আমিও নাছোড় বান্দা টাকা ফেরত চাই। অনেক বাকবিতণ্ডার পরে টাকা ফেরত দিল।

আর একটা ব্যাপার আমি কার্ডে বিল করায় ওরা আমার একাউন্ট থেকে খুচরা ৪৩ পয়সা কেটে নিয়েছিল ফেরত দেয়ার সময় স্বাভাবিকভাবেই খুচরা তা ফেরত দেয়নি। আমি তখন বললাম যেহেতু আপনি নিয়েছেন আপনাকে এই খুচরা তা ফেরত দিতে হবে। বলল খুচরা দেওয়ার ওদের কোন অপশন নেই। তখন ওখানে আরও অনেক কাস্টমার ছিল তারাও বলল অপশন তো রাখতে হবে। যেহেতু অপশন নেই তাই এটা আপনার সমস্যা। আপনি এখন এক টাকা ফেরত দিবেন। পরে চিপায় পরে এক টাকা ফেরত দিছে।


কেনাকাটা করতে গেলে এরপরে সবাই বিলটা চেক করে নিবেন।

মন্তব্য ২৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৩

সুমন কর বলেছেন: ধন্যবাদ। গুড পোস্ট।

২| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: সব জায়গায় ধান্দাবাজি।

৩| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: সব জায়গায় ধান্দাবাজি।

২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:০৭

শারলিন বলেছেন: হুম

৪| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:২৮

আহলান বলেছেন: সচেতন করার জন্য ধন্যবাদ।

৫| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:৩৯

ইকরাম উল হক বলেছেন: সব জায়গাতেই ধান্দাবাজি
সব জায়গাতেই ঝুট (झूठ)
সুযোগ পেলেই কারসাজি আর
সুযোগ পেলেই লুট

কেউ করছে ছোট খাট
কেউ করছে বড়
ও জনগণ ও জনগণ
হাতে নাতে ধর

৬| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৭

শারলিন বলেছেন: ভাল বলেছেন

৭| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:৪৭

শারলিন বলেছেন: ভাল বলেছেন

৮| ২৬ শে জুন, ২০১৬ দুপুর ২:৫০

রায়হানুল এফ রাজ বলেছেন: সাবধান করার জন্য ধন্যবাদ।

৯| ২৬ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৩

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অসাধারন কাজ করেছেন। অনেক দিন পুর্বে আমি এই নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। আমি একটা জুস কিনেছিলাম, সেটার দাম ছিলো ১২ টাকা। তারা এর সাথে ট্যাক্স, ভ্যাট, ইত্যাদি ব্লা ব্লা যুক্ত করে দাম ধরেছিলো ১৩.৫৬ পয়সা। আর আমার থেকে বিল রেখেছিলো ১৪ টাকা। আমি বলেছিলাম বাকি পয়সার কি হবে? তারা কেউ কোন উত্তর দিতে পারে নাই।

১০| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: হা হা, দারুণ শিক্ষা দিয়েছেন.... :)

১১| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ভালো। তবে আমি এসব থেকে দূরে থাকি। কারণ, মানুষজন ভালো না। দেখা যাবে এই ছোট ব্যপারের জন্য কর্মচারীরা দুর্ব্যবহার করবে যেটা মনটাকে আরো খারাপ করবে। তার চাইতে নরমাল দোকান থেকে কেনাতেই স্বাচ্ছন্দ্যবোধ করি...

১২| ২৬ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

নয়ন বিন বাহার বলেছেন: দারুন দেখিয়েছেন............

১৩| ২৬ শে জুন, ২০১৬ রাত ৮:২৬

খোলা মনের কথা বলেছেন: সচেতন করানোর জন্য অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল

১৪| ২৬ শে জুন, ২০১৬ রাত ১০:৩৯

হাসান মাহবুব বলেছেন: ভালো করেছেন।

১৫| ২৭ শে জুন, ২০১৬ রাত ১:৪৬

কালনী নদী বলেছেন: you are so strict and they are also crap!

১৬| ২৭ শে জুন, ২০১৬ রাত ৩:৪৫

ডা: শরীফুল ইসলাম বলেছেন: এগুলো বিশ্ব বাটপার X( X((

১৭| ২৭ শে জুন, ২০১৬ সকাল ৮:৫১

দৃষ্টিসীমানা বলেছেন: হ্যাঁ এরকম একটা ব্যাপার আমাদের সাথেও হয়েছে । আপনাকে অনেক ধন্যবাদ সমস্যাটি সবার সাথে শেয়ার করার জন্য ।

১৮| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫০

উদরপূর্তি বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ

১৯| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:১৯

নতুন বলেছেন: সবাই এভাবে চিন্তা করলে অনেক ধান্দাবাজী কমে যাবে।

কিন্তু আপনার ৫৭ পয়সা লাভ হইলো... ;)

ওদের বলা উচিত ছিলো আমার ৪৩ পয়সা কাডে` ফেরত দিন... কারন আমি বেশি নিতে চাইনা :)

২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৯

শারলিন বলেছেন: হ্যা আমিও খেয়াল করেছি ৫৭ পয়সা লাভ হয়েছে আমার। আমি মনে হয় বাংলাদেশের সেই ব্যাক্তি যে প্রথম কোন সুপারশপ থেকে সামান্য কিছু লাভ করতে পেরেছি।

২০| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৯

ফিল্ড মার্শালঃ বলেছেন: হা হা হা ........
কঞ্জুস!

২১| ২৭ শে জুন, ২০১৬ দুপুর ২:৪২

কামরুল হুদা েচৌধুরী বলেছেন: আপনারা শুধু দাম নিয়ে কথা বলছেন। পণ্যের মান নিয়ে কি সবাই খুব সন্তুষ্ট? আমি আগে খুব বিশ্বাস করতাম যে শিক্ষিত এবং ভদ্র মানুষেরা যেহেতু এই ব্যবসায় নেমেছেন নিশ্চই পণ্যের মানের ব্যাপারে খুব সচেতন থাকবেন। গত সপ্তাহে মীনাবাজার চট্টগ্রাম শাখা থেকে বাজার করি। রুই মাছ এবং মুরগী কিনি। দুইটাই পঁচা পড়ছে। আমি এটা কখনোই আশা করি নাই। আমার আশার গুড়ে বালি।

২২| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৫৭

শারলিন বলেছেন: সব্বাইকে ধন্যবাদ। কেউ কি আমাকে বলতে পারবেন যে এরকম পরিস্থিতিতে কিভাবে আইনের সহায়তা পেতে পারি.।.।.।.।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.