নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এক অপরাজিতা। কোন বাঁধাই আমার চলার পথে বাঁধা হয়ে থাকেনা। সব বাঁধা কে অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাওয়াই হচ্ছে আমার জীবনের মূলমন্ত্র

শারলিন

শারলিন › বিস্তারিত পোস্টঃ

যারা আড়ং এর পণ্যে ছাড়া অন্য কিছু ভাবতে পারেননা তারা একটু পড়বেন

৩০ শে জুন, ২০১৬ দুপুর ১২:২৭

পবিত্র রমজানে মাসে সোমবার (১৩ জুন) ইফতার সাজিয়ে বসেছিলেন দেশের শীর্ষস্থানীয় এক ফার্মাসিটিউকেলসের প্রায় ৬০০ জন কর্মকর্তা ও কর্মচারী। ইফতারের বিভিন্ন আইটেমের সাথে ছিলো আড়ংয়ের লাবান। কিন্তু সেই লাবানয়ের গায়ের উৎপাদন তারিখ জুন ১৪, ২০১৬; মানে একদিন আগেই বাজারে ছাড়া হয়েছে তাদের লাবান।
উপস্থিত অনেকেই খেয়াল করলেন সবগুলো বোতলের গায়েই একই তারিখ। ব্র্যাকের অঙ্গপ্রতিষ্ঠান আড়ংয়ের এমন প্রতারণা দেখে বেশ চটেছেন তারা। রমজান মাসে ইফতার সামগ্রী নিয়ে আড়ংয়ের এমন প্রতারণায় ইফতারের আগেই বাংলানিউজের কাছে তারা ক্ষোভ প্রকাশ করলেন।

এদিকে গ্রাহকদের হয়রানি করা কিংবা তাদের সাথে প্রতারণার রেকর্ড আড়ংয়ের শুধু আজকের নয়। এইতো সেদিন, ৮ জুন, রাজধানীর উত্তরার বাসিন্দা এক সরকারি কর্মকর্তা আড়ংয়ের বনানী শাখা থেকে প্রায় ৩ হাজার টাকা দিয়ে পাঞ্জাবি কিনেছিলেন। অথচ শুক্রবার (১০ জুন) এক ঘণ্টা পরিধান করার পরই পাঞ্জাবির রং উঠে যায়। নিম্নমানের হওয়ায় সেটির ববলিনও উঠে যায়। ফলে দামি পাঞ্জাবিটি ব্যবহারের অনুপযোগী হয়।
সঙ্গে সঙ্গে আড়ংয়ের সংশ্লিষ্ট শাখায় অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি সেই ক্রেতা। তাকে দায়সারা উত্তর দেন আড়ংয়ের কর্মকর্তারা। পরে তিনি অবশ্য প্রশ্ন তুলেছেন যে, তার পাঞ্জাবির যদি এই দশা হয়, তবে ঈদ উপলক্ষে বাজারে আনা আড়ংয়ের পাঞ্জাবি কিংবা অন্যান্য পোশাক কিনে গ্রাহক যে প্রতারিত হবেন না, তার গ্যারান্টি কে দেবে?

মন্তব্য ১৯ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১২:৪৫

বিজন রয় বলেছেন: আমি আড়ং কেন ওই ধরনের কোন স্টোর থেকে কেনাকাটা করি না।
সব দুই নম্বর।

২| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:১৭

অরুন চঞবওী বলেছেন: বড় লোকের টাকা বেশি তারা এ সব জায়গায় যাবেই। কি আর করা?

৩| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিও পারতপক্ষে আড়ং এর কেনাকাটা করি না তবে টুকটাক মোবাইল ব্যাগ অথবা বাচ্চাদের জামা কাপড় মাঝে মাঝে কিনি

৪| ৩০ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ইফতারে লেবু চিনি সরবতই তো অমৃত!

আড়ংয়ের ৩ হাজার টাকার পাঞ্জাবির ববলিন রং উঠতেই পারে! মিনিমাম ৫ হাজারে কিনলে বছর খানেক পরা যাবে আশা করি!

৫| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩৩

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। যাদের টাকা আছে, তারা সেখানে যাবে... কি আর করা !!!

৬| ৩০ শে জুন, ২০১৬ রাত ৮:২০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আড়ং, ইয়েলো - এগুলো উচ্চবিত্তের জন্য। মধ্যবিত্ত সাহস করে কিছু কিনলে সেটাও খারাপ কোয়ালিটির পড়ে যায়!

৭| ৩০ শে জুন, ২০১৬ রাত ৯:০৪

মোহাম্মদ গোফরান বলেছেন: পাঞ্জাবি টা আড়ং থেকে কেনা হয়। ওদের পাঞ্জাবি তো ক্লাস আছে। কোয়ালিটি ও ডিজাইন ও ভালো। এই বছর এমন কেন হলো?

৮| ৩০ শে জুন, ২০১৬ রাত ১০:৫৯

ইমরান আশফাক বলেছেন: আমরা ক্রেতারা অধিকাংশই আবুল বিশেষ, কিংবা মফিজ (আমার নাম মফিজ, বাশ খেয়েছি এককুড়ি বিশ)।

৯| ৩০ শে জুন, ২০১৬ রাত ১১:২৩

মহা সমন্বয় বলেছেন: হে হে আমি এ বছর আড়ং এ যাই নি :D যদিও আড়ং আড়ংই তবুও এবার অন্য স্টোর থেকে পঞ্জাবী কিনসি। :)

১০| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১:২৫

রায়হানুল এফ রাজ বলেছেন: আমাদের দেশে ভোক্তা অধিকার আইন খুব দুর্বল এবং সেই আইনেরও কোন প্রয়োগ সেই। তাহলে তো এমন হবেই। আমাদের সাবধান থাকতে হবে।

১১| ০১ লা জুলাই, ২০১৬ ভোর ৫:২১

মাদিহা মৌ বলেছেন: কিন্তু আড়ং এর ড্রেসগুলি তো খুব ভালো কাপড়ের হয়!
অবশ্য গত কয়েক বছরে আড়ং থেকে ড্রেস কেনা হয়নি

১২| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ৭:৫৬

নীলাকাশ ২০১৬ বলেছেন: ফুটপাতের কম্পিটিটরদের সাথে টিকতে না পেরে আড়ংও এখন এরকম ভড়ং ধরেছে।

১৩| ০১ লা জুলাই, ২০১৬ সকাল ৯:৪৮

আহসানের ব্লগ বলেছেন: বড়লোকের টাকা আছে তাই ১০০০ টাকার জিনিস ৫০০০ টাকায় নিতে তাদের সমস্যা নেই । আমার অত মাথা ঘামানো কি দরকার ?

১৪| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:১৬

আমি ইহতিব বলেছেন: আড়ং এর পোশাকের দাম বরাবরি বেশী। এজন্য নিজের জন্য তেমন কিছু কেনা হয়নি কখনো। মেয়েদের জন্য কিনেছি। কিন্তু লাবানের ব্যাপরে যেটা বললেন সেটা ওদের অনিচ্ছাকৃত ভুল ছিলো। ব্র‌াক কিন্তু অভিযোগ নজরে আসার সাথে সাথে ঐ ব্যাচের সব লাবান ক্যানসেল করেছে যদিও কোয়ালিটি ১০০% ভালো ছিলো। লাবান আমার খুব পছন্দের একটি খাবার তাই এত কিছু বললাম । আর ব্রাক ডেইরি এন্ড ফুডের যিনি ডিরেক্টর উনি খুবই সৎ একজন মানুষ।

১৫| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:২৩

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আমরা ভাই গরিব মানুষ। এসব আড়ং, মাড়ং এ যাই না!!
এরা চুরি ছাড়াই কুরবান করে.... X(

১৬| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৩৫

রেদওয়ান কাদের বলেছেন: বাংলানিউজ বা বিডিনিউজ একটা সংবাদ মাধ্যম আর তেলাপোকাও একটা পাখি! এভাবে বলার কারন হলো এরা কয়েকদিন আগে এসপি বাবুল আকতারকে তার স্ত্রীর খুনী আর তার নিহত স্ত্রীকে পরকীয়ার দোষে দোষী সাব্যস্ত করে খবর প্রকাশ করেছে! অবশ্য এরকম খবর আরো কিছু তেলাপোকা মার্কা মিডিয়া প্রকাশ করেছে পরে আবার অনলাইন থেকে মুছেও দিয়েছে। এরা কোন খবরের গভীরে যায়না এরা শুধুমাত্র পাঠক বাড়ানোর জন্য যা ইচ্ছা তাই লেখে।

ধন্যবাদ।

১৭| ০১ লা জুলাই, ২০১৬ দুপুর ২:৪৮

জুন বলেছেন: আমার পরিচিত এক বৃদ্ধা দেশের বাইরে থাকে। ঢাকা থেকে কেউ গেলে সহজলভ্য আড়ং এর শাড়ি নিলে ওনার একটাই বক্তব্য "খবরদার আর লাই আড়ং এর শাড়ি ন আনবি। এগুন আর কাছে বস্তার মত লাগে ".। আমি ওনার সাথে একমত :`>

১৮| ০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:৪৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আড়ং-এর ভড়ং সম্পর্কে আমার অনেক আগে থেকেই ধারণা আছে। তাই ওদের আশে পাশেও যাই না।

১৯| ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১২:০৫

আবুল হায়াত রকি বলেছেন: দুটি ঘটনা, প্রথমটাকে দ্বিতীয়টা খর্ব করে দেয়। দ্বিতীয় ঘটনাটা আরো সুস্পস্ট করা উচিত যেহেতু ব্যাপারটার সাথে সম্পূর্ন প্রতিষ্ঠান জড়িত। আর অনেকেরই জানা আড়ং এর জামাতী অংশীদারের কথা তাই এই ইস্যু-তে লেখাটা নিরাপদ।
(আমি ঈদে শপিং-ই করি না)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.