নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

একজন সুখী মানুষের কথা

০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:২০

অত সম্পদ নেই যে বাটীতে ডাকাত পড়বে,

সাথে অত পয়সা নেই যে পথে ছিনতাইকারী ধরে তুষ্ট হবে,

এতটা অভাবী না যে খাদ্য জোগাড়ই হবে প্রধান চিন্তা,

অতটা নির্ভরযোগ্য ও শক্তিমান হয়ে উঠি নি যে ১টি মেয়ে আস্থা রাখবে নিশ্চিন্তে,

কারো অমন শত্রুও হতে পারি নি যার ক্ষতি করে কেউ হবে তৃপ্ত বা লাভবান,

অমন কোন উচ্চাভিলাষ বুকে নেই যার পেছনে দিন রাত ছুটতে হয় অমানুষের মতো কিম্বা যার যোগ্যতাই আমার নেই,

কারো অমন ক্ষতি করি নি যে অপরাধবোধ প্রতিনিয়ত তাড়া করে ফিরবে,

কাছের মানুষ অমন কেউ নেই যে ঠায় চেয়ে আছে আমারই হাতের দিকে;

আহ, কি ফুরফুরে নির্ভার ১টি জীবনই না যাপন করছি,

কতদিন থাকবে এ জীবন অমন অকৃতজ্ঞের হাতে?

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৩

বলাক০৪ বলেছেন: তুমি যত ভার দিয়েছ সে ভার করিয়া দিয়েছ সোজা
আমি যত ভার জমিয়ে তুলেছি সকলি হয়েছে বোঝা

বন্ধু সকলি হয়েছে বোঝা।

এ বোঝা আমার নামাও বন্ধু নামাও
ভারের বেগেতে ছুটিয়া চলেছি এযাত্রা তুমি থামাও..।

২| ০৯ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮

সৈয়দ শওকত আলী বলেছেন: এটা কার লেখা?

৩| ১০ ই মার্চ, ২০১৩ দুপুর ২:১৭

বলাক০৪ বলেছেন: রবীন্দ্রনাথ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.