নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

রিয়েল মেডিক্যাল জোক : কাঁচা সিলেটিভাষিণী রোগীর খপ্পরে

০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৯

আমি এখন গাইনিতে, যাকে বলা হয় 'দ্য ওয়ার্ড অফ ফলো আপ'। ১টা রোগীকে এখানে দৈনিক যতবার ফলো আপ দেয়া হয় অন্য কোন ওয়ার্ডে তা দেয়া হয় না। আর তাই ত সিওমেকের গাইনি বিভাগ ঢামেক, সমেক, মমেক, চমেক এর মতো মেকগুলোর গাইনি বিভাগগুলোকে পেছনে ফেলে জাতীয় পুরস্কার বাগিয়ে নিয়েচে।

তো সেদিন রাউন্ডকালীন ১ কাঁচা সিলেটীভাষিণী বুড়ি আমাদের মাদামের কাছে বিচার দিয়ে বোসে- 'আমারে কুনু ডাখতরে দ্যাখচে না'। মাদাম ত তেলেবেগুনে জ্বলে ওঠেন আর 'শোকজ' জারি কোরে দেন MOদের বিরুদ্ধে। MOরা জবাবে 'গিভ এনসার' জারি কোরে দেয় ইন্টার্নদের বিরুদ্ধে। আর তারপরই মাদাম-MO-ইন্টার্ন মিলে শুরু করে বুড়িকে জেরা- 'কবে ভত্তি হোয়েচেন? কী সমস্যা? ওষুধ খাচ্চেন না? শেষ কখন আপনাকে কোন ডাঃ দেখেচে?' সকল প্রশ্নের জবাবে বুড়ির ঐ ১ কতা- 'আমারে কুনু ডাখতরে দ্যাখচে না'। সবাই সন্দিহান হোয়ে পড়ে বুড়ি আদৌ চলিত ভাষায় করা কোয়েস্চানগুলু বুঝেছে কিনা। অবশেষে ওয়ার্ডের ১মাত্র সিলেটি ভাষাবিদ হিসেবে ডাক পড়ে আমার। ভারিক্কী চালে এগিয়ে যাই আমি। বুড়িকে শুধাই- 'আজকু সখালে আফনারে কুনু ডাখতরে দ্যাখচে না নি'? এবারে বুড়ির যথার্থ জবাব- 'না, কুনু ডাখতরে দ্যাখচে না। এখটা বেটি ডাখতরনীয়ে দেকিয়া গ্যাছে'।

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

মামুন রশিদ বলেছেন: হাঃহাঃহাঃ, ঠিকই বলছে । ডাখতর দেখচেনা, বেডি ডাখতরনি দেখচে :P

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: হাহাহাহাহা। মজা পেলাম খুব ই। আপনার ইন্টার্ন জীবন আনন্দদায়ক শিক্ষণীয় হোক।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

কুবের মাঝি১০৭০০৭ বলেছেন: Vai somc r gynae ward e followup deyar dukkho mone koray dilen..nice post.tx.

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭

টানিম বলেছেন: ভালা লাগলোরে বো । মাঝে মাঝে এতা সমস্যাত আমরাও পড়ি ।

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৭

আমি ইহতিব বলেছেন: হা হা হা মজা পেলাম। ডাক্তারজীবন সুখী হোক এই কামনা করি।

৬| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৫

সৈয়দ শওকত আলী বলেছেন: হে হে হে @ সবাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.