নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

রিয়েল মেডিক্যাল জোক : BASE OF THE SKULL

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪

মনে পড়ে যায় আমাদের ক্রিকেট টিমের নাম 'Base of the Skull' হওয়ার সেই কাহিনী। আমরা ২য় বর্ষে (২০০৮) থাকতে সিওমেকে যে ক্রিকেট টুর্নামেন্ট হয়েছিল, তাতে টিমগুলোর নাম দেয়া হয়েছিল মেডিক্যাল টার্ম দিয়ে। কেউ হিউমেরাস, কেউ ফিমার, কেউ এপোপটোসিস আর কেউ বা ফ্যাগোসাইটোসিস। আমরা তখনো আমাদের টিমের নাম ঠিক করে উঠতে পারি নি। এক বিকেলে আমরা A ব্যাচের পোলাপান (অনেকে বলত Aতে আঁতেল) আমাদের টীম নিয়ে যাচ্ছিলাম প্র্যাকটিস কত্তে। তখন বিশিষ্ট ভালো ছাত্র ও উদাসীন কবি (এবং আমাদের টিমের ১মাত্র অলরাউন্ডার) ছেলেটি বসে গ্রে পড়ছিল। তাকে বলা হল, "এই তুমি বলটা নিয়ে আস তো!" এই বলে কেউ ব্যাট, কেউ স্টাম্প আর কেউ গ্লাভস নিয়ে মাঠপানে বেরিয়ে গেল। কিছুক্ষণের ভেতর বন্ধুটি তৈরি হয়ে হুড়মুড় করে বেরিয়ে এল। মাঠের কাছে আসতেই সবার চক্ষু কবির হাতের দিকে তাকিয়ে স্থির ও পুরোই ছানাবড়া, হাতে যে তার ১টি 'Base of the Skull!' "এটা কী?" একযোগে সবার প্রশ্ন। নিজের হাতের দিকে তাকিয়ে ভীষণ বিব্রত হয়ে সে দৌড়ে আবার রুমে চলে গেল। ফিরে এল হাতে বল নিয়ে। আর তাই তো আমাদের টিমের নাম অবশেষে হয়ে গেল 'Base of the Skull!'

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২৪

মাসরুর প্রধান বলেছেন: Base of the Skull কি এটা তো জানিনা। মানুষের মাথা নাকি?

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৬

ইলুসন বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

সৈয়দ শওকত আলী বলেছেন: মাসরুর প্রধান > প্রায় মাথার খুলি বোলতে পারেন।
ইলুসন > B-)

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৮

কালোপরী বলেছেন: হুম

৫| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

সৈয়দ শওকত আলী বলেছেন: :-/

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.