![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।
সেদিন আমার পরিচিত ১জনার
সাথে দেখা। আমাকে পেয়েই
সে কেঁদো কেঁদো ভঙ্গিতে তার
১টি শারীরিক সমস্যার
কথা ছেড়ে দিল। সে এর প্রতিকার
চায়। খুব চিন্তিত।
আমি তাকে আমার
জ্ঞানমতো ১টি ওষুধ দিলেম।
দুদিন পর দেখা। কোন কথা নেই। তার
পরদিন দেখা। কোন কথা নেই। ৪র্থ
দিন আমি জিজ্ঞেস কোরেই ফেললাম,
'ভায়া আপনের ছমছ্যার কী খবর?
কমছে?'
সে বলল, 'হ, কমছে ত'।
আমি: তে আমারে যে কইলেন না-
আপনের ওষুধ খাইয়া আরাম হইছে?
সে: না কিছু কিছু অসুখ
আছে ন্যাচারালি এমনেই কয়দিন
পরে ভালা হইয়া যায়।
আমি: তাইলে কি আপনে ওষুধ
খাইতাছেন না?
সে: হ, তা খাইতাছি।
আমি (মনে মনে, হাজার হোক
সিনিয়র মানুষ):
তাইলে কেমনে বুঝলি এইটা ওষুধ
ছারাও ভালা হইয়া যাইত? আর
তাইলে ওষুধই বা খাইতাছছ ক্যা আর
১ম দিন ডরাইয়া কাইন্দাই
বা দিতাছিলি ক্যা?
২| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৩
সৈয়দ শওকত আলী বলেছেন:
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:১৩
কালোপরী বলেছেন: