![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।
হালকা শীতল আবহাওয়া, হোক বর্ষার কিম্বা শীতের, আরামের কিন্তু বেদনার৷ বেদনার, কেননা তা পুরনো স্মৃতিকে জাগ্রত করে৷ আর পুরনো স্মৃতি, হোক সুখের কিম্বা দুখের, বেদনাদায়ক! অতএব, হে আমার স্মৃতিরা, তোমরা বিলুপ্ত হও৷ সুখস্মৃতি আর দুখস্মৃতি, তোমরা উভয়েই দয়া করে বিদেয় হও!
©somewhere in net ltd.