![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।
কয়েক বছর আগের কথা। মোবাইল
অপরাধ সম্বন্ধে তেমন ধারণা ছিল না।
১ বিকেলে ১টা ওয়ারিদ নাম্বার
থেকে কল আসে-
'হ্যালো, ওয়ারিদ হেড অফিস
থেকে কাস্টমার কেয়ার ম্যানেজার রবিন
বলছি'!
আমি: বলেন!
সে: দেশব্যাপী লটারির
মাধ্যমে আমড়া ২শ' ওয়ারিদ
গ্রাহককে নির্বাচিত করেছি বিশেষ
পুরস্কারের জন্য। ৫ম
বিজয়ী হিসেবে আপনি পাচ্ছেন
৬,২৭৫টাকা, যা ইজিলোড
করে পাঠিয়ে দেয়া হবে আপনার নাম্বারে,
যার মেয়াদ হবে ২বছর!
কিভাবে পুরস্কারটি পেতে হবে জানতে এখুনি কলব্যাক
করুন!
আমি ত শুনে আকাশে ভাসছি।
উত্তেজনায় কাঁপতে কাঁপতে কলব্যাক
করি-
- ভায়া বলছিলেন পুরস্কারের কথা...
- ও হ্যাঁ, পুরস্কার
পেতে আপনাকে ৩০০টাকা মোবাইলে রিচার্জ
করতে হবে।
আমি ভাবলাম নিজের
মোবাইলে টাকা ঢালব, সমস্যা কী?
সাথে সাথে টাকা নিয়ে বাইরে রওনা দিলাম।
সে তখনো লাইনে। সে বলে চলেছে-
'ইজিলোডের দোকানে ভুলেও কিন্তু এই
পুরস্কারপ্রাপ্তির কথা বলবেন না!
ওরা আমাদের কম্পিউটার গ্রাহক,
আপনার পুরস্কার
কেটে নিয়ে মেরে দেয়ার
ক্ষমতা রাখে ওরা!'
আমি- আচ্ছা!
সে- আর এই দুনিয়ায় কাউকে কিন্তু
বিশ্বাস নাই ভাই, ৩০০টাকার কার্ড
নিয়ে আপনি সোজা ১টি ফাঁকা জায়গায়
চলে যান!
আমি- আচ্ছা! এসেছি ফাঁকা জায়গায়!
সে- এবারে রিচার্জ করুন! চাপুন
*৭৮৭*...
আমি- চাপলাম!
সে- গোপন সংখ্যাগুলো চাপুন!
-চাপলাম!
-চাপুন #
-চাপলাম!
- এবারে সংখ্যাগুলো আমাকে বলুন!
- তা ত বলা যাবে না!
সে (হতাশার সুরে)- তাহলে ত
পুরস্কারটি আপনি এখন পাচ্ছেন
নাআআআ!
-দরকার নাই আমার পুরস্কারের!
- (কট!)
পুরো বিষয়টা ভালোভাবে চিন্তা করলাম।
কয়েকজনের সাথে আলাপ করলাম।
ব্যাপারটা বুঝলাম। পণ করলাম
পরাণজ্বালা জুড়োতে যে করে হোক ঐ
নাম্বারটা বন্ধ করাতে হবে।
ওয়ারিদে কমপ্লেইন দিলাম।
দায়সারা আচরণ করল। তাকে কল
দিলাম। মুখে যা গালি আসে দিলাম ও
দেয়ালাম। কয়েকদিন
গালি দিয়ে চিন্তা করলাম নাহ
FNFটা করে নেই। FNF করলাম। শুরু
হল রুটিন করে গালাগালি। চলল
মাসখানেক।
বেচারা কেঁদো কেঁদো ভঙ্গিতে ১দিন
বলেই ফেলল-
'ভাই রে আপনের কি এতই টেকা?
প্রতিদিন কল দিতাছেন আপনের
টেকা যাইতাছে না?'
বললাম- ভাই আপনে আমার
আপনা লোক। আপনে ছারা আমার
দুনিয়ায় কেউ নাই। আপনের লগে FNF
করছি। প্রতিদিন কথা অইব। আপনের
বাঁচনের রাস্তা ১টাই- এই নাম্বার বন
করা।
সে ফোন কাটল। কয়েকদিন কল দিলাম।
ফোন বন্ধ। ১দিন কল
দিয়ে খোলা পেলাম। বুঝলাম এভাবে কাজ
হবে না। টাকার নোটে তার নাম্বার লিখে ছাড়তে লাগলাম। আমার পরিচিত ১জনের ভীষণ
জনপ্রিয় ভুয়া ফিমেল ফেইসবুক
আইডিতে ঐ নাম্বার দিয়ে দিলাম
কন্টাক্ট নাম্বার হিসেবে।
কয়েকটা হটসাইটে ঐ
নাম্বারটা দিয়ে দিলাম 'বয়ফ্রেন্ড ও
বেডপার্টনারের খোঁজে'।
তারপর আর যায় কোথা। কাজ হয়। আজ
অব্দি মাঝে মাঝেই কল দিয়ে চেক
করি নাম্বার খোলা আছে কিনা। নাহ,
বন্ধ। পরাণজ্বালা কিছুটা জুড়োয়
আমার। আর এরপর
থেকে যে কারো কাছে অমন কল
এলে সাথে সাথে ফোনটা নিয়ে অশ্লীল
কিছু গালি দিয়ে দিতে ভুল করি
নে আমি!
২| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
আদরসারািদন বলেছেন: হা হা হা । ভাই! পারলেন বটে
৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:০১
অজানা এক আমি বলেছেন:
৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫২
প্রভাষ প্রদৌত বলেছেন:
৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:১৫
নতুন বলেছেন:
৬| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৪৫
সাহাদাত উদরাজী বলেছেন: সাবাস।
৭| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:০৪
কামরুল ইসলাম রুবেল বলেছেন:
৮| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১০
সৈয়দ শওকত আলী বলেছেন: হে হে হে @ সবাই
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
পত্রদূত বলেছেন: