![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।
কেরাটি ১টি ক্রীড়া মাত্র, উহাকে আত্মরক্ষার ১টি কার্যকর উপায় বলিয়া মানিয়া লইতে আমি রাজি নহি।
কেন?
কারণ-
১. তুমি কেরাটি জুডো তায়কোন্দো কুংফু বক্সিং রেসলিং জুজুত্সু এর মাস্টার হইলেও বাস্তবে তোমার উপর হামলাকারী সাধারণত হইবে মার্শাল আর্টে মূর্খ আনঅর্থোডক্স এলোপাতাড়ি নিয়মহীন হামলাকারী। তার মুভমেন্ট ও নেক্সট মুভমেন্ট হইবে নির্দিষ্ট বিধিবহির্ভূত, সুতরাং তোমার কাছে unpredictable. তবে কাজেই তোমার বিধিবদ্ধ ও সুশৃঙ্খল মারামারিজ্ঞান তার আনঅর্থোডক্স আক্রমণ প্রতিরোধ করিতে সক্ষম হইবে না।
২. নেক্সট কারণটি সবার জানা। কারণ মোবাইলে সবাইই 'martial art vs modern art' এনিমেশানটি দেখিয়াছে, যাহার মূল কথা হইল- নাউএডেজ, খালি হাতে আত্মরক্ষার হাজারো কৌশল জানিয়া তুমি যখন শত্রুর সম্মুখে হাত-পা ছুঁড়িয়া 'হাইক! হুইক!' করিতে থাকিবে তখন শত্রু নিরাপদ দূরত্বে থাকিয়াই গুলি করিয়া তোমার খুলি উড়াইয়া দিবে।
এহেন পরিস্থিতিতে অস্ত্রহীন নিয়মবদ্ধ মারামারিপ্রক্রিয়াগুলুকে আমি নিছক দৃষ্টিনন্দন ক্রীড়া মাত্র মনে করি, আত্মরক্ষার কৌশল বলিয়া মানি না।
3:-)
২| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: হাজারো কৌশল জানিয়া তুমি যখন শত্রুর সম্মুখে হাত-পা ছুঁড়িয়া 'হাইক! হুইক!' করিতে থাকিবে তখন শত্রু নিরাপদ দূরত্বে থাকিয়াই গুলি করিয়া তোমার খুলি উড়াইয়া দিবে।
দেশী মাইর ডট কম ইশটাইল
৩| ২৪ শে মে, ২০১৩ রাত ১২:৩০
লজিক মানুষ বলেছেন: আপনি যদি মনে করেন যে কারাতে শেখা মানে অন্য কে মাইর দেওয়া তাহলে আপনার ধারনা ভুল। কারাতে শেখায় কিভাবে অন্যের মাইর কে নিশ্ফল করে দিতে হয়।
কারাতে শেখা মানেই ঘুসি/লাথি মারা শেখা নয়। কারাতে আপনার চিন্তা শক্তিতেও থাকতে হবে। একজন কারাতেকার যখন ফাইট করেন তখন তার হার্টবিট কমে, বাড়ে না। যার ফলে সে আরও শান্ত হয়। চিন্তা শক্তি আরও প্রখর হয়।
৪| ২৪ শে মে, ২০১৩ সকাল ৮:৩১
সৈয়দ শওকত আলী বলেছেন: নেহাল > হমমম।
বিদ্রোহী ভৃগু > 3:-)
লজিক মানুষ > আমার লেখাটি পড়ে কি কোরে আপনার মনে হোল যে আমি কারাতে ও সমগোত্রীয়দের নিছক অন্যকে পিটুনি দেয়ার কৌশল মনে কড়ি?
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৩ রাত ৯:০৫
েনহ।ল বলেছেন: কারাটে জিনিসটা পুরাই প্র্যাকটিস এর উপর ।। আপনি যখন একটা সময় পর্যন্ত এইটা করতে থাকবেন তখন আপনি নিজে নিজে একসময় আরেক জন এর মারামারি predict করতে পারবেন ।। সাধারনত বাংলাদেশ এ যারা কারাতে করে তারা কয়েকদিন করে ছেরে দেয় ।। তাই অনেকে এটাকে ভুল বুঝে ।। আপনি কয়েকবছর আসল কারাতে করে দেখুন নিজেই বুঝতে পারবেন ।। বাংলাদেশে kyokushin karate তেই যা একটু ভাল আছে ।। বাকিগুলা ভোগাস