![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।
পোলার নাম- নারায়ণ দুলাল, নেপালী পোলা। সংক্ষেপে নিজের পরিচয় দেয়- ND. ছেলে ভালো। পুরো ১ বছর ১সাথে ইন্টার্নশিপ কোরেছি। অমন পোলা বাংলাদেশে হয় না।
তো ND সব ওয়ার্ডেই চরম নিষ্ঠার পরিচয় দেয়, তবে সবচে সুনাম সে কামায় গাইনিতে, বিশেষ কোরে ডেলিভারি করানোতে। এ জন্য পোলাটা অবশ্যি প্রচুর সাধনা কোরেছে। প্রতি এডমিশানে NDকে দেখতাম লেবার রুমে অপরিসীম ধৈর্য নিয়ে কোনো না কোনো মায়ের পাশে গ্লভস পরে ঠিক উইকেট কীপারের ভঙ্গিমায় ঠায় দাঁড়িয়ে থাকত, ঘণ্টার পর ঘণ্টা। আর এ সুকঠিন সাধনার বলেই ত সে VDতে ঈর্ষনীয় সুখ্যাতি কুড়োয়। এক পর্যায়ে ত অবস্থা এমন দাঁড়ায় যে ND লেবার রুমে গিয়ে ঢুকলেই কোনো না কোনো মায়ের পেট থেকে বাচ্চা ছড়াত্ কোরে বেরিয়ে পড়ে (এটা আমার নিজ চোখে দেখা, অনেকবার ঘটেছে)।
NDর এহেন সাধনালব্ধ হাতযশের স্বীকৃতি দেয়ার প্রয়োজন অনুভব কড়ি আমি। কিন্তু আমি কোনো অথরিটি না যে NDকে কৃতিত্বের সনদ বা পদক দব, পয়সাওলা না যে তাকে কোনো সম্মানী দব। তবে সোনামণিদের সুন্দর সুন্দর নাম ডাকনাম উপাধি আখ্যা দেয়ার ব্যাপারে মম কিঞ্চিত্ সুনাম রয়েছে, তার মাধ্যমেই NDকে স্বীকৃতি দিলাম। কীভাবে? তার ডাকনামের N আর Dর মধ্যিখানে আমার পক্ষ থেকে ১টি V দান করলাম।
২| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯
bakta বলেছেন:
NVD মানে: NORMAL VAGINAL DELIVERER
আর আপনার নাম আমি দিলাম : AVD মানে:
ABNORMAL VAGINAL DELIVERER
৩| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫১
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: হা হা হা। মজা পেলাম।
৪| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৬
মাক্স বলেছেন:
৫| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১
স্বপ্নহীন নায়ক বলেছেন: bakta বলেছেন:
NVD মানে: NORMAL VAGINAL DELIVERER
আর আপনার নাম আমি দিলাম : AVD মানে:
ABNORMAL VAGINAL DELIVERER
৬| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১:০০
সৈয়দ শওকত আলী বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক :-D @ সবাই
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮
মোতাব্বির কাগু বলেছেন: National Vulnerability Database??