![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।
ইন্টার্ন পোলার আন্ডারে মেডিক্যালের জুনিয়র মাইয়া ভর্তি অইলে কেডা না খুশি অয়, সেবা কইরা মন জয়ের সুযুগ। আমিও তার ব্যতিক্রম না।
১বার এডমিশনে সোন্দর কয়টা জুনিয়র মাইয়ারে (১জন রুগী আর বাকীরা এটেনড্যান্ট) ভর্তি হইতে দেইখা খুশিতে পরাণডা বাকবাকুম কইরা উডে। মনে মনে প্রার্থনা করি যেমুন এরা আমার আন্ডারে পরে। কিন্তু শকুনের দোয়ায় কি গরু মরে? বরাবরের মতো এইবারও সোন্দর রোগী যায় স্মার্ট এন্ড হ্যান্ডসাম গায় ফয়জুর আহমেদুজ্জামান খানের আন্ডারে। আমার মিজাজটাই বিগড়াইয়া যায় ফয়জুইরার উপরে।শালা কয়ডা সোনার চামচ মুখে লইয়া জন্মাইছে?
তয় এডমিশনের পরের দিন আশার আলো ঝিলিক দেয়। ইভনিং পরে আমার। তাগো মন জয়ের এইডাই চান্স। তয় কিঞ্চিত্ বিরক্ত অইলাম আমার লগে ইভনিং ফয়জুইরার পরছে দেইখা। পরে অবৈশ্য বিরক্তি যায় গা যহন ফয়জুইরা আমারে চান্স দেয় ঐ জুনিয়রগো কেবিন ফলোআপ দেওনের।
বিরাট বড় ডাক্তরের মতো পাট লইয়া কেবিনে ঢুকি। লগে ফয়জুইরা। ভালমন্দ জিগাইয়া পালস দেখন শুরু করলাম। দেহি আমার হাতের দিগে চাইয়াই জুনিয়র মাইয়াগুলা ১টা আরেকটার দিগে চায়। আমিও আমার হাতের দিগে চাইয়া প্রমাদ গণি আর ফয়জুইরার দিগে চাই। হাতে তঘড়িই নাইকা!এহন?
ফয়জুইরারে কই- ক ত দেহি ফয়েজ ঘড়ি ছাড়া পালসের কী কী দেহন যায়?
ফয়েজ কয়- এই ত ভল্যুম, কারেকটার, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল, রেডিওরেডিয়াল আর রেডিওফিমোরাল ডিলে...
আমি : ভেরি গুড! এই ত পারছছ। আসলে ঘড়ি ছারাও পালসের বেশির ভাগ জিনিসঐ দেহন যা! ঘড়ি তেমুন জরুরি না...
আড়চৌখে চাইয়া দেহি এই প্রবোধে জুনিয়র মাইয়াপাইন মোটেও খুশি হইতে পারে নাইকা। একটা ত মনে অইল বিরক্তিতে ঠোঁট মোচড় দিল। তয় ফয়জুইরার ভাবমূর্তি মনে অয় আরো উজ্জ্বল অইয়া গেল গা।
১টু পরেই মাইয়াগুলা আমগো রুমে আইল। আমি ডরামু না খুশি হমু ঠিক করবার পারলাম না। ঘোড়া ডিঙ্গাইয়া ঘাস খাওনের মতোই তারা আমারে ডিঙ্গাইয়া ফয়জুইরার লগে আলাপ জুইড়া দিল। সব আশা শ্যাষ।
১টু পরে ফয়জুইরা আইসা কয়- তারা DORB লইয়া গ্যাছে গা।
এইডারেই কয় কপাল। শ্যাষ বিদায়ডাও ফয়েইজ্যার কাছ তে নিয়া গেল!
©somewhere in net ltd.