![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।
ইন্টার্নশিপকালে '০৫-'০৬ সেশনের লগে আমগো '০৬-'০৭ সেশনের ওভারল্যাপিং হয় ছ'মাস। তহন বহুত মজার ঘটনা ঘটে, কামের প্রেসার কমে আর ভায়াআপুগো কাছ
তে আমরা কাজকর্ম শিখ্যা লই।
প্রথমেই আমরা 'রোস্টার' নামক
জিনিসটার লগে যেমুন
নতুনভাবে পরিচিত হই, দেহি এই এক বিষয় লইয়াই বিরাট দিকদারি আর ক্যাচাল।
তে ১দিন রোস্টার হওনের পরেই
তা দেইখা হন্তদন্ত হইয়া সিএ ভায়ার কাছে হাজির হয় ৪৪এর ডাঃ অনিন্দ্য সেন দাদা।
সিএ ভায়া কয় : কী ব্যাপার?
সেনদাদা কয় : ভায়া রোস্টার লইয়া ১টু কথা আছিল।
- দ্যাখ্ অনিন্দ্য, আগে রোস্টার করার দায়িত্ব তোগো উপরে আছিল, কিন্তু তোরা সবাই কহনোই এই লইয়া ঐকমত্যে পৌঁছবার পারতি না, এর
লাইগ্যা রোস্টারের দায়িত্ব
পরে আমি নিছি, এই
লইয়া কারো কোনো ওজর-আপত্তি আর গ্রহণযোগ্য না।
- আরে ভাই কথাটা আগে হুনেন!
- আইচ্ছা ক।
- আইজকা এডমিশন নাইটে আমার লগে ৪৫এর ১জনরে দিছেন...
- হ, দিছি। তো? এতে তো তোগোই সুবিধা।
কাজের চাপ কমব আর এই নতুন
ইন্টার্নরাও কাজ শিখ্যা লইব...
- আরে ভাই কথা ত এইটা না,
আমারে শ্যাষ করতে দেন!
- কথা তাইলে কোনটা?
- নাইটে ত থাকনের ১ রুম ১ বিছনা...
- দ্যাখ্ অনিন্দ্য, এতদিন ১ বিছনায়ই ২জন ঘুমাইছে, কোনো সমস্যা অয় নাইকা, এহনো ২জনরেই ঘুমাইতে অইব, তোর
লাইগা আমি আরেকটা বিছনার এন্তেজাম করবার পারুম না...
- আরে ভাই আগে আপনে রোস্টারটা আরেকবার
দেহেন, আমার লগে কারে দিছেন,
তারপরে কথা কন!
- দেখলাম ত, সমস্যা কী?
- ভাই আপনে কি পাগল অইলেন? উ গন ম্যাড? আমার লগে এইডা কোন জুনিয়র মাইয়ারে নাইট দিছেন? নীলাক্ষি নাম!
- ওয়াট আর উ টকিন এবাউট?
নীলাক্ষি ইজ নট আ গার্ল! দ্য ফুল নেইম ইজ নীলাক্ষি শেখর তালুকদার নিউটন! :-@
হতবাক হইয়া যায় সেনদাদা, মুখ
দিয়া বহুক্ষণ রা সরে না। তয়
নীলনয়না কেউ থাকলেই
দাদা বেশি খুশি অইত মনে লয়!
২| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪
কোবিদ বলেছেন:
৩| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩২
হেডস্যার বলেছেন:
৪| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
হাহাহ, আফসোস ||
৫| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৬| ২৫ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১
সৈয়দ শওকত আলী বলেছেন: হে হে হে।
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৬
মরফিন বলেছেন: হাহ। অনিন্দ্যরে লইয়া আরো কত কাহিনী। হালায় তো প্রতিবারই লেডিস হোস্টেলে সীট বরাদ্দ পাইত। Aninda Sen...
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৭
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন:
আমার প্রথম চাকরিতেও এমন একজন ছিল, ছেলের নাম অদিতি !!
৯| ২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৫
খেয়া ঘাট বলেছেন: জোস। খুব বেশী বেশী জোস।
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪১
সৈয়দ শওকত আলী বলেছেন: হে হে হে @ মরফিন, মুহাম্মদ জহিরুল ইসলাম, খেয়া ঘাট
১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৮
কালোপরী বলেছেন:
১২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২
মনে নাই বলেছেন: সাংঘাতিক মজার হয়েছে!!!!!
১৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩১
সৈয়দ শওকত আলী বলেছেন: হে হে হে @ কালোপরী, মনে নাই
১৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৪
মুদ্দাকির বলেছেন:
১৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:১২
দি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো বলেছেন: ভাই কইতে গেলেন কেন ? নীলাক্ষীর জন্য অপেক্ষা করতেন ;/
১৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:০৮
সৈয়দ শওকত আলী বলেছেন: হে হে হে @ মুদ্দাকির
সেটাই @ দি ক্যাপ্টেন জ্যাক স্প্যারো
১৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৩৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
১৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫০
সৈয়দ শওকত আলী বলেছেন: হে হে হে @ ইরফান আহমেদ বর্ষণ
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: