নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

রিয়েল মেডিক্যাল জোক : সাপোজিটরি কাহিনী

১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৩

বন্ধু ডাঃ মদন রোগীদের সাপোজিটরি ইউজের ইন্সট্রাকশন দেয়ার ব্যাপারে খ্যাত। জন্মসূত্রে নহে, অভিজ্ঞতাসূত্রে, ত্রিস্তরবিশিষ্ট অভিজ্ঞতা।



অভিজ্ঞতা স্তর ১:

নব্য ডাঃ মদন তখনো ট্র্যাজেডির দেখা পায় নাই। তাই রোগীকে সাপোজিটরি লিখিয়া দিয়া কহিল- এই ঔষধখানি আনিয়া ইউজ করিলে কোষ্ঠকাঠিন্য সারিয়া যাইবেক।

পরদিন রোগীর পেট ফুলিয়া ঢোল হইয়া গেলে ডাঃ মদন তদন্ত করিয়া জানিল যে পার্টি গোটা চারেক গ্লিসারিন সাপোজিটরি পানিতে গুলিয়া খাওয়াইয়া দিয়াছিল।



অভিজ্ঞতা স্তর ২:

বুদ্ধিমানরা তিক্ত অভিজ্ঞতা হইতে শিক্ষা লয়। ডাঃ মদন পরবর্তীতে যেদিন সাপোজিটরি প্রেসক্রাইবের চান্স পায়, তখন তার ইন্সট্রাকশন- এই ঔষধখানা আনিয়া পায়খানার রাস্তায় দিলে মলত্যাগ হইবে।

রোগীর পার্টি অবাক হয়। বহু জাদু টোনা বান মারা বাটি চালান দেখিয়াছে, কিন্তু পায়খানার রাস্তায় ঔষধ দিলে মলত্যাগ হয়!? বড়ই আশ্চার্য!

পরদিন রোগীর পেট ফুলিয়া ঢোল হইলে পর মদন ইন্টারোগেশন করিয়া জানিল যে পার্টি ঔষধকে তাবিজ টাইপের মনে করিয়া ওয়ার্ডের টয়লেটে যাওয়ার চিপা করিডোরে নিক্ষেপ করিয়াছে।



অভিজ্ঞতা স্তর ৩:

পরবর্তীতে যবে সাপোজিটরি প্রেসক্রাইব করিবার সুবর্ণ সুযোগ আসিল, মদনার সংশোধিত ইনস্ট্রাকশন হইল- এই ঔষধখানি আনিয়া রোগীর মলদ্বারে ঢুকাইয়া দিতে হইবে, তবেই কাঠিন্য সহজ হইবে।

পরদিন রোগীর উদর ফুলিয়া ঢোল হইলে পর ডাঃ মদনা সরেজমিন তদন্ত করিয়া দেখে পার্টি কয়েকবারই সাপোজিটরি ঢুকাইয়া দিয়াছিল, তবে প্যাকেটসুদ্ধ, ঐগুলি অক্ষত অবস্থায় বাহির হইয়া আসিয়াছে।



ত্রিস্তরবিশিষ্ট অভিজ্ঞতা শেষে ডাঃ মদনার সাপোজিটরি প্রেসক্রাইবিংএর লিজেন্ডারি ইনস্ট্রাকশন দাঁড়ায়: এই ঔষধ আনিয়া প্যাকেট খুলিয়া ভিতরের বুলেটসদৃশ জিনিসখানি বাহির করতঃ রোগীর মলদ্বারে প্রবিষ্ট করিয়া দিবেন। কাঠিন্য আরাম হইবে।



এরপর আর কখনো মদন ব্যর্থকাম হয় নাই। মদনা তোমায় লাল সালাম ঐ ইনস্ট্রাকশনের জন্য।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩

এস বাসার বলেছেন: :P :P :P :P

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫

মদন বলেছেন: =p~

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৫

মেহেদী_বিএনসিসি বলেছেন: সহস্তে ব্যাপারটা রোগী-রোগীনিকে দেইখাইয়া দিলেই কিন্তু এমন পরিস্থিতিতে পড়তে হয়না :P :P

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৩

খেয়া ঘাট বলেছেন: ডাঃ মদন তদন্ত করিয়া জানিল যে পার্টি গোটা চারেক গ্লিসারিন সাপোজিটরি পানিতে গুলিয়া খাওয়াইয়া দিয়াছিল।

হাসতে হাসতে হাসতে শেষ

৬| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩১

নিশাচর নাইম বলেছেন: সাপোজিটারি নিয়া আমারো কিঞ্চিৎ মজার অভিজ্ঞতা আছে।৮ বা ৯ এ থাকার সময় তিন-চারদিন জ্বরের কারনে ডাক্তার খালাতো বোন যখন সাপোজিটারী হাতে দিয়া বলল যে বাথরুমে গিয়ে দিয়ে আসতে বলল তখন দ্বিধায় পড়ে গিয়েছিলাম যে এটা দিবে কিভাবে!!! :|| একবার চিন্তা করলাম মালিশ করতে বলল কিনা, আবার চিন্তা করলাম মালিশ করতে বললে বাথরুমে যাইতে কইলো ক্যা!! :|

পরে সকাল অবধি অপেক্ষা কইরা বিকালে সমবয়সী খালাতো ভাই স্কুল থেকে আসার পর জিজ্ঞেস করে জানতে পারলাম সাবোজিটারী কোথায় দিতে হয়... :-&

৭| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫২

গুরুমিয়াঁ বলেছেন: আমার কাছে স্যাটায়ার মনে হচ্ছে, পড়ে মজা পেলুম।

৮| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২২

বটের ফল বলেছেন: কিছু কমুনা, খালি ইমো দিমু- =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :P :P :P :P :P ;) ;) ;) ;)

৯| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৫

সৈয়দ শওকত আলী বলেছেন: হে হে হে @ ৮জনা

১০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:১৭

শূন্য পথিক বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

সৈয়দ শওকত আলী বলেছেন: খ্যাঁক খ্যাঁক খ্যাঁক!

১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

সানড্যান্স বলেছেন: ২য় অভিজ্ঞতাটা আমার এক পেশেন্টের হইছে। আমরা ঢুশ বলি, আপনারাও কি তাই বলেন?

১৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৪

সৈয়দ শওকত আলী বলেছেন: আমরা সাপোজিটরি বলি।

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২

মোঃ মাহমুদুর রহমান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

১৫| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৫

সৈয়দ শওকত আলী বলেছেন: হে হে হে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.