নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ (রম্য)

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১২

নিত্যিদিনের ব্যবহৃত বিএমডব্লু থেকে নামেন স্যুটেড বুটেড সানগ্লাসড জলিল ভাই। নেমেই তার চোখ পড়ে ১ সুন্দরীর ওপর। সুন্দরীর পিছু পিছু তাড়াতাড়ি ১ই লিফটে ঢুকে পড়েন তিনি। সানগ্লাস খোলেন না, কারণ চেহারায় অবুঝ নিষ্পাপ ভাব ফুটিয়ে রেখে ওর ভেতর দিয়ে সুন্দরীর দিকে চেয়ে থাকা যায়। মেয়েটিও স্বপ্নের নায়ককে সামনে দেখে আবেগে উদ্বেলিত হোয়ে ওঠে, পারলে জলিল ভাইয়ের গায়ে পড়ে আর কী। তা অশোভন হবে দেখে আফসোসে সুন্দরী হাত ঝাড়াতে থাকে। জলিল ভাই কিন্তু স্মিতহাস্যে চশমার আড়াল থেকে সবই খেয়াল করেন। লিফট থেকে নেমে গেলেও জলিল ভাই মেয়েটির ওপর নজর রাখেন। আর তাই ত মেয়েটির মোবাইল ব্যালেন্স শেষ হওয়া মাত্র তিনি 'অসম্ভবকে সম্ভব' করে তাকে মুগ্ধ কোরে দিতে হাজির।



গ্রামীণফোন থেকে ৫টাকা ঋণ (যা অবশ্যই পরিশোধ্য) এনে দেন, তবে তখন মোবাইল ঝাড়া দিয়ে ব্যাপারটাতে ১টা জাদুর আমেজ আনেন। বিএমডব্লুর মালিক স্যুটেড বুটেড গ্লাসড মহানায়ক মোবাইলে ৫টাকা এনেছেন- এই পর্বতের মূষিক প্রসবে মেয়েটি যারপরনাই মুগ্ধ হয়। বলে ওঠে- এ ত অসম্ভব!

৫টাকার বিনিময়ে ঐ ডায়লগ শুনে জলিল ভাই নিজেই বিব্রত অনুভব করেন, ভাবেন- বেশি হোয়ে গেল না? মেয়েটির কথার মান রাখতে তাই আচমকা লাফ দিয়ে ১০মি. দূরের ছাদে গিয়ে পড়েন আর পা দেখিয়ে গোটা দশেক নিষ্পাপ (ছাদে ফাইট প্র্যাকটিস করা কী পাপ?) লোককে ছাদ থেকে ফেলে দেন।



এতেও অসম্ভব সম্ভব হয় নি ভেবে জলিল ভাই পায়ের বদলে হাতের আঙুল দিয়ে ধোঁয়া বের করে অসম্ভবকে সম্ভব করেন।



(জলিল ভাইয়ের এডটি আমার প্রিয়। এডটি যতই দেখি ততই কেন মজা বেড়ে যায় তা বিশ্লেষণ কত্তে গিয়ে উপরিউক্ত লুক্বায়িত মজাগুলো বেরিয়ে এল)

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: ওই ফালতু বিজ্ঞাপন গ্রামীণ ফোন এর ভাবতে কষ্ট হয় ।

২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

বিলাসী বলেছেন: বিদেশী ব্যবসায়ি সব বেনিয়ার দল, ওদের দরকার পয়সা, তাই তারা আলোচিত সমালোচিত ব্যাপারে ধার ধারেন না, হউক না সে "ইউ আর পম গানা"।

৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩০

বাধা মানিনা বলেছেন: জাষ্ট লোল বাট মজাক

৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৯

ভিটামিন সি বলেছেন: এইটা দেখলেই আমার মেজাজ বিলা হইয়া যায়। আর বিলা হয় প্রাণ মিল্ক ক্যান্ডির বিজ্ঞাপন যেটাতে দুষ্টু গরুর কার্টুন দেখানো হয়।
ভালো লাগে রবির বিজ্ঞাপন যেটাতে পরিবর্তনের কথা বলা হয়।

৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০৪

সৈয়দ শওকত আলী বলেছেন: হমমমমমম! @ সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত, বিলাসী, বাধা মানি না, ভিটামিন সি

৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪০

রাকীব হাসান বলেছেন: এডটি ডাউললোড করে রাখছি ,
ব্যাপক বিনুদুন !!!!!!!!!!!!!!

৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮

সৈয়দ শওকত আলী বলেছেন: এটা কালেকশনে রাখার মতোই জিনিস!

৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৯

আল ইফরান বলেছেন: আমার কাছেও বেশ মজার মনে হয়েছে অনন্তের এই এডটাকে :D :D ;)

৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫২

সৈয়দ শওকত আলী বলেছেন: তা ত অবশ্যই!!

১০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

দাদুচাচা বলেছেন: এইটা দেখলেই আমার মেজাজ বিলা হইয়া যায়।

এত সুটেট বুটেট বাট মাত্র পাচ টাকা !
ক্যান আরেকটু বেশী দিয়নের কী ক্ষমতা নাই।
তাইলে কী অসম্ভবএর খেইল দেখাইলি ব্যাটা।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৮

সৈয়দ শওকত আলী বলেছেন: সেটাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.