নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

গ্রীক রূপকথা : দেবতাদের স্বেচ্ছাচারিতা আর মানবের জয়গান

০৫ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৮

গ্রীক রূপকথায় দেবদেবীদের যে রূপ দেখা যায়, তা বড়ই লজ্জাকর ও কেলেংকারীপূর্ণ। মানবসুলভ নানা অন্যায় খেয়ালখুশি আর পাপপ্রবণতায় লিপ্ত দেখা যায় তাদের, যদিও তা পাপ বোলে গণ্য করা বা শাস্তি দেয়ার কেউ নেই, কারণ দেবতাদের অভিভাবক টাইটানরা দেবতাদের কাছে পরাস্ত।



বিশেষ কোরে কোনো রূপবতী মানবী কিম্বা গুণবান মানব দেখলে যথাক্রমে দেব দেবীদের আর মাথার ঠিক থাকে না, তাদের সাথে সেক্স কত্তে পাগল হোয়ে ওঠে, তারা রাজি না হোলেই নেমে আসে দেবদেবীর অভিশাপ আর নির্মম শাস্তির খড়গ।



এছাড়াও মানুষের দৈনন্দিন কাজকর্মে আজাইরা ইন্টারফিয়ার করা, ১ মানুষকে আরেক মানুষের ওপর লেলিয়ে দেয়া, ১জনের পাপের শাস্তি আরেকজনের কাঁধে চাপানো তাঁদের নিত্যিদিনের কম্মো।



নির্মম পরিহাস, এহেন দেবদেবীরাই আবার মানুষকে দেয় পাপের শাস্তি।



আমার তাই গ্রীক রূপকথায় সবচে ভালো লাগে যখন যুবক ওটাস দেবতাদের রাণী হেরাকে অপহরণ করে বিবাহের ফন্দি আঁটে, ভালো লাগে যখন দেবী আর্টেমিসকে এফিয়ালটেসের সাথে বিবাহ দেয়ার মতলবে তাকে ধাওয়া করে ওটাস-এফিয়ালটেস ভ্রাতৃদ্বয়, ভালো লাগে যখন অর্ফিয়াসের বীণার সুরে বাহ্যজ্ঞান হারায় দেবতারা, ভালো লাগে যখন রাজা ট্যান্টালাস দেবতাদের আসরে ধোঁকা দিয়ে নরমাংস (যা দেবতাদের জন্য নিষিদ্ধ ছিল) পরিবেশন করে এবং ১ দেবী তা ভুলে খেয়েও ফেলে (বুঝি নে সে কীভাবে দেবী হোল), ভালো লাগে যখন হারকিউলিস গিয়ে পাতালপুরীর পাহারাদার তিনমাথার কুকুর সারবেরাসকে জোরপূর্বক ধরে লোকালয়ে নিয়ে আসে, আর ভালো লাগে যখন করোনিস কিম্বা দাফনির মতো রূপবতী গুণবতী মানবীরা দেবতা ফিবাস এপোলোর প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১

ইলুসন বলেছেন: গ্রীক দেব-দেবীগুলা এক একটা লুইচ্চা!

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৪

সৈয়দ শওকত আলী বলেছেন: ছি ছি ভাই ওভাবে কি বোলতে আছে? @ ইলুসন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.