নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

রিয়েল মেডিক্যাল ট্র্যাজেডি : আপনার 'ডাক্তার' ডাক্তার তো?

০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২৩

আইজকা ১ লোকে আমারে আইন্যা ১টা প্রেসক্রিপশন দেখাইল, তার চর্ম্মরোগের লাইগা জনৈক ডাখতর সাবে নাকি তারে এইটা দিছে।



দেখলাম, তার রানের ২ পাশে টিনিয়া অইছে, কিন্তুক প্রেসক্রিপশন দেইখা সাকাচৌ বইনা গেলাম। অল টাইপস অফ চর্ম্মরোগ কাভার দেওনের ওষুধ ডাখতর সাবে দিয়া দিছে, এন্টিস্ক্যাবিজ, এন্টিএলার্জিক, এন্টিবায়োটিক, এন্টিফাঙ্গাল, এন্টিইনফ্ল্যামেটরি স্টেরয়েড, ভিটামিন হেন তেন...



মানে ডায়াগনসিস এইখানে ফ্যাক্ট না, ডায়াগনসিস যাই ঔক আরোগ্যলাভ সুনিচ্চিত।



ডাখতর সাবরে পুরা ফার্মাকোলজি বই ১ প্রেসক্রিপশনে তুইল্যা দিয়া অল ড্রাগ ক্লাসেজ রিমাইন্ড করাইয়া দেওনের লাইগা মনে মনে পেন্নাম জানাইয়া তাঁর পবিত্র নাম আর ডেজিগনেশনের দিগে চাইলাম-



ডাঃ অমুক

ডি. এম.

(মেডিক্যাল ডিপ্লোমা)



রোগীরে জিগাইলাম- বাই এই ডাখতর সাবের ভিজিট কত?

কয়- ২৩০টিয়া।



মনে মনে ডাখতর সাবের পদধূলি নিলাম কারণ ৫০টিয়া ভিজিট ধার্য কইরা চেম্বার দেওনের কনফিডেন্সও এহনো গেইন করবার পারি নাইকা।



তয় ডাখতর সাবরে তাঁর নজিরবিহীন সততার লাইগ্যা কদমবুচি করলাম মনে মনে, কারণ 'মেডিক্যাল ডিপ্লোমা'রে সরলভাবে এব্রিভিয়েশন করলে 'এম. ডি.' অইয়া যায়, হেই লোভডা ত উনি সংবরণ করছেন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৩

চোখাচোখি বলেছেন: আমার অতি জানা একজন চামড়া ডাঃ আছেন যিনি রিপ্রেজেনটেটিভদের কাছ থেকে সন্তোষজনক উপঢৌকন পেলে প্রত্যেকটি প্রেসক্রিপশনে কিছু একটা লিখবেনই, নিদেন পক্ষে একটা ভিটামিন।

আরো মজার ব্যাপার হচ্ছে তরুনী বা মধ্যবয়সী মহিলাদের পেলে উনার ঈদ হয়ে যায়। :P এদের মুখের সামান্য দাগের বা গোটার জন্য বিদেশী কোম্পানীর খুব দামী দামী প্রডাক্ট লিখে দেন সেই সাথে বলে দেন ১ মাস ব্যবহার করার পর লেজার ট্রিটমেন্ট করার জন্য। ব্যাটা ভাল করেই জানে মেয়েরা মুখের দাগ এর ব্যাপারে আপোষহীন। ;)

২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৭

মোমেরমানুষ৭১ বলেছেন: এ সমস্ত কথিত ডাক্তারদের ব্যপারে এখনই সোচ্চার হতে হবে

৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪

এম আর ইকবাল বলেছেন: পাড়ার এমবিবিএস ডাক্তারের কাছে ওযুধ খেতে খেতে পেটে ওযুধ গাছ হবার যোগাড় । প্রফেসারের কাছে গেলে উনি বললেন কোন ওযুধ খাওয়া লাগবে না । শুধু জীবন যাত্রার স্টাইলটা চেঙ্জ করেন । তাতেই সব ভাল । কি বলবেন ?

৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:০৭

সৈয়দ শওকত আলী বলেছেন: আমাদের ভালো ও যোগ্য ডাঃ চিনতে হবে। আমার মনে হয় এর ১টা ভালো উপায় পরিচিত কোনো মেডিক্যাল স্টুডেন্টের শরণাপন্ন হওয়া।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.