নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

ট্রেইন কমেডি/ট্র্যাজেডি- ২ (রম্য)

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪৭

লোকাল ট্রেইনে বাড়ি যাইতাছি। এই ট্রেইন ১ আজব জাগা। সবচে মজা অইল ভাড়া লইয়া যাত্রী আর এটেনড্যান্টের কথা কাটাকাটি-



১.

- ভাড়া দেন।

- কিয়ের ভাড়া!?

- যাওনের।

- পতিদিন ভাড়া ছাড়া যাই আইজকা তুমি কই থাইকা যুধিষ্ঠির আইলা?

(এটেনড্যান্ট নকড আউট!)



২.

- কই যাইবেন?

- আখাউড়া। টিকেট দেও।

- নেন। টিয়া দেন। ...কী অইল আর ৩০টিয়া কই?

- আর টিয়া নাই।

- আগে কইলেন না? এহন যে টিকেট কাইট্যা হালাইছি এহন ৩০টিয়া কি আমি ভরমু? টিয়া ছারা গারিত উঠেন ক্যা?

- আরে মিঞাঁ তুমি আগে কইলা না ক্যা টিকেটের দাম কত? দাম না কইয়া টিকেট কাটলা কা?

(এটেনড্যান্ট বোল্ড আউট)



৩.

- ভাড়াটা?

- ইস্টাফের লোক।

- কোন্ ইস্টাফ?

- আছে।

(এটেনড্যান্ট যাওনের পরে বাটপারটায় চৌখ টিপে)



৪.

- দেখি ভাড়া দেন!

- নে!

- আরো ২০টিয়া...

- ঐ ব্যাটা পতিদিন ১০টিয়া দা যাইতাছি! চিনছ্ আমারে?

- ভাই এই যে দেহেন ভাড়ার চার্ট, নিজেই দেহেন আপনের ভাড়া কত?

- আরে রাখ্ তর চার্ট, তর চার্টের মারে আমি ৩বার বিয়া করি!!

(ভয়ে পলায় এটেনড্যান্ট! এরপরে মস্তানটায় সবের দিগে চাইয়া বাহাদুরের হাসি হাসে)



শ্যাষমেষ, রেলখাতে বেবাক লসের দোষ অয় সরকারের!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪২

ঢাকাবাসী বলেছেন: রেলের যে পরিমান যাত্রী টিকিট কাটে সেটাই রেলকে লাভবান করার জন্য যথেষ্ঠ। বেশি বলবনা খালি রেলের কেনাকাটায় আর ভিতরের চুরিটা দুণীতিটা বন্ধ করেন দেখবেন রেলে লাভই লাভ। অর্ধেক যাত্রী মাগনা গেলেও লস হবেনা।

২| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৪৭

হাতীর ডিম বলেছেন: শ্যাষমেষ, রেলখাতে বেবাক লসের দোষ অয় সরকারের!

ভাল বলছেন

৩| ২৫ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫

সৈয়দ শওকত আলী বলেছেন: হমমমমম! @ ঢাকাবাসী
হে হে হে। @ হাতীর ডিম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.