নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

মূর্খ ডাক্তারসমাজ : সব রোগেই প্যারাসিটামল?

২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:২২

কালকে কাকতালীয়ভাবে আমার মেসের ৫জন বর্ডার রোগী হোয়ে পড়ে, হোয়ে ৫জনাই আমার শরণাপন্ন হয়।



১ম জন : ভাইজান আমার ত গা গরম অইছে। লগে শরীলডা ম্যাজম্যাজ করতাছে।

২য় জন : আইজকা ব্যাডবেন্টন খেলবার গেছিলাম। গর্জনাত দুখ পাইছি। অক্ষণে গর্জনাডা বহত বিষ করতাছে।

৩য় জন : কয়দিন ধইরা পশ্চাদ্দেশে ছুডু ফুড়ি অইছে, খুবৈ বেদনা আর তাপ উঠছে।

৪র্থ জন : ভাই রে আমার ত মাথাত মৃগেন বাসা বানছে। এহন ত ভাই মৃগেনে আমার মাথাডা ছিরা ফালাইতাছে।

৫ম জন : হেই ডাঃ মাজাব্যথা আমার পুরান বন্ধু। মাঝেমইধ্যে রাগ কইরা মাথাচাড়া দেয়। আইজকা মাথাচাড়া দিছে। কী করি?



৫জনকে অষুধ দিলেম। কিন্তু ৫জনেরই প্রেসক্রিপশনে প্যারাসিটামল কমন পড়ায় তাদের মধ্যে হাস্যরস সৃষ্টি হোল এবং তারা আমার যোগ্যতা নিয়ে সন্দিহান হোয়ে পড়ল। ১জন আরেকজনের দিকে তাকায়ে সমস্বরে বোলে উঠল : আরে ডাঃ সাব ত ঐ এডভেটাইজের মতো, সব বেরামেই পারাসিটামল দেয়। হো হো হো।



মনে পড়ে গেল কোনো ১ অশিক্ষিত, ন্যূনতম চিকিত্সাজ্ঞানহীন বিজ্ঞাপননির্মাতার সেই বিজ্ঞাপনচিত্রটির কথা, যা সে সংখ্যাগুরু ডাঃবিদ্বেষী জনতার মনজয়ে সফলভাবে ব্যবহার কোরেছিল।



বোললাম- ভায়ারা হুনেন, ভেরাইটিজ অষুধ খাইতে চাইলে অষুধের দোকানদারের কাছে যান, খালি জ্বরের লাইগাই ৫টা অষুধ দিয়া দিব। আমি ডাঃ, অষুধের দোকানদার না। পারাসিটামল অইল জ্বর আর ব্যথার অষুধ। আপনেরা ৫জনের ৫জনেই যদি জ্বর ঘাড়ব্যথা মাজাব্যথা পাছাব্যথা লইয়া আইতে পারেন, আমিও ৫জনরেই পারাসিটামল দিবার পারি। আসল ব্যাপারটা অইল রুগীগো ৭০-৮০ ভাগেরই উপসর্গে জ্বর বা ব্যথা থাকে। কাজেই ৫জন ক্যা, জ্বর বা বেদনা লইয়া ১০০জন আইলেও ১০০জনের পেসকিপশনেই পারাসিটামল থাকব। বুচ্ছি?

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৭

সুস্মিতা শ্যামা বলেছেন: হা হা হা। আপনার দুরবস্থা দেখে না হেসে পারলাম না, ভাইয়া। আপনি বিরক্ত হয়েই হয়তো লিখেছেন। কিন্তু লেখার স্টাইলটা ভীষণ মজার হয়েছে।

২| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৮

জনাব মাহাবুব বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/159155/small/?token_id=d6ad9ba1879ecd0583d176bd19f72041


;) ;) ;) ;) ;) ;) ;) ;)

৩| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

জনাব মাহাবুব বলেছেন:

৪| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১০

অনিক্স বলেছেন: common problem. bondhubandhob phn kore eta-ota jante chay. sobaike common uttor: paracetamol kha.
birokto hoye akhon r tamon keu phone dey na :p

৫| ২০ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৪

সৈয়দ শওকত আলী বলেছেন: হে হে হে @ সুস্মিতা শ্যামা, জনাব মাহাবুব।
সেটাই @ অনিক্স।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ সকাল ৭:৪২

ইলুসন বলেছেন: সি টি এন বইলা দিয়েন পরের বার।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৯

সৈয়দ শওকত আলী বলেছেন: হে হে হে @ ইলুসন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.