নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

FACEBOOK : shawkat.somc

সৈয়দ শওকত আলী

একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্‍ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।

সৈয়দ শওকত আলী › বিস্তারিত পোস্টঃ

*এসো বিকাশ (bKash) প্রতারণা শিখি*

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৬

প্রশিক্ষক / প্রতারক: একুশে টেলিকম এন্ড ভেরাইটিজ স্টোর, বিশ্বনাথ রোড, রশিদপুর, সিলেট

বিকাশ এজেন্ট নাম্বার : 01776756382



৫/৪/১৪, বিকাল আনুমানিক ৫:০০



ঢাকা থেকে ৪২০০টাকা আসবে, হাইওয়ের পাশে ঐ বিকাশ সেন্টার দেখে যাই টাকা তুলতে। দোকানী হিরোইঞ্চি চেহারার ১ যুবক। ১০টি ফোননাম্বার লেখা ১টি কাগজ আমার সামনে মেলে ধরে ৪র্থ নাম্বারটি (01671229636) ঢাকায় পাঠাতে বলে হিরোইঞ্চি। পাঠাই। মেসেজ আসে।



কিছুক্ষণ মোবাইল টেপাটেপি করে হিরোইঞ্চি বলে- আপনে ত ভালামানুষ বইলা মনে অয় না, টাকা না আনাইয়াই টাকা নিতে চান। করেন কী?



কথা শুনে চমকে উঠি। বলি- আমি ওসমানী মেডিক্যালের ডাঃ। হয়েছে কী?



বলে- মেসেজ আইছে ঠিকঐ, টাকা ত আসে নাইকা। ফেইক মেসেজ দেওন কই থাইকা শিখছেন?



আমায় মেসেজ ও তার বিকাশ ব্যালেন্স দেখায়, তার কথা ঠিকই, ৪২০০ টাকার মেসেজ এসচে কিন্তু ব্যালেন্স ৯৬৭টাকা। ৫-৬বার কল দিই ঢাকায়, তারা ১০০% কনফার্ম করে, ট্রানজেকশন কোড পাঠিয়ে দেয়। পড়ি মহাফাঁপড়ে।



আমি বিকাশ হেল্পলাইন 16247এ কল দিতে চাই, হিরোইঞ্চি বাধা দিয়ে বলে- না না আপনে কল দিয়েন না, দারান আমি বিকাশ ম্যানেজাররে কল দেই।



আল্লাহই জানে কাকে কল দেয় সে, কথা শেষে জানায়, আজকে এই ম্যানেজার ছুটিতে, হেল্প করতে পারব না।



বলি- এখন উপায়?



বলে- আপনে ঢাকার দোকান থাইকা টাকা ব্যাক নেওয়াইয়া অন্য জাগা থাইকা ছারান।



বলি- ঐ এজেন্ট টাকা পাঠিয়ে দিয়েছে বলছে, সে এখন টাকা ব্যাক দেবে?



হিরোইঞ্চি বলে- তাইলে ত আমার আর কিচ্ছু করার নাই।



হিরোইঞ্চির তীব্র আপত্তি সত্ত্বেও কল দেই 16247এ। ম্যানেজার সাহেব কমপ্লেইন শুনে বলেন- যে এজেন্টের কাছে টাকা এসচে তার এজেন্ট নাম্বার থেকে এখুনি আমাদের কল দিতে বলেন।



হিরোইঞ্চি তা করতে সোজা অস্বীকৃতি জানায়, তবে ধরা খাওয়া সমাগত দেখে পিঠ বাঁচানোর জন্য আবার কিছুক্ষণ মোবাইল টেপাটেপি করে জিহবা কামড়ায়, বলে- ওহহো মিসটেইক হয়া গেছে।



বলি- কী?



সে তার ১০টি ফোননাম্বার লেখা ঐ কাগজটি দেখিয়ে বলে- আপনেরে আমি লাস্ট নাম্বারটা ঢাকায় দিতে কইছিলাম না?



বলি- না তো, ৪র্থটা দিতে বলেছেন। ১০০% সিউর।



বলে- ওহ দেখেন মিসেটেইকটা এইখানেই হইছে। আমার এই মোবাইলটা ডুয়াল সিমের, ঐ কাগজের ৪র্থ আর ১০ম সিম দুইটা এই মোবাইলে ভরা আছে। আপনে টাকা আনাইছেন ৪র্থটাতে, কিন্তুক আমি ত এতক্ষণ ব্যালেন্স চেক করতাছি ১০ম টার। ওহ ছরি।



বলি- এটা আপনার ব্যবসা, আপনি এই মিসটেইক করেছেন আর এতক্ষণ ধরে বুঝতে পারেন নি, বিশ্বাস করলাম না।



রেগে গিয়ে বলে- অই মিঞাঁ আঙুল দেখাইয়েন না। টাকা দিতাছি নিয়া ফুটেন।



চোরের মার বড় গলা আর কী। কিন্তু অচেনা জায়গা, দেখা যাবে চোরের কয়টা মাসতুতো ভাই জুটে গেছে, শেষটায় আমাকেই বেইজ্জত হয়ে ফিরতে হবে। টাকা নিয়ে চলে আসি। বিকাশ হেল্পলাইনে জানাই, তারা দায়সারা জবাব দেয়। ১জন পুলিশের সাথে কথা বলি, সে জানায় প্রমাণ ছাড়া কিছু করার নেই। কী আর করা, সত্যিই তো আমার কাছে কোন প্রমাণ নেই। চোর কি আর প্রমাণ রেখে চুরি করে? প্রমাণের অভাবে এভাবেই ভুগে যাই আমরা। শেষে হয় চোর কি জয় আর চোরের মার বড় গলা। আর এভাবেই আমার ঝুলিতে জমা হয় বিকাশ প্রতারণা প্রশিক্ষণ, সার্টিফিকেট নেই- এই যা।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪

ধুসর আলো বলেছেন: শুনে শিক্ষা নিলাম

২| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৫৪

ধুসর আলো বলেছেন: শুনে শিক্ষা নিলাম

৩| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০২

দালাল০০৭০০৭ বলেছেন: B:-) B:-) B:-) জানিয়ে ভাল করলেন।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০২

ইউনুস আহমেদ কোমল বলেছেন: ভাই এটা এখন অহরহ ঘটছে। আমাদের মত সাধারণ জনগণ এখন ওদের ব্যবসায় মূল টার্গেট!

৫| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৩

পথহারা নাবিক বলেছেন: এইটা কি কইলেন!!

৬| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৮

মদন বলেছেন: :-/

৭| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:৪১

ঢাকাবাসী বলেছেন: দুনিয়াতে সবচাইতে দুর্ণীতিবাজ দেশ বাংলাদেশ, সবচাইতে চোর চোট্টা ব্যাংকিং বাংলাদেশে! জঘন্যতম পুলিশ বাহিনী বাংলাদেশে। ব্যাংকের এমডি বোর্ড সদস্যরা চুরি করছে জেনেও কেউ কিছু বলছেনা, কি হবে? বিকাশও তো একটা ব্যাংকের শাখা প্রতিষ্ঠান!

৮| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৮

পান্থজ০০৭ বলেছেন: ধন্যবাদ ভাই। কাজে লাগবে আশা করি।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:১৯

ত্ানজীর বলেছেন: বিকাশ নিয়ে প্রতারণার কথা আর অনেকেই বলেছেন।এটা আমাদের এড়িয়ে চলা উচিত।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৫

নাভিদ আরমান শিফাত বলেছেন: ধন্যবাদ এমন অভিজ্ঞতা শেয়ার করার জন্য

১১| ০৬ ই এপ্রিল, ২০১৪ রাত ১:৫৭

উদাস কিশোর বলেছেন: সেইম ঘটনায় দোকানদার রে ধইরা প্যাদানি দিছি ।
আমার ৯০০০ টাকা লামঝাম কইরা দিতে লাগছিলো ।
ব্যাপক আকারে তর্ক করতেছিলো ,হারামজাদা আমারে চোর ,চিটার কইছিলো ।
পরে ওর বিকাশের ফোন কাইরা নিছিলাম । প্যাদানি খাইয়া টাকা দিয়া দিছিলো

১২| ০৬ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:৪৪

সৈয়দ শওকত আলী বলেছেন: সবাইকে ধন্যবাদ। আমরা সোচ্চার না হলে অমনটা ঘটতেই থাকবে। আর কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে হয়তো বিকাশ ইউজ বন্ধ করা ছাড়া আমাদের গতি থাকবে না।

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৯

আরফহোস বলেছেন: Apni to murkher moto kaj korsen. nijer mobile thakte manuser mobile account use korsen. banker sathe nije akta account khulun (ucash/dbbl) voganti hobena asha kori

১৪| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:০২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: বিকাশ করেন কেন ভাই? জানেনইতো এইটার এই অবস্থা।

১৫| ০৬ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০২

সৈয়দ শওকত আলী বলেছেন: ঠিক আছে @ আরফহোস
আর করব না @ নকশী কাঁথার মাঠ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.