![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন আমি হব অস্তিত্বহীন। কিন্তু আমার মানসসন্তানেরা চুপটি করে ঘাপটি মেরে পড়ে থাকবে আমার লেখনীর মাঝে। হয়তো কেউ দেখবে না তাদের, হয়তোবা কেউ কৌতুহলী হয়ে দেখবে কখনো। আর আমার সন্তানেরা, হয়তো অপাংক্তেয়, হয়তো কুলাঙ্গার, তবে তারা ঠিকই চিরকাল তাদের শরীরে বহন করে চলবে তাদের পিতার নাম- একদা অস্তিত্ববান যার মস্তিষ্কে বিদ্যুত্ স্পন্দন খেলে খেলে জন্ম হয়েছিল তাদের।
আজ নাকি কলাম্বাস ডে। ১৪৯২ সালের অক্টোবরের ২য় সোমবার ইটালিয়ান পর্যটক কলাম্বাস আমেরিকা আবিষ্কার করেন।
তবে তাঁকে নৌবিহার নিয়ে ভ্রমণের ফান্ড কেউ দিতে চাচ্ছিল না, শেষমেষ তার প্রলোভনে ভুলে ফান্ড দেন স্প্যানিশ রাণী ইসাবেলা।
কলাম্বাস ইসাবেলাকে বোঝাতে সক্ষম হন যে উনি এশিয়া গিয়ে সোনাদানা হীরা জহরত মণিমুক্তা আর মসলা এনে রাণীকে ভাসিয়ে দেবেন।
যাক গে, সমুদ্র ভ্রমণে বেরিয়ে এডমিরাল কলাম্বাস এশিয়ার রাস্তা আবিষ্কার করতে গিয়ে ভুলে চলে যান আমেরিকায়। তবে উনি ভাবেন এটাই এশিয়ার ইন্ডিয়ান এলাকা। তাই আমেরিকান অধিবাসীদের উনি ইন্ডিয়ান বলে আখ্যায়িত করেন, যা আজও প্রচলিত। কিউবাকে চীন এবং হিস্পানিয়লকে উনি জাপান বলে দাবি করেন।
কলাম্বাস চতুর, স্বার্থপর, অত্যাচারী মানুষ ছিলেন। আমেরিকা নেমেই উনি আমেরিকানদের বলপ্রয়োগে দাস বানিয়ে নেন। তাদের মূল্যবান সম্পদ দখল করেন। এবং প্রশাসন নিজ হাতে নিয়ে নেন। সহজ সরল আমেরিকানরা এসব বুঝতে পারে নি।
কিছুদিন পর স্পেন গিয়ে ইসাবেলাকে কলাম্বাস জানান উনি এশিয়ার রাস্তা আবিষ্কার করে ফেলেছেন। আর কিছু মূল্যবান জিনিস গিফট করেন। খবরটা ইউরোপে ছড়িয়ে পড়লে ইউরোপ থেকে দলে দলে মানুষ আমেরিকা ঘাঁটি গাড়তে যাওয়া শুরু করে। আমেরিকান বলতে আমাদের চোখে যে শ্বেতাঙ্গরা ভেসে ওঠে, তারা সবাই মূলত ইউরোপিয়ান।
ইউরোপিয়ানদের ব্যাপক আগমনে অরিজিনাল আমেরিকান, যারা ১৫০০০ বছর ধরে আমেরিকা বাস করছিলেন, তারা হয়ে পড়েন সংখ্যালঘু এবং দাস গোত্র। কলাম্বাস ও ইউরোপিয়ানরা দাবি করে, আমেরিকানরা আদিম বর্বর অসভ্য অশিক্ষিত, ওদের দেশ পরিচালনার যোগ্যতা নেই, আমরাই আমেরিকা পরিচালনা করব।
কলাম্বাসের অত্যাচার ও নিষ্ঠুরতা চরমে পৌঁছলে তাঁকে এক পর্যায়ে তার নিয়োগকারী স্প্যানিশ কর্তৃপক্ষ প্রশাসক পদ দেখে পদচ্যুত করে স্পেনে নিয়ে জেলে ভরে। পরবর্তীতে ছাড়া পেলেও তাঁকে গুরুত্বপূর্ণ কোন পদ আর দেয়া হয় নি।
ততদিনে যদিও অনেকে বুঝে গিয়েছিল ঐটা এশিয়া নয়, আমেরিকা, কিন্তু কলাম্বাস সর্বদা দাবি করে গেছেন উনি ইউরোপ টু এশিয়া সামুদ্রিক রুট আবিষ্কারক।
কলাম্বাসের আমেরিকা আবিষ্কারে ইউরোপ আমেরিকা হয়তো লাভবান হয়। তবে নেটিভ আমেরিকানরা নিজেদের ভূমিতে হয়ে পড়েন সংখ্যালঘু উপজাতি দাসগোত্র। ইউরোপিয়ানরা সেখানে তাদের চিরাচরিত ডায়লগ ‘গণতন্ত্র’ কিংবা ‘আইনের শাসন’ প্রতিষ্ঠার দাবি করলেও অরিজিনাল আমেরিকানরা নিজ দেশে ভোটের অধিকার পান শত শত বছর পরে-১৯২৪ সালে।
যেহেতু আমেরিকাতে সেই ইউরোপিয়ানরাই আজও সংখ্যাগরিষ্ঠ, তারা কলাম্বাসের আমেরিকা অবতরণ স্মরণ করে উদযাপন করে কলাম্বাস দিবস। তবে আমেরিকার জ্ঞানী বিবেকবান কিছু মানুষ এই দিবসকে ‘নেটিভ আমেরিকান ডে’ করার পক্ষে। আমেরিকার কয়েকটি স্টেইটে এই দিবসকে নেটিভ আমেরিকান ডে হিসাবেই পালন করা হয় বর্তমানে।
২| ১৭ ই অক্টোবর, ২০২১ দুপুর ১:৩৩
সৈয়দ শওকত আলী বলেছেন: ঠিক তাই
©somewhere in net ltd.
১|
১২ ই অক্টোবর, ২০২১ সকাল ১০:৩০
বিটপি বলেছেন: রাজা ফার্দিনান্দ তখন মুসলিম বিতাড়নের মহান দায়িত্ব নিয়ে আন্দালুসিয়ার রাজধানী গ্রানাডাতে অবস্থান করছিলেন। সেই সুযোগে কলাম্বাস সহজ সরল রাণী ইসাবেলাকে ভুলিয়ে ভালিয়ে ফান্ডিং আদায় করেন। রাজা ফার্দিনান্দ স্পেনে থাকলে কিছুতেই ফান্ডীং করতেন না। তহবিল তছরুপের দায়ে পরবর্তীতে রাজা ফার্দিনান্দ কলাম্বাসকে আদালতের কাঠগড়ায় দাঁড় করান।