![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নরমাল মানুষের রেঞ্জেই পড়ি। সময়ে অসময়ে পাগলামি করি। পাগলামি করতে ভালো লাগে। সবাই পাগলামি করতে জানেনা।
হ্যাঁ ভালোই আছি আমি
রোজ ঘুম ভাঙ্গে ৮টায়।
মুঠোফোন হাতে নিয়ে দেখিনা
তুমি খোঁজ নিয়েছো কিনা।
আমার সকাল শুরু হয়
শহরের সব মানুষে্র ভীড়ে,
যেখানে আলাদা করে কাউকে চেনা যায়না।
ব্যস্ত কি না? হ্যাঁ বলতে পারো
ক্লাস, আড্ডা, বই খাতা খুলে বসে থাকা,
বারান্দায় কিছুটা সময় একাকীত্বে
রাত গভীর হওয়ার আগে
আমার রুমের বাতি নিভে।
অতটা পাল্টাইনি, যতটা ভাবছো
মোড়ের দোকানের চা-সিগারেট
এখনো আমাকে সঙ্গ দেয়।
আর ভাবি, জীবন তো এর চেয়েও বেশী এলোমেলো
সবার না হয়তো, হয়তো শুধুই আমার।
জানতে চাও মনে পড়ে কিনা?
উত্তর দিব, পড়বেনা কেন?
তবে আগের মত অনুভূতি হয়্না
তুমি আর সবার মতন
এই যে দেখো এতকিছু বললাম
অথচ, জিজ্ঞেসও করিনি, তুমি কেমন আছো?
১৫ ই মে, ২০১৩ রাত ৩:১২
শাওণ_পাগলা বলেছেন: কালকে অফ ডে আছে!
২| ১৫ ই মে, ২০১৩ ভোর ৫:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন:
+++
১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৪
শাওণ_পাগলা বলেছেন: ধন্যবাদ
৩| ১৫ ই মে, ২০১৩ ভোর ৬:০২
হাসান মাহবুব বলেছেন: ++
১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৫
শাওণ_পাগলা বলেছেন: ধন্যবাদ
৪| ১৫ ই মে, ২০১৩ সকাল ৮:১৫
ধূসর সপ্ন বলেছেন: Valo Laglooo
১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৫
শাওণ_পাগলা বলেছেন: ধন্যবাদ
৫| ১৫ ই মে, ২০১৩ সকাল ১০:৪৯
shfikul বলেছেন: +++
১৫ ই মে, ২০১৩ বিকাল ৪:৪৫
শাওণ_পাগলা বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই মে, ২০১৩ রাত ৩:০৫
ত্রিভুবন বলেছেন: তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন ৮ টায় উঠতে হবে..