| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হা...হা...হা...
ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।
![]()
ঈদ উপলক্ষে বিভিন্ন চ্যানেল গুলোতে ভাল কিছু লাইভ গানের অনুষ্ঠান দেখানো হয়। রাত জেগে কিছু কিছু অনুষ্ঠান দেখেছি এবং দেখছি। আজ বৈশাখি টিভিতে এলআরবির লাইভ শো চলছে। একটু আগে রাত ১টার খবরের বিরতি দেয়ার পর ঘুরতে ঘুরতে একুশে টিভিতে গিয়ে দেখি মিলার গান হচ্ছে। মিলাকে তার অদ্ভুত পোষাক আশাক এবং অদ্ভুত গানের জন্য আগে থেকেই দুচোখে দেখতে পারতাম না। আজ যা দেখলাম তাতে করে পুরাই বমি করার উপক্রম হলো। অশ্লীলতার একটি সীমা আছে। আজ সে গান গাইছে মিনি স্কার্ট পরে। সেই সাথে বিশ্রী অঙ্গভঙ্গি করে দেহ দোলানো তো আছেই। দেশটার যে কি হইল।![]()
এই চক্রটি যেভাবে অশ্লীলতা ছাড়ানো শুরু করেছে তাকে করে খুব নিকট ভবিষ্যতেই হয় তো টিভিতে তাদের কে বিকিনি পরা অবস্থায় দেয়া যাবে। এই কুরুচির মহামারি থেকে কি মুক্তি পাব না?
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৬
হা...হা...হা... বলেছেন: কুটি টাকা দামের প্রশ্ন। কিন্তু জবাব নাই। ![]()
২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৫
সৃষ্টি রওনক বলেছেন: বুঝতে পারলাম, মিলার আপনার কাছ থেকে ড্রেস নিইয়ে বুদ্ধি না নেওয়া টা বিশাল বড় ভুল হইছে। সমস্যা নাই, আমি মিলা রে ফোন কইরা এখনি বলতাছি আপনারে ফোন দিবার লাগি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৭
হা...হা...হা... বলেছেন: কিছু কুরুচিপূর্ণ ভক্ত আছে বলেই তারা এই গুলো করার সাহস পায়।
৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৬
মুরুববী বলেছেন:
মিনি স্কার্টে খারাপ কি আছে বুঝলাম না। হেতো মিনি স্কার্ট পইরা চার্চে যায় নাই, পপ গায়িকা স্কার্ট পরলে ক্ষতি কি ?
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৯
হা...হা...হা... বলেছেন: আমাদের দেশ, কৃষ্টি, সংস্কৃতির সাথে এগুলো যায় না। সেটা বোঝার মাথা যদি সবার থাকত তবে এমন প্রশ্ন করত না।
৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৮
নষ্ট ছেলে বলেছেন: ইমুন কাউয়া কন্ঠী গায়িকা দর্শক টানার জন্য আর কি করতে পারত ?
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২০
হা...হা...হা... বলেছেন: কিছু খাটাইশ পুলাপান খাটাইশ গায়িকার শরীর দেখার জন্যই আসলে ফালফারে।
৫|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২০
রাজীব দে সরকার বলেছেন: প্রোগ্রামটা তো দেখছেন মনে হয়, আমরা দেখি বলেই তো ওরা পড়ে...
আমরা দেখি, দেখে ছি ছি করি, আবার ব্লগেও লিখি ...
দোষটা তো আমাদেরই...
যে পড়ছে পরুক, আমি না তাকালেই তো হলো... :-<
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২২
হা...হা...হা... বলেছেন: জি না ভাই। বৈশাখি তে বিরতি দেয়ার পর একুশে গিয়ে মিনিটখানেক দেখলাম। এখন আবার বৈশাখী দেখছি। এলআরবি গান করছে।
৬|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২০
মিটুলঅনুসন্ধানি বলেছেন: বিকিনি......হি হি হি।।।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২২
হা...হা...হা... বলেছেন: ![]()
৭|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২২
মুরুববী বলেছেন:
লেখক বলেছেন: আমাদের দেশ, কৃষ্টি, সংস্কৃতির সাথে এগুলো যায় না।
অ ![]()
আমাদের দেশ, কৃষ্টি, সংস্কৃতির বিষয়টা মাথায়ই আসে নাই। এখন কি হপে ?
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৭
হা...হা...হা... বলেছেন: ল্যামচুস চোষা হবে। গান শুনে প্রান জুড়ানোর কথা তা না হয়ে শরীর গরম হবে। পুলাপান টয়লেটে গিয়ে শরীর শীতল করে আসবে। মিলার গানের এই হলো মাজেজা। শুনতে খারাপ লাগলেও সত্য।
৮|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৬
কবির চৌধুরী বলেছেন: মিলার গান
মিনির নিচে মুজার মতন কালা কি জানি পরা আছিল
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩০
হা...হা...হা... বলেছেন: ![]()
৯|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৯
শাহেদ_আহমেদ বলেছেন: অখচ কিছু ডিজুসরা এদেরকেই আইডল হিসেবে মনে করে
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩২
হা...হা...হা... বলেছেন: যাদের বিবেক বুদ্ধি হাঁটুর নিছে চলে গেছে তারাই এদের ভক্ত।
১০|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪৪
শাহরিয়ার নাহিদ বলেছেন: পড়ুক না ক্ষতি কি?
যারা গান বুঝেনা তারা গান দেখুক।
সবার বিনোদন দরকার আছে।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৫৯
হা...হা...হা... বলেছেন: হুমম... অসুস্থ মানসিকতার মানুষের শিল্পী।
১১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪৫
নিশম বলেছেন: দোলা দে , দোলা দে দোলা দেরে পাগলা দোলা দেরে !!!!!
সব দুলাইতে থাকে !!! আর সে দুলুনিতে তার ভক্তরা দুলতেই থাকে !!!! দুলতে দুলতে কখন যে সব দোদুল্যমান হয়া কাপর ভিজে যায় , বুঝেনা। ফাউল ১টা মেয়ে। জনসম্মুখে থাবড়ানো দরকার
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০০
হা...হা...হা... বলেছেন: সহমত।
১২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪৫
দারুচিনি বলেছেন: ল্যামচুস চোষা হবে। গান শুনে প্রান জুড়ানোর কথা তা না হয়ে শরীর গরম হবে। পুলাপান টয়লেটে গিয়ে শরীর শীতল করে আসবে। মিলার গানের এই হলো মাজেজা। শুনতে খারাপ লাগলেও সত্য। ![]()
![]()
![]()
উওর নিজেই দিয়ে দিলেন ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০১
হা...হা...হা... বলেছেন: ![]()
১৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪৬
রিজওয়ান খান বলেছেন: আমরা সকলে দেশের সংস্কৃতিকে ভুলে পশ্চিমা দেশের অনুসরণ করছি। আমাদের মসজিদের নিজেই অশ্লিল ছবির সিডি বিক্র হচ্ছে, আমাদের সরকার আমেরিকার পিট্ঠু, নিজেরা মুসলমান কিন্তু ইসলামের আসল স্তম্ভ হতে জাহিল, পরিবেশকে আমরা ন্যাংটা করে রেখেছি। আজ মুসলিম দেশগুলী নামে খালি ইসলামী দেশ বাকি সব শয়াতানীর আশ্রয়। বলব কি ভাই আমরা কোরআনকে বুঝি নেই, অজু জানি না নামাজ তো দুরের কথা, ঈদ বকরা ঈদটা না গেলে নয় তাই ঈদগাহতে গিয়ে হাজরে দিয়ে আসি। আমরা মুসলিম হয়ে সব কিছু খিষ্ট্রান ও ইহুদীদের সুন্নতে চলছি, খাওয়া দাওয়া, চাল চলন, পোষাক আষাক, ভাষা ক্যালচার তাদেরকে আমারা নিজের জীবনের মডেল মনে করেছি। পবিত্র কোরআন হযরত রসূল (স.)কে সারা বিশ্বের আদর্শ বানিয়েছে। আর আমরা আমেরিকার ও ইসরাইলের অনুসরণ ও অনুকরণ করছি তাই আমাদের ভাইদের কাছে ওই পোষাক আষাক অঙ্গ ভঙ্গি সাধারণ হছে গিয়েছে।
আরে ভাই দোষ আমাদের সরকারের কেন ইসলামী আইন চালু করে না। কেন এ বেপর্দা? কেন বালক বালিকাদের একত্রে পড়া শনা? কেন পর পরুষের সাথে ইসলাম বিরোধী সম্পর্ক? কেন আমাদের বাড়ির কর্তাদের উচিৎ শিক্ষা দেইনি যে যখন আপনাদের গৃহের মহিলা ঘরথেকে বের হবে নিজের সমস্ত শরীরকে সুন্দর ভাবে ঢেকে রাখবে চুল বাহিরে যেন দেখা না যায়, এবং.......
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০২
হা...হা...হা... বলেছেন: !!
১৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫২
নিশাচর নাইম বলেছেন: বড়ই চিন্তিত।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৩
হা...হা...হা... বলেছেন: ![]()
১৫|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫৯
ঊষালগ্ন হুতাশন বলেছেন: রিজওয়ান খান বলেছেন: আরে ভাই দোষ আমাদের সরকারের কেন ইসলামী আইন চালু করে না। কেন এ বেপর্দা? কেন বালক বালিকাদের একত্রে পড়া শনা? কেন পর পরুষের সাথে ইসলাম বিরোধী সম্পর্ক? কেন আমাদের বাড়ির কর্তাদের উচিৎ শিক্ষা দেইনি যে যখন আপনাদের গৃহের মহিলা ঘরথেকে বের হবে নিজের সমস্ত শরীরকে সুন্দর ভাবে ঢেকে রাখবে চুল বাহিরে যেন দেখা না যায়, এবং.......
....... আপনি আফগানিস্তান অথবা ফাকিস্তান যায়া এচলামী জোশে শহীদ হইয়া বেহেস্তে ঢুইকা মাল খায়া টাল হয়া হুর-পরী পোন্দান। আপনে বাংলাদেশে কি করেন?
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৪
হা...হা...হা... বলেছেন: এভাবে বলতে নেই।
১৬|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০৩
বুদ্ধিজিবী বলেছেন: মিলা গায়িকা !! আমি তো মনে করতাম উনি cheerleader খেকয্...।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৪
হা...হা...হা... বলেছেন: ![]()
![]()
১৭|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২১
মেঘ বালকের কথা বলেছেন: ও আসলে কোনো গায়িকা না। শরির প্রদর্শন না করলে কে ওর বেসুরা গান শুনবো? বেসিকালি ও এখনকার সময়ের একজন গুনহীন নর্তকি মাত্র।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৫
হা...হা...হা... বলেছেন: সহমত।
১৮|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:২৩
অনিখট বলেছেন: আমাদের আবার সংস্কৃতি
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৭
হা...হা...হা... বলেছেন: কি বোঝাতে চাইলেন? আমাদের সংস্কৃতি অনেক দেশ থেকে অনেক বেশী সমৃদ্ধ। বাংলা গান যত প্রকারের আছে তত প্রকার গান অন্য দেশে আছে কিনা আমার জানা নাই। এমনকি ভারতেও আছে কিনা সন্দেহ।
১৯|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪০
মুভি পাগল বলেছেন: বৈশাখী চ্যানেল নাকি এখন কুক্কুরজাত কোম্পানির ব্যক্তিগত সম্পত্তি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৯
হা...হা...হা... বলেছেন: ??
২০|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৪৯
রাজীব দে সরকার বলেছেন: রিজওয়ান খান, কেন বালক বালিকাদের একত্রে পড়া শনা?
কী বলেন আবোল-তাবোল ?? আপনি তালেবান নাকি ভাই?
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১০
হা...হা...হা... বলেছেন: থাক। আর কিছু কইয়েন না।
২১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫১
দ্য বেঙ্গলি টাইমস ডটকম বলেছেন: পোস্টের জন্যে ধন্যবাদ। বিষয়টি ভেবে দেখার মতো। তবে আশার কথা এরা হচ্ছে মিডিয়ার সিজনাল বার্ড। আসবে। যাবে। আসল মানুষ এবং শিল্পীর কদর সবসময় থাকবে।
শিল্পীর শিল্পীত্ব শিল্পে, অন্যকিছুতে না। এটাই চিরন্তন সত্য।
Click This Link-
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৬
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
২২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫৪
মেঘ_বালিকা বলেছেন: মেঘ বালকের কথা বলেছেন: ও আসলে কোনো গায়িকা না। ও এখনকার সময়ের একজন গুনহীন নর্তকি মাত্র।
সহমত ।।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৭
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
২৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৫৯
ভায়োলিক্স বলেছেন: মিলারে ভালা পাই।
বিকিনির বেশি দেরি নাই। খিয়াল করলে দেখবেন, অহন নাটক কিংবা অ্যাডে বুকের খাঁজ দেখানো শুরু হইছে, যেইটা আগে ছিনেমা আর বিলাইহাঁটা মডেলিংয়ের একচেটিয়া ছিল।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৮
হা...হা...হা... বলেছেন: সময় খুব দ্রুত বদলাচ্ছে।
২৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:০৪
মোহাইমেন বলেছেন:
নিশম বলেছেন: দোলা দে , দোলা দে দোলা দেরে পাগলা দোলা দেরে !!!!!
সব দুলাইতে থাকে !!! আর সে দুলুনিতে তার ভক্তরা দুলতেই থাকে !!!! দুলতে দুলতে কখন যে সব দোদুল্যমান হয়া কাপর ভিজে যায় , বুঝেনা। ফাউল ১টা মেয়ে। জনসম্মুখে থাবড়ানো দরকার
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:১৯
হা...হা...হা... বলেছেন: ![]()
২৫|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৫৮
বুদ্ধিজিবী বলেছেন: @ভায়োলিক্স (duke john) ১০০ ভাগ সহমত মামা...।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২০
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
২৬|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:৩৬
শাওন চৌধুরী বলেছেন: লেখককে বলছি >> বাল পুস্ট না দিলে ভালা লাগে না........
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২০
হা...হা...হা... বলেছেন: আপনাকে বলছি, বলের কমেন্ট করার জন্য সামুতে না আসলে হয় না?
২৭|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:৪৪
সাহোশি৬ বলেছেন: পাপিয়া সারোয়ার বা বন্যা তো আর মিনি স্কার্ট পড়ে গান গায় নাই। মিলা গেয়েছে। মিলার মিনি স্কার্ট অঙ্গ দোলাননো সবই চোখে পড়ল, আর নাকি সুরে বিশ্রী ভাষায় কি গাইল সেইটা শুনলেন না? মিনি স্কার্ট পড়লে সংস্কৃতির বারোটা বাজে, আর গান যেমনই গাক ঠিকই আছে নাকি?
আপনি নিজে বিকৃতমনা তা-ই সারাক্ষণ মিনি স্কার্ট দেখতেই ব্যস্ত। আপনাদের মতো লোকের সামনে বোরখা পড়ে আসলেও বলবেন মাইয়া মানুষ ঘর থেইকা কেন বাইর হইল? শিনেন মিনি স্কার্ট দেখতে যদি ভালো না লাগে তাহলে যারা মিনি স্কার্ট পড়ে তাদের দিকে আর তাকাইয়েন না। তাহলেই দেখবেন দুনিয়ার কেউই মিনি স্কার্ট পড়ে নাই।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২১
হা...হা...হা... বলেছেন: আপনি লেংটা হয়ে হাঁটেন। যান। সবাই আপনাকে দেখে মারহাবা মারহাবা বলবে।
২৮|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:৫০
এভাটার বলেছেন: বিষয়টা হলো অনেকেই সুশীল ভাব ধরেছেন। এরাই কিন্তু আবার নিজ মা-বোনদের মিনি স্কার্ট পরতে দেন না।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২২
হা...হা...হা... বলেছেন: ঠিক।
২৯|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:৫২
নীড় ~ বলেছেন: মুরুববী বলেছেন:
মিনি স্কার্টে খারাপ কি আছে বুঝলাম না। হেতো মিনি স্কার্ট পইরা চার্চে যায় নাই, পপ গায়িকা স্কার্ট পরলে ক্ষতি কি ?
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:২৩
হা...হা...হা... বলেছেন: আপনিও কি তাই বলতে চান?
৩০|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৩৮
ভাবসাধক বলেছেন: বুদ্ধিজিবী বলেছেন: মিলা গায়িকা !! আমি তো মনে করতাম উনি cheerleader খেকয্...।
বস্ত্রহীন কিংবা স্বল্পবসনা কখনোই আধুনিকতা নয় ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৪
হা...হা...হা... বলেছেন: ![]()
৩১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩৮
শোভন এক্স বলেছেন: সব কিছু সবাইকে সবজায়গায় মানায়না। মিলা যে ধরনের ড্রেস পরে, একবারেই মানায়না। এই টাপের ড্রেস ইউরোপ আমেরিকার মেয়েরা পরে, তাদের কিন্তু খারাপ দেখায়না। আর মিলা অঙ্গভঙ্গি যা করে তা থেকে বোঝা যায় কোন ভদ্র ফ্যামিলি থেকে সে আসেনি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৬
হা...হা...হা... বলেছেন: সহমত। মিলা যদি সাকিরা বা জেনিপার হতে চায় ভুল সবই ভুল। তাকে একটি খবিশের মতো লাগে।
৩২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৯
বাংলাপ্রতিদিন বলেছেন: এরাই নারীর শত্রু।
বখাটে তৈরির কারখানা।
অভিবাবক দায়ি।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৩৭
হা...হা...হা... বলেছেন: সহমত।
৩৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৪৬
দাম বলেছেন: প্রস একটা। আর ব্লগে দেখি ওরে বেচার কিছু দালাল আছে
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৫৪
হা...হা...হা... বলেছেন: হুমম... বেকুব সব।
৩৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:০৮
নেটপোকা বলেছেন: মিলা, তিশমা...এরা ময়ূরপুচ্ছধারী কাক ছাড়া কিছু না।তারপরও এসব পোশাক পরলে যদি ভাল দেখাত, তাহলে নাহয় একটা কথা ছিল। দেখায়তো পুরা খাটাশের মত।
তথাকথিত 'সুশীল' ব্লগারদের বলছি, নিজের মা-বোনদের মিনি-স্কার্ট, বিকিনি পরা অবস্থায় একটু কল্পনা করুন তো দেখি কেমন লাগে আপনাদের কাছে!
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫৩
হা...হা...হা... বলেছেন: সহমত।
৩৫|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৩৯
রবিনহুড বলেছেন: মিনি স্কার্টএ যদি দোষ না হয়, বিকিনিতে দোষ কোথায়?
যত্ত সব ছাগল কোথাকার।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৫৪
হা...হা...হা... বলেছেন: ধন্যবাদ।
৩৬|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: যৌনতাও শিল্প বটে!
তবে স্থান কাল পাত্র ভেদে। তারা গুবলেট করে ফেলছে।
তারা ঔ বোকা কমেডিয়ানের মতো। যে দেখাদেখি আত্মহত্যাও করতে রাজী!!!!!!
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৫
হা...হা...হা... বলেছেন: দারুন বলেছেন।
৩৭|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:০৯
লুথা বলেছেন:
মাইয়া যা খুশি করুক, কিন্তু বুঝতে হবে এইসব প্রোগ্রাম অনেকে দেখে... এই মাইয়াই কয়দিন আগে টিভি/পেপারে ইন্টারভিউতে নাকি কইছে সে ৫ ওয়াক্ত নামাজ পরে...
নামাজ কি জিনিশ সে জানে ?? শালীরে কিছুই কওয়ার নাই
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:২৬
হা...হা...হা... বলেছেন: পাছায় লাথির উপর রাখা উচিত।
৩৮|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৫
আকাশের তারাগুলি বলেছেন: হেতি আবার একদিন দেখলাম এক চেনেলে টকসোতে আল্লা খোদার নাম লয়।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩০
হা...হা...হা... বলেছেন: হাতের কাছে পাইলে হাতের উল্টা পিঠ দিয়ে ঠাস্ ঠাস্ করে চটকনা মারতাম।
৩৯|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৩
দেশী পোলা বলেছেন: তিশমা রে না দেইখা জাকির নায়েকের ঈদের মাসায়েল শুনলেই তো হয়
ইউরোপ আমেরিকাতে বাংলাদেশের চেয়ে বেশি মুসলিম আছে, এরা এত এত মিনিস্কার্টের মধ্যে ঈমান সামলাইয়া বসবাস করে, আপনিও পারবেন
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৩
হা...হা...হা... বলেছেন: এটা ইমান অমলের ব্যপার না। এটা হলো সংস্কৃতর ব্যপার। সংস্কৃত কি সেটা বোঝার এলেম সবার হয় না। যেমন আপনার হয়নি।
৪০|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৫৪
নেটপোকা বলেছেন: @দেশী পোলা: প্রসঙ্গটা ধর্ম কিংবা ঈমানসংশ্লিষ্ট নয়, বরং এটি দেশীয় ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির ব্যাপার। পোস্ট না বুঝে থাকলে আবার পড়ুন। সবকিছুতে ধর্ম কিংবা ঈমান টেনে আনার প্রবণতা কেন?
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৪
হা...হা...হা... বলেছেন: একদম আমার মনের কথাটা বলে পেলেছেন। কিছু পাবলিকের ধর্ম ফোবিয়া আছে। দেশি পোলা তাদের একজন।
৪১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:০১
সাইমুম বলেছেন: বিকিনি আর কোট ডাহা আধুনিক চিজ। শীতকালে সীবিচে মেয়েরা বিকিনি পরে ঠকঠক করে কাঁপবে আর গরমের কালে পুরুষরা সুট-কোট পরে দরদর করে ঘামবে
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৫
হা...হা...হা... বলেছেন: আজিব দুনিয়া। ![]()
৪২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:১৮
দেশী পোলা বলেছেন: @সাইমুম: সেটাই তো বলছি, ছেলেরা স্যুট টাই জিন্স পড়লে দেশীয় ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির কিছুই হয় না, কিন্তু মেয়েরা হাটুর উপরে কাপড় উঠাইলে ঐতিহ্যের উপ্রে হামলা শুরু হইয়া যায়।
গ্রাম-দেশে তো ব্লাউজ ছাড়া শাড়ী পরে, প্রাচীন ভারতে শাড়ী ছিলো শুধু নাভি থেকে হাটু পর্যন্ত আচ্ছাদন। তাইলে সেইরকম খাজুরাহো মন্দিরের নর্তকীর ইস্টাইলে সাজগোজ করে টিভিতে আসলে দেশীয় ঐতিহ্য রক্ষা পাবে মনে হয়
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৭
হা...হা...হা... বলেছেন: আরে ভাই এখান থেকে যান তো। এই টপিক আপনার মাথায় ধরবে না। ছেলেরা স্যুট টাই জিন্স পরে মেয়েরাও পরুক না। অধা লেংটা হওয়ার দরকার কি? ছেলেরা আধা ল্যাংটা হয়?
৪৩|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:২৬
দেশী পোলা বলেছেন: পোলারা প্যান্ট স্যুট পরলে দেশীয় ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির কিছু হয় না, মেয়েরা হাটুর উপরে কাপড় উঠালে রাম নাম জপ শুরু হয় ![]()
খাজুরাহোর মন্দিরের পাশে নর্তকীদের কোমরে যে কাপড়টা ছিল, ঐটাই আদি বাংলার শাড়ী, সেইরকম ব্লাউজ ছাড়া শাড়ী পড়া দেশীয় ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির অংশ ছিলো। পরিবর্তন হইতে হইতে আজকের শাড়ী ব্লাউজের ফ্যাশানে আইসা ঠেকছে, হয়তো ভবিষ্যতে কেউ কেউ বিকিনিও পরতে পারে, মানুষের ফ্যাশন সব সময়ই পরিবর্তন হয়। এইটা নিয়া জাত গেল ঈমান গেল চেচামেচি করাটা টাইম নষ্ট
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৮
হা...হা...হা... বলেছেন: আরে ভাই, মিনি স্কাটের প্রতি যেহেতু এত দরদ কয়েকটা কিনে নিয়ে আপনার মা বোনকে পরিয়ে মজা করে দেখুন।
৪৪|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪২
মাহবু১৫৪ বলেছেন: বুদ্ধিজিবী বলেছেন: মিলা গায়িকা !! আমি তো মনে করতাম উনি cheerleader খেকয্...।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৪৯
হা...হা...হা... বলেছেন: ![]()
৪৫|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৪৯
আকাশের তারাগুলি বলেছেন: আরে আমিতো তাই কই নামাজ রোজা, পর্দা(শালীনতা)র বালাই নাই দেশে ইসলাম রক্ষা করবে। আগের দিন উমরাহ করলো পরের দিন টেলিভিশন শাড়ি[/sb পরে, পাল্লা কাটিং চুল কেটে ঈদ উদযাপন করেন।
প্লিজ ভন্ডামী বাদ দেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:৫০
হা...হা...হা... বলেছেন: হুমম
৪৬|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৪
মুরুববী বলেছেন:
দেশী পোলা বলেছেন: পোলারা প্যান্ট স্যুট পরলে দেশীয় ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির কিছু হয় না, মেয়েরা হাটুর উপরে কাপড় উঠালে রাম নাম জপ শুরু হয়![]()
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫০
হা...হা...হা... বলেছেন: .....
৪৭|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
দেশী পোলা বলেছেন: লেখক বলেছেন: আরে ভাই, মিনি স্কাটের প্রতি যেহেতু এত দরদ কয়েকটা কিনে নিয়ে আপনার মা বোনকে পরিয়ে মজা করে দেখুন।
ইতর অভদ্রের মতো কথা বলছেন!! আমার মা বোন কে আমি কাপড় পড়াবার কে? তাদের ইচ্ছা মতো তারা বোরখা বা স্কার্ট পড়ুক, সেটা তাদের স্বাধীন ইচ্ছা! এখানে সংস্কৃতি কৃষ্টি অনুযায়ী চলন দেখার জন্য আপনার দরকার আছে??
নাকি আপনি আপনার মা বোনকে জোড় জুলুম করে আপনার ইচ্ছা মতো কাপড় পরান?
মূল কথা আগেই বলেছি, পোলারা প্যান্ট স্যুট পরলে দেশীয় ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির কিছু হয় না, মেয়েরা হাটুর উপরে কাপড় উঠালে রাম নাম জপ শুরু হয়। মেয়ে মা বোন স্ত্রী যা ইচ্ছা পড়বে, সেটার প্রতি সহনশীল হতে শিখুন, ইউরোপ আমেরিকাতে বাংলাদেশের চেয়ে বেশি মুসলিম আছে, এরা এত এত মিনিস্কার্টের মধ্যে ঈমান সামলাইয়া বসবাস করে, আপনিও পারবেন
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৩
হা...হা...হা... বলেছেন: ইউরুপ আমেরিকাতে বাংলাদেশের থেকে বেশী মুসলিম আছে সেটা আপনাকে কেডা কইছে?
সেই দেশ গুলোতে মুসলিম সংখ্যালঘু এটা কি জানেন? আর আমি তো কোথাও ইমান বা ইসলামের কথা বলছি না। আমি বলছি সংস্কৃতি ও রুচিবোধের কথা। আপনি বারবার ধর্ম নিয়ে টানাটানি করছেন কেন? সমস্যা কি আপনার?
আমাদের দেশের প্রেক্ষাপটে মিনি স্কার্ট পরে অশ্লীল অঙ্গভঙ্গি করে দেহ দোলানো আপনার কাছে সহনীয় মনে হলো কি করে?
৪৮|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৪
দেশী পোলা বলেছেন: আমাদের দেশের প্রেক্ষাপটে যদি ঘুষ খেয়ে নামাজ পড়া সহনীয় হয়, মাজারের সামনে বেশ্যাবৃত্তি সহনীয় হয়, মিনি স্কার্ট/বিকিনি ও সহনীয়।
রুচিবোধ হল আপেক্ষিক ব্যাপার, এটা বদলায় সবখানে, সর্বোপরি নিজের রুচিটাকে অপরের উপর চাপিয়ে দেয়াটা উন্নত রুচির পরিচয় না।
যার টিভিতে মিনি স্কার্ট পরতে ইচ্ছা করবে, সেটা তাকে করতে দাও, নিজের শরীর আপাদমস্তক ঢাকো। লোকজন দেখে ঠিকই বুঝবে কার রুচি ভাল আর কারটা খারাপ।
ইউরোপ আমেরিকায় মুসলিমের সংখ্যা ১১ কোটির মতো, এরা ইউরোপ আমেরিকার খুল্লাম খুল্লা উদ্দামতার মাঝেও নিজেদের রুচিকে আকড়ে ধরে আছে, হিজাব পরে, নামাজ পরে, মদ খায় না, কুমারী মাতা হয় না। বাংলাদেশের মানুষের রুচি এত ঠুনকো নাকি, যে মিলা'র হাটু দেখলে ভেঙে যাবে???
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩২
হা...হা...হা... বলেছেন: আবারো মুসলিমের সংখ্যা নিয়ে পড়লেন? আপনার সমস্যাটা প্রকট।
৪৯|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
প্লাস_মাইনাস বলেছেন: বাংলাদেশের মানুষের রুচি এত ঠুনকো নাকি, যে মিলা'র হাটু দেখলে ভেঙে যাবে??
কমেন্ট লাইক করলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩২
হা...হা...হা... বলেছেন: গুড।
৫০|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:১২
তাজুল ইসলাম মুন্না বলেছেন: বড়ই সৌন্দর্য। ধুউরো মিয়া! বাদ দ্যান আপনাগোর ক্যাচাল। আহেন সবাই মিল্ল্যা মিলারে দেখি...
চরম লাগতেছেনা???
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৩
হা...হা...হা... বলেছেন: ![]()
৫১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৫
রাজিয়েল বলেছেন: বিকিনি দেখতে চাই
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৩
হা...হা...হা... বলেছেন: দুঃখিত। আমার পরনে নাই। তাই দেখানো গেল না। ![]()
৫২|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৩৭
রাজিয়েল বলেছেন: দেশি পোলা একটা মাল! শাব্বাশ! চালু!
বিকিনি দেখতে চাই। থং বিকিনি!
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫৪
হা...হা...হা... বলেছেন: হ.. কঠিন মাল।
৫৩|
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪১
আশরাফুল করিম খান বলেছেন: খারান, চিন্তা কইরা লই, মিলারে বিকিনি পরলে কিমুন লাগবো
৫৪|
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ২:৪৭
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: হিন্দি সংস্কৃতি অনুসরন করছে হলিউড সংস্কৃতি কে আর আমাদের সংস্কৃতি অনুসরন করছে হিন্দি সংস্কৃতি কে।
৫৫|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২৯
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: প্যান্ট ভিজে গেল দাদা
৫৬|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:৪১
চোরকাঁটা বলেছেন: হাগলো মাগীর লাজ নাই; দেখলো মাগীর লাজ ![]()
গ্রামে পুলাপাইনে যে মালকোচা মাইরা লুঙ্গি পরে আন্ডি ছাড়া, সেইটা অশ্লীল না?! ![]()
সমস্যাটা মিনি স্কার্টের না! বোরকা পরলেও অশ্লীল অঙ্গভঙ্গী করাটা কুসংস্কৃতির অংশ। মিলার উচিত সেটা আগে ঠিক করা। আর সংস্কৃতিকে নিজের গতিতে চলতে দেন; যেইটা অপ সেইটা ক্ষণস্থায়ী। তাই না? নাকি?! ![]()
৫৭|
১০ ই জুলাই, ২০১১ বিকাল ৩:৫৭
কক বলেছেন: মিলার উপরে ক্ষাপা থাকলে হের গান না দেখলেই হয়
গান দেইখা বাথরুমে গিয়া হাত মারবা......আবার ব্লগে মজার মজার গালগপ্প করবা.....এইডা কেমুন কথা?
৫৮|
০৪ ঠা মার্চ, ২০১২ দুপুর ১২:৪৫
মাঝি সিন্দবাদ বলেছেন: ৪৭ নং কমেন্টের সাথে কিছু বিষয়ে দ্বিমত প্রসন করছি।আসলেই ছেলে বা মেয়ে কি পড়বে,সে বিষয়ে স্বাধীনতা রয়েছে,কিন্তু কথাটা হলো অবশ্যই ড্রেস কোড মেনে চলতে হবে,সেটা ছেলে মেয়ে উভয়ে জন্যেই।আমি বা আপনি ড্রেস কোড দেওয়ার কেউ নই,সংস্কৃতি বা সমাজেই এই ড্রসকোড তৈরী হয়,।তবে এটা ঠিক আমাদের সংস্কৃতিতে যে ড্রেসকোড আছে সেটা অন্যায়মূলক নয়।আপনারা কি জানেন ইউরোপ বা আমেরিকাতে কিছু প্রতিষ্ঠান রয়েছে,যেখানে ছেলেদের ও মেয়েদের জন্যে ড্রেসকোড রয়েছে,যেখানে মেয়েদের জন্যে মিনিস্কার্ট নিষিদ্ধ।অবশ্যই রুচিবোধ হলো আপেক্ষিক বিষয়,ফ্যসান পরিবর্তনশীল,ঠিক একরণেই আমরা নগ্নতা থেকে কাপড় পরিধান করা শিখেছি,অর্থাত্ আমাদের রুচিবোধ উন্নত হয়েছে,কিন্ত আমরা যেন আবার পিছনে ফিরে না যাই,সেকেলে হয়ে না যাই অর্থত্ নগ্নতার মধ্যে চলে না যাই বা খোলামেলা পোষাকে অভ্যস্ত না হয়ে পড়ি।
ব্রিটিশরা এদেশে আসার পর থেকে আমরা ছেলেরা পশ্চিমা পোষাকে অভ্যস্ত হয়ে পরেছি,অস্বীকার করছিনা,আমরা ছেলেরা কিন্তু ড্রেসকোড মেনে শালীনতা বজায় রেখেই পরিধান করছি।মেয়েরা যদি স্কার্ট পরিধান করতেই চায় তাহলে ড্রেসকোড মেনে লংস্কার্ট পড়ুক,স্কার্ট যদি লং হয় শালীন হয় তাতে তো কারো আপত্তি থাকার কথা নয়,মিলা পরলে আপত্তি নেই আবার ঘরের বউ পরলেও আপত্তি নেই।আবার দেখেন আমাদের মেয়েরা ঘরে ম্যাক্সি পরিধান করে থাকে,শুধুমাত্র শালীন হওয়াতে কেউ আপত্ত করে না।পপ বা রক গানে পারফর্ম করতে মিনি স্কার্ট পরতে হবে এমনটা নয়,শাড়ি বা সালোয়ার কামিজ পরেও তো এধরণের সো করা যায়।
৫৯|
০৪ ঠা মার্চ, ২০১২ দুপুর ১২:৫৮
মাঝি সিন্দবাদ বলেছেন: আমার আগের কমেন্টের সাথে যোক করে বলছি,ফ্যাসন এবং সংস্কৃতি পরিবর্তনশীল বহমান নদীর মত,সে পরিবর্তনটা হোক সুস্থ পথে।অশ্লীল কিছু ছেলেরা বা মেয়েরা যেই করুক সেটা অশ্লীল,সেটা গ্রামের কেউ কাছা মারলেও সেটা অশ্লীল।মাজারে ব্যস্যা বিত্তি করাটাও অশ্লীল,এর পক্ষে কারও সাফাই গেতে দেখেছেন কি?যেভাবে আমরা মিনি স্কার্টের বিপক্ষে সভাবেই আমরা প্রতিতালয়ের বিপক্ষে,চাই এসবের হোতাদের বা পিম্পদের বিপক্ষে সফল অভিযান।৪৭ নং কমেন্টকারীকে বলছি।
৬০|
০৪ ঠা মার্চ, ২০১২ দুপুর ১:২১
মাঝি সিন্দবাদ বলেছেন: কলেজ যখন প্রদবর্ষ চলছিল,ধীরে ধীরে বোরখা পরা বাড়িয়ে দিল।অনেক ছেলেকেই দেখেছে বিরক্ত হতে,তারা বলতে থাকতো বোরখা নগর,বাজে ভাষায় উক্তাক্ত করত,তারা প্রগতিশীল এমন নয়,তারা ogle করতে পারতনা।নামধারি বা তথাকথিত প্রগতিশীলদের বেলাতেও তাই মনে হয়।
তথাকথিত প্রগতিশীলদের কাছে একটা প্রশ্ন মেয়েরা যদি বোরখা বা শালীন পোষাক পরে,তাহলে কি তাদের কাজের দক্ষতা কমে যায় কি?মোটেও না এটা কাজ কর্মের দক্ষতার বিষয়ে কোন রুপ প্রভাব ফেলে না,তবে কেন খোরা যুক্তিতে ভদ্রো পোষাক পরতে বাধা দেয়া হচ্ছে,দেশে দেশে?এদের মধ্যে অনেকেই ভুল ভাবসে আর অনেকেই ogle করতে পারছে না বা আরো কিছু।
৬১|
০৫ ই মার্চ, ২০১২ রাত ১০:০৪
মাঝি সিন্দবাদ বলেছেন: তবে কিছু মানুষকে দেখেছি,মুখে নাযুবিল্লাহ বলে আর অন্তরে সুবাহানাল্লহ বলে।এই ধরনের দৃশ্য এলে চ্যানেল সড়ায় না কিন্তু গালমন্দ করে,লেখক কিন্তু সেকাজ করেনি।এজন্যে তাকে ধন্যবাদ জানাই।একটা মন্দের জন্যে অন্য ভালকে ছাড়তে বলব কেন?ধরুন কেউ একজন নামাজও পরে আর ঘুষও খায়,আমাদের উচিত্ হবে না তার সালাত ত্যগ করানো,আমাদের উচিত্ হলো তার ঘুষ খাওয়া নিরুত্সাহিত করা,ঠিক তেমনই মিলার মিনি স্কার্ট ও তাঁর সালাত আদায়ের বিষয়টাও ঠিক তেমনই।
যে যে মতেরই হন না কেন,কারও উচিত্ হবে না গালাগালি করা।মনে রাখতে হবে যে,উদেশ্যটা রাগ ঝারা নাকি মানুষ কথাগুলো বোঝানো।
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১২
কাউসার রুশো বলেছেন: এই কুরুচির মহামারি থেকে কি মুক্তি পাব না?
