![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে সাহিত্য রচনা করি না, ব্লগরব্লগর করি। সুতরাং এই ব্লগারের লেখায় ভাষার মাধুর্য, শুদ্ধ বানানরীতি খুঁজতে গেলে হতাশ হবেন।
কক্সবাজার সেন্টমার্টিন ভ্রমণের বর্ণনামূলক ছবি ব্লগ এবং সাথে কিছু মাগনা টিপস-১
কক্সবাজার সেন্টমার্টিন ভ্রমণের বর্ণনামূলক ছবি ব্লগ এবং সাথে কিছু মাগনা টিপস- পর্ব-২
ইনানীর পথে......... রাস্তার এক পাসে পাহাড় অন্য পাশে সাগর।
বিকেলে বের হলাম ইনানীর উদ্দেশ্যে। কক্সবাজার থেকে ইনানী গিয়েছি হুড খোলা গাড়িতে। সময় লেগেছে ৩০ মিনিটের মতো। যদিও আমরা যেতে একটু দেরী করে ফেলেছিলাম। সূর্য ডুবার মাত্র কিছুক্ষণ আগে সেখানে পৌঁছাই। ইনানী যাওয়ার পথে রাস্তার আশপাসে যা কিছু দেখতে পাবেন সব কিছু অপূর্ব। হুড খোলা গাড়ি থেকে দাড়িয়ে সব কিছু দেখতে দেখতে যাবেন। রাস্তার একপাশে সাগর অন্যপাশে সাগর। আপনাকে নিয়ে যাবে অন্য জগতে।
ইনানী বিচে দেখতে পাবেন অনেক গুলো বড় বড় পাথর। সেই পাথরের ফাঁকে ফাঁকে সাগরের স্বচ্ছ পানি আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। যে ডাকে আপনাকে সাড়া দিতেই হবে। সেই সাথে অপরূপ সৌন্দর্যের পশরা সাজিয়ে সাগর তো আছেই। বিচের কোন ছবি দিতে পারলাম না বলে দুঃখিত। খুঁজে দেখি যে ছবি গুলো আছে সেগুলো ব্লগে দেয়ার মতো নয়।
ইনানী যাওয়ার পথে ৬০/৭০ কি:মি: বেগে চলা গাড়ি থেকে তোলা ছবি। বুঝতেই পারছেন ছবি ভালো হয়নি।
মাগনা টিপস: ইনানী যাওয়ার সময় অবশ্যই হুড খোলা গাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। গাড়ি থেকে দাঁড়িয়ে মাথা বের করে দেবেন বহুত মজা পাবেন।
মাগনা টিপস: সূর্য ডোবার অন্তত ২ ঘন্টা আগে পৌঁছানোর চেষ্টা করবেন।
ইনানী আর কক্সবাজারের মধ্যবর্তী স্থানে হিমছড়ি ঝর্না। আমাদের ইচ্ছে ছিল আসার পথে হিমছড়ি দেখে আসব। কিন্তু আমরা যেহেতু বাসা থেকে বের হতে দেরি করে ফেলেছি সেহেতু ইনানী যেতেই সন্ধা হয়ে গিয়েছিল। তাই আসার পথে হিমছড়ি আর দেখা হলো না। সেখানে নেমে কিছুক্ষণ হেঁটে চলে এসেছি।
মাগনা টিপস: ইনানী যাওয়ার পথে হিমছড়ি দেখে যাবেন। ইনানীতে যদি সূর্যাস্ত দেখে আসেন তবে হিমছড়ি আর দেখা হবে না।
মাগনা টিপস: হিমছড়ি ঝর্নার সামনে একটি বার্মিজ মার্কেট আছে। ভুলেও সেখান থেকে কিছু কিনবেন না। কক্সবাজারের তুলানায় ওরা গলাকাটা দাম হাঁকায়। আমরা অনেক ঘুরেও কিছু কিনতে পারিনি দামের কারণে।
পরের পর্ব ইনশাল্লা সেন্টমার্টিন ও ছেড়া দ্বীপ নিয়ে হবে।
৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫১
হা...হা...হা... বলেছেন: আমার পোষ্ট যারা এখনো যায়নি তাদের জন্য। আমি যাওয়ার আগে এমন খুটিনাটি অনেক টিপস খুঁজেও পাইনি। এখন আমি নিজে অন্যকে না চাইতেই দিচ্ছি দ্বায়িত্ব মনে করে।
ধন্যবাদ।
২| ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫১
সোনালী আকাশ বলেছেন: ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও আপনার কাছ থেকে এরকম মজার মজার জিনিস উপহার পাব।
৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৫
হা...হা...হা... বলেছেন: ইনশাল্লাহ।
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:০৪
এরিস আফ্রোদিতি বলেছেন:
৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৩৪
হা...হা...হা... বলেছেন:
৪| ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪৩
মাহমূদ হাসান বলেছেন:
মাত্র পাঁচটা ছবি?
আমার ক্যামেরাটা নিয়া যাইতেন।
০১ লা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৫
হা...হা...হা... বলেছেন: আমার ডিজিটাল ক্যামেরা নাই। নকিয়া এন৯৫ কে বিশ্বাস করেছিলাম। কিন্তু সে বিশ্বাসের মূল্য দিতে পারেনি।
৫| ০১ লা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:৫৮
রিতা ইসলাম বলেছেন: মাগনা টিপস ভালোই লাগলো + । মাগনা ভ্রমনের কোন টিপস আছে ভাইয়া ?
০১ লা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৩
হা...হা...হা... বলেছেন: আছে কিনা জানিনা, তবে আমি মাগনা ভ্রমন করেছি। থাকা, খাওয়া, যাতায়াত বাবদ কোন টাকা এখনো দিতে হয়নি। হবেও না মনে হচ্ছে।
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৪৪
ফাইরুজ বলেছেন: tips pawar bohu age esob jayga dekhe felsi
tar por o apnake tnx 