![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথায় বলে প্রচারই প্রসার।আমাদের দেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে সকল সেবাদানকারী ও ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তাদের সেবা বা পণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞাপন দিয়ে থাকে।কোন পণ্যের পরিচিতি এখানে মূল লক্ষ্য।কিন্তু বিজ্ঞাপনের নামে ভোক্তাদের সাথে প্রতারনা চলছে।কয়েকটি উদাহরণ তুলে ধরছি।
১।একটি নির্দিষ্ট কোম্পানির লবণ খেয়ে ছেলে ক্লাসে প্রথম হচ্ছে।সে ক্লাসে শিক্ষকের সকল প্রশ্নের উত্তর সবার আগে দিচ্ছে।যে প্রশ্নটির উত্তর কেউ পারেনা তার উত্তরও সেই ছেলে দিচ্ছে।এর মানে হচ্ছে এই লবণ তার মেধাকে শানিত করছে।সত্যিকার অর্থে মেধা বৃদ্ধির জন্য লবণের ভূমিকা খুবই অপ্রতুল।
২।কোন এনার্জি ড্রিংকস খেয়ে কেউ বহুতল ভবন থেকে ঝাপিয়ে পড়ছে অথচ তার কিছুই হচ্ছে না।এনার্জি ড্রিংকস খেযে তিনি অত্যন্ত অস্বাভাবিক ওজনের কিছু তুলে ধরছেন।যা কোন মানুষের পক্ষেই সম্ভব না।
৩।ঝাল চানাচুর খেয়ে সকল ভয দূর হয়ে গেছে।এখন ব্যক্তি বাঘ বা সিংহের পাশে বসে আছে।চানাচুর খেলে ভয় দূর হয় এটা একেবারেই অবাস্তব কল্পনা বিলাস।
এ হচ্ছে একধরনের প্রতারনা।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ১১:১৫
প্রবিন৭১ বলেছেন: এটাই বাস্তব প্রতারনা হলেও মানুষ প্রতিবাদ করেনি কোনদিন