![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হ্যা,কিছু সাহসী মানুষের খুব বেশী প্রয়োজন অনুভব করছি।যারা এই সমাজ ব্যবস্থাকে নতুন করে সাজাবে।মিথ্যাকে দূর করবে সমূলে।প্রয়োজন একটি বিপ্লবের।
না,কোনো সমাজতান্ত্রিক বিপ্লব নয়।যা কিনা গত শতাব্দীতে পরীক্ষিত হয়ে গেছে বিশ্ববাসীর কাছে।সমাজতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে অস্ত্র আর রক্তকে সাথে নিয়ে।প্রতিষ্ঠার কর্মপদ্ধতির মূল মন্ত্রই হচ্ছে সশস্ত্র বিপ্লব।বলা হয়েছে মানুষের মুক্তির কথা।কিন্তু মুক্তির নামে মানুষকে করা হয়েছে প্রতারিত।তন্ত্রের শুরুতেই আঘাত হানা হয়েছে মানুষের বিশ্বাসে।বলা হয়েছে মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির কথা।মানুষের ব্যক্তিগত,পারিবারিক,সামাজিক ও রাষ্ট্রীয় অন্যান্য বিষয়ে সমাজতন্ত্র চুপ থেকে আমাদেরকে প্রতারিত করেছে।সমাজতান্ত্রিক দেশগুলো আজ পুজিবাদের মতবাদে মিলেমিশে একাকার।তাইতো পৃথিবীর কোথাও আজ পুরোপুরি সমাজতান্ত্রিক দেশ প্রতিষ্ঠিত নেই।সমাজতান্ত্রিক দেশগুলোতে বিরোধী মতকে দমন করা হয় সর্ব নিকৃষ্ট পন্থায়।কয়েকদিন আগেও রাশিয়ার বিরোধীদলীয় নেতাকে হত্যা করা হয়েছে পুতিন সরকারের পক্ষ থেকে।সমাজতন্ত্রের নামে দেশে দেশে চলছে বিরোধী মতের নিকৃষ্ট দলন।সমাজতন্ত্রের দাবীদার দেশগুলোতে ধনী আরও ধনী হচ্ছে গরীব হচ্ছে আরও গরীব।মিলেনি মানুষের অর্থনৈতিক মুক্তি।আর বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের কথা আর কি বলবো চোখ বন্ধ করলেই ভেসে উঠে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি,গনবাহিনী বিভিন্ন নামের সশস্ত্র দলের নাম।মনে পড়ে কর্নেল তাহেরের সমাজতান্ত্রিক সামরিক অভ্যুথ্বানের চেষ্টার কথা।না,আমি মানিনা এই সমাজতন্ত্রকে।যা কিনা শুধু কিছু সুন্দর শ্লোগানের সমষ্টি।
তবে কি পুজিবাদ আমাকে মুক্তি দিবে।যা কিনা সমাজতন্ত্রের খালাতো ভাইয়ের মত।মুদ্রার এপিঠ আর ওপিঠ।ধনীকে করে আরও ধনী গরীবকে করে আরও গরীব।সৃষ্টি হয় সামাজিক ব্যবধান।খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্তবড়।এক কথায় ভোগবাদ বা বস্তুবাদ।যা মানুষকে পরিনত করে অনৈতিক পশু তুল্য।তাইতো ইউরোপের প্রসিদ্ধ সমাজিক নেতা স্টিফেন পাভেল বলেছেন,ইউরোপ যদি শুধু ব্যভিচার থেকে বেচে যায় তাহলে আমি ইউরোপের সব সমস্যা দূর করে দিব।
এরকম অনেক মতবাদের সৃষ্টি হয়েছে।যা কিনা মানুষের একেকটি দিক নিয়ে কথা বলেছে।কিন্তু পরিপূর্ণ বিষয়ে দিকনির্দেশনা দেয়নি।ব্যর্থ এসকল মতবাদ।
মানুষ আজ মুক্তি চায় মতবাদ নামক এসকল প্রতারনা থেকে।
২| ২১ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৯
সামান্য সজীব বলেছেন: অর্থহীন না।প্রমানিত।সমাজতান্ত্রিক ও পুজিবাদী রাষ্ট্রগুলোর দিকে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে তাকালে এই চিত্রই ফুটে উঠে।
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৫ সকাল ১০:০৮
চাঁদগাজী বলেছেন:
অর্থহীন