নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেখ মিলন ১৯৭১

শেখ মিলন ১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

★ নাস্তিক (Atheist) ★

১২ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:৪৭

ধর্মীয় অন্ধবিশ্বাসের ভাইরাস
যার
উপর প্রভাব ফেলতে পারেনি,
যে যুক্তিবাদী ও
বিজ্ঞানমনষ্ক, যে ঈশ্বর নামক
ভূতের আঁছরমুক্ত অর্থাৎ যে
কল্পিত
ঈশ্বরে বিশ্বাস করেনা ,
পরকাল বা পরলোকে
বিশ্বাস করেনা , পরজন্ম বা
পুনর্জন্মে বিশ্বাস করেনা,
যে বিশ্বাস করেনা স্বর্গ-
নরক ও পরকাল সংক্রান্ত
কোন কিছুতেই, সেই নাস্তিক।
তবে নাস্তিক বলতে অনেকেই
শুধু ঈশ্বরে অবিশ্বাসীকেই
বোঝে।
নাস্তিক অর্থ যদি শুধুমাত্র
ঈশ্বরে
অবিশ্বাসী হয়, তবে পৃথিবীর
প্রতিটি
ধার্মিকই নাস্তিক। কারন
একজন
ধার্মিক যে ধর্ম পালন করে
সেই ধর্মের বিশ্বাস করে আর
বাকী ঈশ্বরসমূহে করে
অবিশ্বাস।
একজন মুসলিম শুধু আল্লাকে
বিশ্বাস করে, বাকি ঈশ্বর-
ভগবানকে অবিশ্বাস করে।
একজন হিন্দু ভগবানে বিশ্বাস
করে, কিন্তু ঈশ্বর-আল্লায়
অবিশ্বাসী।
আবার একজন খ্রিস্টান ঈশ্বর
(God)-এ বিশ্বাস করে কিন্তু
আল্লা-ভগবানে অবিশ্বাসী।
এভাবে দেখা যায় প্রতিটি
ধার্মিকই ঈশ্বরে অবিশ্বাসী,
অর্থাৎ নাস্তিক।
বি.দ্র. সমালোচনার উর্ধে
কেউ নয়। আমার ভুল থাকলে
যুক্তি দিয়ে ভুল ধরিয়ে দেন,
সংশোধন করে নেবো।
গালাগালি করলে সুদসমেত
ফেরত পাবেন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৩ ই আগস্ট, ২০১৫ রাত ১:১৯

মাহমুদুল করিম লিংকন বলেছেন: পুরান জিনিশ, আর কত!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.