![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মগুরুদের কাছ থেকে শোনা
যায়
স্বর্গে বা জান্নাতে নাকি
স্বর্ণমহল
অর্থাৎ সোনার তৈরী দালান
আর
আসবাবপত্র ও তৈজসপত্র আছে।
নিঃসন্দেহে বর্তমান
পৃথিবীতে স্বর্ণ
একটি অন্যতম মূল্যবান ধাতু।
তবে,,,,,,,
তবে অর্থনীতির একটি বিধি
বর্ণনা
করে যে, "চাহিদার তুলনায়
যোগান
বৃদ্ধি পেলে দ্রব্যমূল্য হ্রাস
পায়। "
এখন কথা হচ্ছে এই যে,
প্রকৃতিতে
স্বর্ণের যোগান স্বল্প তাই
এটি মূল্যবান
ধাতু এবং লৌহের পরিমাণ
অনেক
বেশি তাই এটি সস্তা ধাতু।
যদি কখনো কোনোক্রমে
প্রকৃতিতে
স্বর্ণের যোগান বৃদ্ধি পায়
এবং
লৌহের যোগান হ্রাস পায়
তবে তখন
লৌহ হবে মূল্যবান ধাতু যা
অলংকার
তৈরীর কাজে ব্যবহৃত হবে আর
স্বর্ণ
সস্তা ধাতু হিসেবে সাধারণ
কাজে
ব্যবহৃত হবে।
স্বর্গ বা জান্নাতে যেহেতু
প্রচুর
পরিমাণে স্বর্ণ বা ঐ জাতীয়
ধাতু
পাওয়া যাবে তাই সেখানে
তা
অবশ্যই সস্তা ধাতু হিসেবেই
গণ্য হবে।
এখন আপনিই বলুন, এতো কষ্ট করে
স্তুুতিলোভী ঈশ্বরের
আরাধনা করে
সস্তার স্বর্গে কেন যাবেন???
©somewhere in net ltd.
১|
১১ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:৫১
আরণ্যক রাখাল বলেছেন: হুম