![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তবের ঘেরাটোপে বন্দি মানুষ
যাদের সম্পদের পাহাড় তারাও
যাদের ঘুম দরকার
তাদের হয় না
আর যাদের ঘুমের কারণে
কাজের ক্ষতি হয় তাদের
ঘুম আসে বার বার
বাস্তবের ঘেরাটোপে বন্দি মানুষ।
যাদের বাড়ি আছে অনেক
তাদের শোবার লোক নেই
যারা অনেক তাদের
শোবার ঘর নেই্
বাস্তবের ঘেরাটোপে বন্দি মানুষ।
যাদের হৃদয়ে দরদ নেই
তারাই মানবতার ধজাধারী
যাদের কোমল হৃদয় আছে
তারা অসহায়
বাস্তবের ঘেরাটোপে বন্দি মানুষ।
©somewhere in net ltd.