![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের ওপরে যারা চাপিয়ে দেয়
নির্যাতনের স্টিম রোলার
ওরা অসভ্য।
মানবতাকে বাঁচানোর নামে যারা
ভূলুণ্ঠিত করে অধিকার
ওরা অসভ্য।
পথের শিশুকে যারা দেয় না
দুমুঠো ভাত
ওরা অসভ্য।
অর্থের কারণে যাদের
হয়না ঘুম, অথবা
যারা কেড়ে নেয় ঘুম
ওরা অসভ্য ।
সুদের হারে যারা ডেকে আনে
দরিদ্রতার অভিশাপ
সমাজে ভরে যায় পাপ
ওরা অসভ্য।
সমাপ্ত
©somewhere in net ltd.