![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিনের খাবার দিনে যোগাতে যারা
খেটে যায় দিন রাত
তাদেরকে যারা বঞ্চিত করে
ভেঙে্ দাও দুটি হাত
খেয়ে না খেয়ে যারা চলে ওই
জংলি পাহাড়ি পথে
দুমুঠো খাবার যোগাতে যারা
তপ্ত মাটি কাটে
ওদেরকে যারা বঞ্চিত করে
তারাতো মানুষ নয়
আসছে সেদিন হবেই হবে
মহাসত্যের জয়
বলি সরকার এমপি মন্ত্রী মিনিস্টার
ভয় দেখিয়ে আর কভু
হওয়া যাবে না পার
শ্রমের ঘাম দিতে হবে দাম
এবার ঘোষণা
আমরাই অানি দেশের তরে
বিরাট সম্মাননা
সমা্প্ত
©somewhere in net ltd.