![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুদ্ধ যারা বাধিয়েছে
অভিবাসীরা তাদের ঘাড়েই চড়েছে
ওরা শরণার্থী।
যে জীবন বোমার স্প্লিন্টারে ক্ষত বিক্ষত
তাদের মন চায় না আর দেশে
থেকে যাবে আপনকে ভালবেসে
অসহায় শিশুও চায়
সুস্থ সুন্দর জীবন
ওরা শরণার্থী।
অস্ট্রিয়া হাঙ্গেরির সীমান্ত জুড়ে
অসহায় অভিবাসীদের পদচারণা
পুলিশ ছুটছে পিছু পিছু
তবুও অভিবাসীর অানাগোনা
ওরা শরণার্থী।
ইরাক আফগান দখলের পর ওদের
মনে হয়নি বিপদ ফের
চাপতে পারে ওদের ঘাড়েই
তাইতো চেপে বসেছে ওরা
দিতে হবে আশ্রয়
ওরা শরণার্থী।
সমাপ্ত
©somewhere in net ltd.