![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলিউডি প্রেম নিয়ে সারা দুনিয়া যেন ফিদা। কোন নায়িকা কাকে নিয়ে আছে, কার সঙ্গে প্রেম করছে ইত্যাদি নিয়ে মিডিয়া জগত যেন মেতে আছে। তবে বলিউডি প্রেমের ঢং বরাবরই একই। ধুমছে প্রেম শুরু, অনেক জল্পনা, এক ছাদের নিচে বসবাস, গোপন অভিসার, লুকোচুরি --অবশেষে ব্রেকআপের খবর। প্রেমের সত্যি খবরটা তারা স্বীকার করতে নারাজ কিন্তু ব্রেকআপের খবর যেন বাতাসের আগে ধায়।
সম্প্রতি সেনসেশনাল বলিউড তারকা ক্যাটরিনা কাইফের প্রেমের ইতি হয়েছে। রনবির কাপুরের সঙ্গে তার ব্রেকআপ হয়েছে। এটা ঘটার পরপরই সবাই জেনে গেছে। শুধু বলিউড নয়, তামাম দুনিয়ায় তাদের নিয়ে কৌতূহলের শেষ নেই। এটা এক প্রকার আনন্দের খবর হিসেবে নিচ্ছে সবাই। তবে যাদের ব্রেক আপ হয়েছে তাদের হৃদয়ের অাকুতি কি কেউ জানতে পেরেছে? আমি মনে করি তাদের প্রেম সত্যিকারের প্রেম কখনও ছিল না। এ এমন একটা প্রেম যা কেবল নারীটির যেন তার জন্য দায়ী। প্রেমের খবরটি যেন নারীটির মুখেই সবাই শুনতে চায়। পুরুষকে কেউ দোষারোপ কিংবা গালমন্দ কেউ করে না। বিষয়টি এমন হয়েছে যেন- প্রেমের বলি কেবল ক্যাটরিনাই,,রনবীর যেন কোনোকিছুই গায়ে মাখাচ্ছে না।
২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
গ্রিন জোন বলেছেন: ঠিক বলেছেন মহা সমন্বয়..............ধন্যবাদ
২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩৯
চাঁদগাজী বলেছেন:
ভারতের সামাজিক অবস্হা শারিরিক প্রেমের উৎপত্তিস্হল
৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:২০
গ্রিন জোন বলেছেন: আমারও তাই মনে হয় চাঁদগাজী..............
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১
মহা সমন্বয় বলেছেন: গবেষণার বিষয়