![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিবাহ :
আলমিত্রা আবার শুধালো প্রভু তুমি বিবাহ বিষয়ে কি বলো? এবং তিনি উত্তরে বললেন, তোমরা একত্রে জন্মগ্রহণ করেছ এবং চিরকাল একত্রে থাকবে।
মৃতু্যর শুভ্র ডানা যতি তোমাদের ছিন্নভিন্ন করে দেয় তবুও তোমরা অবিচ্ছিন্ন থাকবে।
হ্যা বিধাতার নিরব স্মৃতিতেও তোমরা একত্রে থাকবে। তবে একত্রে থেকেও তোমাদের মাঝে দূরত্ব বজায় থাক এবং তোমাদের মাঝে স্বর্গের বাতাস নেচে নেচে বয়ে যাক।
তোমরা একে অপরকে ভালবাস কিন্তু ভালবাসার বন্ধন গড়ে তোল না, বরং তোমাদের ভালবাসা হোক দুটি হৃদয়ের বেলাভূমির মাঝে এক উচ্ছ্বসিত সমুদ্র।
তোমরা একে অপরের পেয়ালা ভরে দাও, কিন্তু একই পেয়ালা থেকে পান করো না। তোমরা একে অপরকে নিজ খাদ্যের ভাগ দাও কিন্তু একই খাদ্য খেও না।
তোমরা একত্রে গান গাও, নৃত্য করো এবং আনন্দে মেতে ওঠো কিন্তু তোমরা প্রত্যেকে থেক স্বতন্ত্র।
কারণ বীণার প্রতিটি তার যদিও স্বতন্ত্র তবুও তারা একই সুরে শিহরিত হয়।
তোমরা তোমাদের হূদয় বিনিময় করো কিন্তু একে অপরের হাতে তা সঁপে দিও না।
কারণ একমাত্র মহাজীবন তার হাতে তোমাদের হৃদয়কে ধারণ করতে পারে। তোমরা একত্রে থাক কিন্তু অতি সংলগ্ন হয়ে থেকো না।
কারণ মন্দিরের স্তম্ভগুলো তাদের মধ্যে দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে থাকে এবং ওক ও সাইপ্রেস গাছ একে অপরের ছায়ায় বাড়তে পারে না।
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০
গ্রিন জোন বলেছেন: আসলেই কঠিন ....................
২| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪
দীপংকর চন্দ বলেছেন: মনোমুগ্ধকর নিঃসন্দেহে!
অনিঃশেষ শুভকামনা।
ভালো থাকবে। অনেক। সবসময়।
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
গ্রিন জোন বলেছেন: আপনাকেও শুভ কামনা .........
৩| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
অনন্যা নাসরিন অবন্তি বলেছেন: বইটির pdf কপিটি পাওয়া যাবে/?
১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮
গ্রিন জোন বলেছেন: আমারবইডটকমে পেতে পারেন......................
©somewhere in net ltd.
১|
১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:৫১
বিজন রয় বলেছেন: কঠিন!!
+++