নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

গল্পকার

গ্রিন জোন

গল্পকার

গ্রিন জোন › বিস্তারিত পোস্টঃ

প্রধান বিচারপতিকে ধন্যবাদ

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৭


প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, তনু হত্যার ঘটনা একটি আধুনিক অপরাধ। পুরনো মানসিকতায় তদন্ত করে এর সুষ্ঠু বিচার সম্ভব নয়। বর্তমান সমাজ ব্যবস্থার সঙ্গে প্রচলিত ফৌজদারি আইনের মিল নেই। একে ঢেলে সাজাতে হবে। ১৮৯৮ সালের ফৌজদারি আইন দিয়ে তনু হত্যার বিচার করা যাবে না। শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘বাংলাদেশে আইনের সংস্কার ও আইন কমিশন’ এবং ‘সিলেক্টেড রাইটিংস অন ইন্টারন্যাশনাল ল’: কনস্টিটিউশনাল ল অ্যান্ড হিউম্যান রাইটস’ শীর্ষক দু’টি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আরো উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান ড. বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর ও জগন্নাথ বিশ্বাবদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক মাসুম বিল্লাহ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩

চাঁদগাজী বলেছেন:


৪৫ বছর যদি বৃটিশ আইন অনুসারে হত্যাকান্ডের বিচার চলতে পারে, তনু হত্যার বিচারও সেই আইনে হতে পারে; উনি হয়তো নতুন কিছু বলার চেস্টা করে হবুচন্দ্র হয়ে গেছেন।

হত্যার বিচার করতে নতুন আইন করলে ভালো হবে।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭

গ্রিন জোন বলেছেন: তারপরও আমাদের মানসিকতার যে দোষ রয়েছে তা প্রধান বিচারপতি ধরিয়ে দিয়েছেন চাঁদগাজী

২| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:


বাংলাদেশের জন্য আধুনিক অপরাধ হলো 'ইন্টারনেট অপরাধ'; যদিও পশ্চিমে তা পুরাতন হয়ে গেছে

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৭

গ্রিন জোন বলেছেন: আমাদের মানসিকতা চেঞ্জ হলেই সবখানে স্বচ্ছতা আসবে বলে আমি মনে করি।

৩| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: তিনি যদি সত্যিই এমনটি বলে থাকেন তাহলে তিনি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে আমার মনে হয় তনু হত্যার বিচার প্রচলিত আইনেই সম্ভব। যদিও এখনো পযর্ন্ত অপরাধীই সনাক্ত করা যায়নি। ধন্যবাদ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩

গ্রিন জোন বলেছেন: আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেটা হলো- তিনি আমাদের মানসিকতাকে চেঞ্জ করতে বলেছেন.....................মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

প্রামানিক বলেছেন: সাধুবাদ জানাই।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৮

গ্রিন জোন বলেছেন: প্রামানিককেও সাধুবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.