নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

সামুর প্রতি একটু অনুরোধ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১







পিসি খুলে প্রিয় ব্লগে এসেই যে এমন একটা দুঃসংবাদ পাবো তা একবারও ভাবিনি। একজন প্রিয় ব্লগার রেজোয়ানার লিখায় পেলাম আরেক প্রিয় ব্লগারের চলে যাওয়ার দুঃসংবাদ

ইমন যুবায়ের চলে গেছে না ফেরার দেশে। আমরা আর বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে তথ্য সমৃদ্ধ লিখা পাবোনা, পাবোনা ঝর ঝরে সুখ পাঠ্য গল্প । ভাবতেই শূন্যতার হাহাকারে কেঁদে উঠেছে হৃদয়।



একজন ইমন জুবায়ের ! বাংলা ব্লগিং জগতের নান্দনিক নাম। বাংলা ব্লগে বিশেষত সেরা প্লাটফরম সামহয়্যারইন ব্লগে যে কয়জন ব্লগার মৌলিক লিখা অর্থাৎ স্বীয় সৃজনশীলতার গুনে পাঠক সমাদৃত ইমন জুবায়ের তাদের-ই একজন। দল-মত- সাম্প্রদায়ীকতার উর্ধ্বে উঠে লিখে গেছেন নির্লিপ্ত এই লিখক। আমি শোকে এতটাই মুহ্যমান যে বেশী কিছু লিখার বোধ আমি হারিয়ে ফেলেছি। শুধু বলব আমরা আমাদের অন্যতম এক ব্লগার কে হারিয়ে বিশাল শূন্যতায় ডুবে আছি।

আমি নিজেও শ্বাস কষ্টের ভুক্তভোগী। আমিও একদিন এইভাবে চলে যাব। কিন্তু এই নেক্সাস চলে গেলে ব্লগিং জগতের কিছু যায় আসেনা। কিন্তু একজন ইমন যুবায়ের চলে যাওয়া বাংলা ব্লগের জন্য সুবিশাল শূন্যতা, অপূরণীয় ক্ষতি।



আমি তাই চাই ইমন ভাইয়ের প্রিয় ব্লগ সামুতে উনার ছবি দিয়ে কালো পতাকার শোক ব্যানার টানানো হোক। আমরা শ্রদ্ধা জানাই আমাদের প্রিয় সহ ব্লগার কে।



আমরা ব্লগের পক্ষ থেকে প্রিয় ইমান ভাইকে জানাতে চাই " ইমন ভাই তুমি স্রষ্টার অমোঘ নিয়ম পলন করেছো শুধু। কিন্তু সত্যিকার অর্থে চলে যাওনি। তুমি অমর ও অবিনশ্বর থেকে যাবে আমাদের চিন্তায় ও চেতনায় ।



চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়- চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আদ্র রজনী ; চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে...

মন্তব্য ৩৫ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৯

শের শায়রী বলেছেন: ইমন ভাইর জীবন বৃত্তান্ত ষ্টিকি করা হোক

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

অদৃশ্য বলেছেন:





ইমন ভাই...

ব্লগে শ্রদ্ধা করবার মতো ব্যক্তিদের মাঝে আপনি ছিলেন উন্যতম.... কখনোতো আপনার সাথে দেখা হয়নি.... কথা হয়নি... শুধু আপনার কিছু লিখা পাঠেই আপনাকে চেনা....

আপনি হয়েগিয়েছিলেন প্রিয়জনদের একজন.... আপনি ছিলেন... এই যে এখনতো আছেন... এভাবেই থেকে যাবেন...

আপনার আত্মার মাগফিরাত কামনা করছি... আর প্রার্থনা করছি আপনার জন্য চির শান্তির...

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৯

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৭

ক্ষুধিত পাষাণ বলেছেন: ইমন জুবায়ের ভায়ের প্রতি শ্রদ্ধা জানাতে আপনার আমার একই প্রত্যাশা সামু গুরুত্ব দেয়ায় কৃতজ্ঞতা জানাই।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

নেক্সাস বলেছেন: সামুকে অনেক ধন্যবাদ।

সেই সাথে যদি সম্ভব হয় উপরে ( রিকসা ব্যানারে) একটি ব্যানার তৈরি করে লাগালে আরো বেশী ভাল হত

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

চেয়ারম্যান০০৭ বলেছেন: সামুকে ধন্যবাদ অনুরোধ টি রাখার জন্য।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

অপূর্ণ রায়হান বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন. :(

সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

প্রাইসলেস প্রিন্সেস বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমি।:(

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

চান্কু মিয়া বলেছেন: ধন্যবাদ সামু

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

অন্তহীন বালক বলেছেন: চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়- চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আদ্র রজনী ; চলে গেলে আমারো অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে...

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মাথাল বলেছেন: শের শায়রী বলেছেন: ইমন ভাইর জীবন বৃত্তান্ত ষ্টিকি করা হোক

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

ফারাহ দিবা জামান বলেছেন: উনার লেখা কেন যে এতদিন আমার চোখে পড়ল না জানি না--
এখন হয়ত সবগুলোই পড়া হবে--
কিন্তু কমেন্ট করা হবে না--
কারন-
কি বোর্ডের ওপারে কেউ থাকবে না--
পরিচিত পাস ওয়ার্ডে কেউ আর সেই নিকে ঢুকবে না,
কি অদ্ভুত,
তাই না?
মৃত্যুটাই সত্য
আর সহজ,
বেঁচে থাকা একটা অলৌকিক বিষয়।
আমি তো উনাকে এত চিনতাম না,
কিন্তু
কেন যে,
বুকের মাঝে ওরকম খারাপ লাগছে,
বুঝতে পারছি না।

আত্মার মাগফিরাত কামনা করছি কায়মনো প্রাণে----

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

১২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১

রাতের বাংলা বলেছেন: আমি তার ও তার ঘরের কিছু ছবি সামুতে দেওয়ার চেষ্টা করবো

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৪

কামরুল হাসান শািহ বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

রোমেন রুমি বলেছেন: মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?

তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

আমি বাঁধনহারা বলেছেন:
আল্লাহ যেন উনাকে জান্নাতে নসিব করেন।
আমরা উনার অপ্রত্যাশিত বিদায়ে শোকাহত!!!

শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:
ইমন ভাইয়ার আত্মার মাগফেরাত কামনা করছি ---
আল্লাহ যেন উনাকে বেহেস্ত নসীব করেন --আমীন

আর ব্লগার শায়মা আপুর পোষ্টে দেওয়া ছবিটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে
ছবিটা তে কিছু ডিটেইলস আছে --- এবং অনেক গুছানো ---

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

তাসবীর আহমাদ বলেছেন: ইমন ভাইর আত্মার মাগফেরাত কামনা করি।মুনাজাত করি- আল্লাহ উনাকে বেহেস্ত নসীব করেন।

০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

নেক্সাস বলেছেন: আপনাকে এবং সামুকে ধন্যবাদ

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৫

থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: শ্বাসকষ্ট নিয়ন্ত্রনে রাখার জন্য চেষ্টা করেন । অযথা মনোবল হারাচ্ছেন কেনো ?

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৬

শায়মা বলেছেন: ইমনভাইয়া বেঁচে থাকুক আমাদের হৃদয়ে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.