নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

মাঝির নৌকায় এখন বিষাদ ভর করে-

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৫





জীবন নৌকায় বিষাদের পাল তুলে মাঝি

নিঃসঙ্গ দাঁড় টানে নিরুদ্দেশ,

বালিয়াড়ি জুড়ে কাঁপে তার শীর্ণ ছায়া,

পরিযায়ী পানকৌড়ি ফিরে গেছে; শুধু রেখে

গেছে নোনা জলে জলকেলির ইতিহাস;



একদিন মাঝি,

ভেবেছিল ময়ুরপঙ্খী ভাসাবে ভর দরিয়ায়,

ভালবাসা বুকে খুঁজে নেবে দ্বীপ এক,

এলাচের মৌসুমী সুগন্ধে ভরা।

হাজার রং প্রজাপতি উড়িবে সেথা লবঙ্গের বনে,

রাস পূর্নিমার রাতে কপোত কপোতি নিঃসংকোচ

জাগিবে নক্ষত্রের সুধা পানে-

নীল জলে ভেসে ভেসে রচিবে গান,লিখিবে

অজস্র প্রণয় কাব্য গাংচিলের প্রশস্ত ডানায়;



হায় !

সুনামী হেনেছে আঘাত অফ্রোদিতির ঘুম রাতে;

করুন চোখে দেখেছে স্বপ্নান্ধ মাঝি

নীল জলে ঝড়ের তান্ডব।

যেখানে ভালবাসা ছিল স্বচ্ছ মাছের পিঠে,

সেখানে ঘৃণা এসে জমেছে মাতাল অন্ধকারে;

স্রোতে ভেসে গেছে সব প্রজাপতির লাশ,

মরে গেছে গাঙচিল-

ভালবাসার জোনাকী-

একে একে সব;

বালিয়াড়ির বুকে শুধু পড়ে আছে

কারো রেখে যাওয়া পদচিহ্ন নিথর নিরব;





মাঝির নৌকায় এখন বিষাদ ভর করে

স্যাঁতস্যাঁতে মাস্তুলে,

বিধ্বস্ত এলাচের বনে ডানা ঝাপটায় অচেনা ঈগল,

আর ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হয় নিরেট শূন্যতা।

মন্তব্য ১০৬ টি রেটিং +২১/-০

মন্তব্য (১০৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

আমি বাঁধনহারা বলেছেন:



খুব সুন্দর তব কবিতা
আবগেমাখা তব কথা।
মন্তব্য করার নাই ভাষা
শুধু নিন ভালোবাসা।


ভালো লাগল+++++


ভালো থাকবেন
মনে রাখবেন!!!!

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২২

নেক্সাস বলেছেন: কেন মন্তব্য করার ভাষা নেই?

সবার নিজ নিজ ভাষা আছে। আপনারো আছে।

ধন্যবাদ পড়ার জন্য

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: +++++++

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ব্যাঙ

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৪

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
মাঝির নৌকায় এখন বিষাদ ভর করে
স্যাঁতস্যাঁতে মাস্তুলে,
বিধ্বস্ত এলাচের বনে ডানা ঝাপটায় অচেনা ঈগল,
আর ক্রমশ গাড় থেকে গাড়তর হয় নিরেট শূন্যতা।


ভালো লাগলো।

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

রেজোওয়ানা বলেছেন: ঘু মঘরে সুনামী!


চমৎকার ......

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৯

নেক্সাস বলেছেন: বাহ! রেজোয়ানা আপু দেখি আমার এখানে।

ভাললাগা ও কৃতজ্ঞতা।

ধন্যবাদ আপা

৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

সিডির দোকান বলেছেন: ভালা অইছে রে...

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৭

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সিডির দোকান

৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

সোনালী ডানার চিল বলেছেন:
স্বপ্নাভ পরিভ্রমণে আবেগী কল্পনায় বিষাদী মাঝিকে ভালোলাগলো খুব!!

শুভকামনা কবি।।

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৬

নেক্সাস বলেছেন: মাঝি স্বপ্নাবিষ্ট ছিল ভালবাসার হাতে হাত রেখে।
পরিযায়ী পানকৌড়ির ভালবাসা মাঝি কে কল্পনার এলাচ দ্বীপে ভাসিয়ে নিয়ে গিয়েছে বহুবার। পানকৌড়ির বন্ধুত্বে মাঝি দেখেছিল জীবনের রংধনু ভোর।

কিন্তু ইচ্ছার পরাধীনতায় মাঝির প্রিয় সমুদ্রে সুনামি এসেছে প্রেমের দেবী ঘুমিয়ে গেলে। তখন আর পানকৌড়ি মেনে নেয়নি মাঝির দুঃসময়। সে ফিরে গেছে তার নিজস্ব আবাস ভূমে। নিষঙ্গ মাঝির জন্য শুধু রেখে গেছে নিরেট শূন্যতা আর হারানো স্বপ্নের শোকগাঁথা।


অনেক অনেক ধন্যবাদ সোনালী ডানার চিল

৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

রাইসুল নয়ন বলেছেন: বেয়াদবী মাফ করবেন ভাইয়া,
ভুলটা চোখে পরল, আপনাকে জানালাম তাই ।।
দয়া করে অন্য ভাবে নেবেন না, আমি আপনার একজন ভক্ত ।।

মন্তব্য টি মুছে ফেলুন ।।
স্রোতে ভসে গেছে সব প্রজাপতির লাশ,

১২ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪

নেক্সাস বলেছেন: ইটস ওকে নয়ন। ওটা ছাপাখানার ভূত। দেখিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই। ভাল থেকো। বেশী বেশী লিখো।


৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

সুনীল সমুদ্র বলেছেন:

যেখানে ভালবাসা ছিল স্বচ্ছ মাছের পিঠে,
সেখানে ঘৃণা এসে জমেছে মাতাল অন্ধকারে;
স্রোতে ভসে গেছে সব প্রজাপতির লাশ,
মরে গেছে গাঙচিল-
ভালবাসার জোনাকী-
একে একে সব;


-- ভালো লাগলো খুব।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সূনীল ভাই

আপনাদের প্রেরণা লিখায় গতি আনে।

৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

কান্ডারি অথর্ব বলেছেন:

++++++++++++ভাল লাগল কবিতাটি পড়ে।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই।

১০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট
হায় মাঝি
খেয়া ঘাট শুন্য কেন আজি
সবই ধুসর
আজও বাজে ভরা সাঁজে সেই ভাটিয়ালী সুর

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

নেক্সাস বলেছেন: বাহ ! এত সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ

১১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: মাঝির নৌকায় এখন বিষাদ ভর করে
স্যাঁতস্যাঁতে মাস্তুলে,
বিধ্বস্ত এলাচের বনে ডানা ঝাপটায় অচেনা ঈগল,
আর ক্রমশ গাড় থেকে গাড়তর হয় নিরেট শূন্যতা।

অসাধারণ।

ভালো হয়েছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০২

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সবসময় সাথে থাকার জন্য আনোয়ার ভাই।

১২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

পারভেজ আলম বলেছেন: ভাল লাগছে

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

নেক্সাস বলেছেন: পারভেজ ভাই আপনাকে আমার ব্লগে দেখে ভাল লাগল। ধন্যবাদ অনেক

১৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

সুপান্থ সুরাহী বলেছেন:
ভাল লাগায়
+++++++++++++++++

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি সুরাহী। মেলাদিন পর নেক্সাসের বাড়ি এলেন

১৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৮

হাসান মাহবুব বলেছেন: বরাবরের মতই সুন্দর।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় হাসান ভাই। সময় করে এসে পড়ে যাওয়ার জন্য। আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র কমেন্টগুলোই বিশাল প্রেরণা।

কবিতায় খুব বেশী জটিলতা আনতে পারিনা। যা নিজে বুঝিনা তা অন্যকে বুঝাতেও চেষ্ঠা করিনা বা পারিনা। রূপক কবিতা লিখতে পছন্দ করি । তাই চেষ্ঠা করি।

আমার কবিতার ভাষা নিজ থেকে সহজিয়া হয়ে যায়। তাই অনেকে হয়তো সেটা কে কবিতা বলতে নারাজ। তবুও আমি লিখি আপন ঢংয়ে।

কেউ কেউ বলেন কবিতায় জীবনান্দের ছা্যা পড়ে। আমি জানি সেটা আমার নিজের অজান্তে। কবিতা আমার কাছে প্রার্থনার মত। মূলত জীবনানন্দের কাছ থেকেই আমি সেই প্রার্থনার দীক্ষা নিয়েছি। কাজেই গুরু যদি শিষ্যের প্রার্থনায় ঢুকে যায় তবে সেটা আমার কাছে স্বাভাবিক।


হাসান ভাই অগ্রজ সাহিত্যিক হিসেবে কবিতায় গঠনমূলক সমালোচনা আশা করি।

ভাল থাকবেন

১৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
গুড লাক!

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কদম কন্যা

১৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

ফারাহ দিবা জামান বলেছেন: মাঝির নৌকায় এখন বিষাদ ভর করে
স্যাঁতস্যাঁতে মাস্তুলে,================

তবু এই তো জীবন নেক্সাস।
এভাবেই বাঁচে মানুষ,
আবার নতুন করে,
জীবনের তাগিদে।

পোস্টে প্লাস--
এ কথাটা বলার চেয়ে নীরবে কাজটি করি।
বলতে জানি কেমন লাগে।

কবিতা ভালো লেগেছে।

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

নেক্সাস বলেছেন: তবু এই তো জীবন নেক্সাস।
এভাবেই বাঁচে মানুষ,
আবার নতুন করে,
জীবনের তাগিদে

বাঁচতে হয়
আর বাঁচতে বাচঁতে দেখা হয় পানকৌড়ির নতুন রূপ


ধন্যবাদ দিবা সবসময় সাথে থাকার জন্য

১৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

সামসজীব বলেছেন: দারুন

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

১৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

সাহিদা আশরাফি বলেছেন: এত বিষাদ কেন মাঝি?

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

নেক্সাস বলেছেন: মাঝি রাত ঘুমে সুনামী আঘাত হেনেছে বলে বিষাদ

১৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

ইখতামিন বলেছেন: এখনও আমি মাঝ সাগরে
সাতরিয়ে চলেছি.
নাহি কূল - নাহি তাহার কোনো কিনারা.
হতাশ এই আমি.

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৩

নেক্সাস বলেছেন: মাঝি কে নৌকা যে বাইতেই হবে। স্বপ্ন থাকুক আর নাই থাকুক।

ধন্যবাদ ইখতামিন ভাই

২০| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

বাসুদেব খাস্তগীর বলেছেন: ভালো লাগলো কবিত। শব্দ চয়ন ,ভাব চমৎকার।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা খাস্তগির ভাই

২১| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম ।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৫

নেক্সাস বলেছেন: প্রিয় নাহোল ধন্যবাদ আপনাকে

২২| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রনে বলেছেন:

অনেক নাইস

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ছুটি। আছেন কেমন?

২৩| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মাঝির নৌকায় এখন বিষাদ ভর করে
স্যাঁতস্যাঁতে মাস্তুলে,
বিধ্বস্ত এলাচের বনে ডানা ঝাপটায় অচেনা ঈগল,
আর ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হয় নিরেট শূন্যতা।


দারুন।

১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা দূর্জয় ভাই।

২৪| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৭

সায়েম মুন বলেছেন: সুন্দর। অনেক ভাললাগা রইলো।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ সায়েম মুন

২৫| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

ডানাহীন বলেছেন: ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর ভালো লাগা ।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ডানাহীন মানুষ

২৬| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৭

নীলফরিং বলেছেন:


মাঝির নৌকায় এখন বিষাদ ভর করে
স্যাঁতস্যাঁতে মাস্তুলে,
বিধ্বস্ত এলাচের বনে ডানা ঝাপটায় অচেনা ঈগল,
আর ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হয় নিরেট শূন্যতা।


বিষাদের চিরন্তন রুপ। অসাধারণ প্রকাশভঙ্গী। ভালোলাগার চিহ্ন জমা দিলাম।

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২

নেক্সাস বলেছেন: একজন ভালবাসা হারানো মানুষ এখানে মাঝির রূপকে। যে তা ভালবাসার পানকৌড়ি হারিয়ে অসীম শূন্যাতায় নিজেই হারিয়ে গেছে।

ধন্যবাদ নীল রংগা ফরিং পড়ার জন্য

২৭| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

জুন বলেছেন: কবিতা মনে হলো ভালোলাগা এক বিষাদসিন্ধু :( .
শুনে আশ্চর্য হবেন ১২ই জানুয়ারীতে আপনার সর্বশেষ এডিট করা কবিতায় ১২ই জুন জন্ম নেয়া একজন ১২ তম প্লাস দিয়ে গেল :)
+

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জুন। ১২ নিশ্চয় শুভ সংখ্যা।

কবিতায় ভাল লাগাতে পেরে ভাল লাগছে।

খারাপ লাগলেও বলবেন ভাই।

২৮| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩১

জেমস বন্ড বলেছেন: সুন্দর :)




জুন আফা - :|| :||

১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ জেমস বন্ড

২৯| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫

ইখতামিন বলেছেন: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১

নেক্সাস বলেছেন: রিপোর্ট করা হয়েছে।

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০

জুন বলেছেন: tomar post giyechi, cmnt o koreychi :) @ james bond

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪১

নেক্সাস বলেছেন: :) :) :) :)

৩১| ১২ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: FREE THINKER নিকটির ব্যান চাই। কারণ: নারীদের প্রতি প্রত্যক্ষ অপমান ও ধর্ষকদের সমর্থন দিয়ে ধর্ষিতাদের দায়ী করা।ওর পোস্টে যান ও সবাই রিপোর্ট করবেন প্লিজ....

১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০২

নেক্সাস বলেছেন: রিপোর্ট করা হয়েছে

৩২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০২

নোমান নমি বলেছেন: কবিতায় অন্যরকম একটা তাল ছিল। ভালো লাগছে।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নোমান নমি। শুধুই কি ভাল লাগা নাকি মন কে ছুঁয়ে যাওয়া। মন কে ছুঁয়ে যেতে পারব যেদিন সেদিন বলব আমি লিখি

৩৩| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৩

অনীনদিতা বলেছেন: অসাধারন...:)
এগিয়ে যান।

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৭

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ অনিনদিতা।

বাই দ্যা ওয়ে আপনার সব পোষ্ট ড্রাফট কেন?

৩৪| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২

মেহেরুন বলেছেন: ১৪ তম ভালো লাগা রইলো। আছেন কেমন???

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫০

নেক্সাস বলেছেন: ভাললাগার জন্য ধন্যবাদ। আশা করি নিয়মিত পড়ে অনুভূতি জানাবেন।

৩৫| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২১

রাজসোহান বলেছেন: মাঝির নৌকা ভর্তি ফড়িং ডানা, মাঝি এখন স্বপ্ন দেখে বসন্ত দিনের। :)

১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সোহান ভাই। না ভাই মাঝি এখন বসন্ত দিনের স্বপ্ন দেখেনা। মাঝির স্বসন্ত সূর্য অস্তমিত হয়েছে বিধ্বস্ত এলাচ বনের আড়ালে। এখন জীবনের তটরেখা জুড়ে কেবল চির পৌষের শূন্যতা।


৩৬| ১৩ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৪

অনীনদিতা বলেছেন: এমনি এমনি ড্রাফটে নিলাম।রেস্ট নিতে পাঠিয়েছি।:)

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

নেক্সাস বলেছেন: রেষ্ট শেষ.।এবার তাদের ফিরিয়ে আনুন

৩৭| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

অদৃশ্য বলেছেন:



সুন্দরের স্পর্শে প্রশান্তি..... সুন্দর থেকে বিচ্ছিন্ন হলেই হতাশার জন্ম

মাঝি কি তবে ফিরে গেলো/চলে গেলো অন্য কোথাও অন্য কোন সুন্দরের অনুসন্ধানে !

________

সুন্দর হয়েছে লিখাটি



শুভকামনা....

১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

নেক্সাস বলেছেন: না মাঝি যায়নি। মাঝি ইচ্ছার পরাধীনতায় পরাজিত ম্লান বেশে এখনো নৌকা চালায় তবে নিরুদ্দেশ। সে জানেনা তার উপকূল কোথায়।


ধন্যবাদ অদৃশ্য

৩৮| ১৩ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

এসএমফারুক৮৮ বলেছেন: সুন্দর কবিতা।

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:২১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ফারুক ভাই ।

৩৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

সান্তনু অাহেমদ বলেছেন: বিধ্বস্ত এলাচের বনে ডানা ঝাপটায় অচেনা ঈগল,
আর ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হয় নিরেট শূন্যতা।

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সান্তনু ভাই

৪০| ১৪ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

সালমাহ্যাপী বলেছেন: বাহ অনেক সুন্দর তো। !!!


অনেক ভালো লাগা

১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

নেক্সাস বলেছেন: বাহ! সালমা হ্যাপি কমেন্ট করেছেতো।



অনেক অনেক ধন্যবাদ সালমা

৪১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

শায়মা বলেছেন: অনেক অনেক ভালোলাগা!!!:)

১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯

নেক্সাস বলেছেন: অনেক তাজা ধইন্যাপাতা শায়মা

৪২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

শান্তা273 বলেছেন: কবিতায় ভালোলাগা রইল খুবই!

১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৪২

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শান্তা।

৪৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

নক্ষত্রচারী বলেছেন: অনেক সুন্দর !

১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই

৪৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

ইখতামিন বলেছেন:
আপডেটঃ আসিফ মহিউদ্দীন এখন আশঙ্কামুক্ত
এক পলকে ব্লগার আসিফ মহিউদ্দীন
♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣♣
আসিফ! তুমি মৃত্যুঞ্জয়ী। তুমি অতিদ্রুত সুস্থ হয়ে ফিরে এসো। এই কামনায় আমি - ইখতামিন।

১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

নেক্সাস বলেছেন: প্রিয় ইখতামিন বার বার ভিডিও দেওয়াটা এক ধরনের স্পামিং। আশা করি ভিডিও ছাড়া কমেন্ত করবেন। ধন্যবাদ আপনাকে

৪৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৮

নীলঞ্জন বলেছেন: অনেক ভালোলাগা রইল নেক্সাস।+++++++++

শুভ কামনা।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

নেক্সাস বলেছেন: নীল দা সুভেচ্ছা এবং ধন্যবাদ।

৪৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

রাইসুল নয়ন বলেছেন:
আগে তো যেতেন আমার বাড়ি, এখন যে কেনও যান না !!

সময় পেলে আসবেন বোধ করি, অপেক্ষায় থাকবো কবি,,

১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১

নেক্সাস বলেছেন: যাই তো। আপনি আমার অনুসারিত ব্লগার

৪৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০১

সোমহেপি বলেছেন: জীবন্ত কবিতা।

অনেক ভাললাগা।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৭

নেক্সাস বলেছেন: অনেক অেনক ধন্যবাদ সোমহেপি আপনাকে

৪৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

সিরাজ সাঁই বলেছেন: আপনার প্রাপ্য প্লাস দিলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৪৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৩

মাহী ফ্লোরা বলেছেন: কবিতা ভাল লাগলো নেক্সাস!


শুভকামনা।

১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মাহি ফ্লোরা আপা....

৫০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২

অদ্বিতীয়া আমি বলেছেন: সুন্দর কবিতা।ভালো লাগলো ।++++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

নেক্সাস বলেছেন: পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অদ্বিতীয়া আপনাকে।

৫১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

রঙ তুলি ক্যানভাস বলেছেন: "মাঝির নৌকায় এখন বিষাদ ভর করে
স্যাঁতস্যাঁতে মাস্তুলে,
বিধ্বস্ত এলাচের বনে ডানা ঝাপটায় অচেনা ঈগল,
আর ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হয় নিরেট শূন্যতা" ++

বিষাদ সুন্দর...

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

নেক্সাস বলেছেন: অনেক দিন পর দেখলাম প্রিয় রঙ আপনাকে।

কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ।

কেমন আছেন?

৫২| ১১ ই মার্চ, ২০১৩ রাত ২:০৫

শ্রাবণ জল বলেছেন: মাঝির নৌকায় এখন বিষাদ ভর করে
স্যাঁতস্যাঁতে মাস্তুলে,
বিধ্বস্ত এলাচের বনে ডানা ঝাপটায় অচেনা ঈগল,
আর ক্রমশ গাঢ় থেকে গাঢ়তর হয় নিরেট শূন্যতা।


সুন্দর।

১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৪

নেক্সাস বলেছেন: অনেক দিন পর সুন্দর করে কমেন্ট করার জন্য একজন শূন্য মানুষের পক্ষ থেকে ধন্যবাদ ভাই

৫৩| ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪

shfikul বলেছেন: +++

৩০ শে মার্চ, ২০১৩ সকাল ১০:৪৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শফিকুল ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.