নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

বিবেক তোমার কি লজ্জা হয়না?

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২০



আমাদের নির্মল সকাল গুলো দখল

করে নিয়েছে কিছু নৃশংস শুকর,

এদের বিষাক্ত ছায়ায় ক্রমশ কালো হয়ে উঠছে

শান্ত রাত, যত রোদ মাখা দুপুর;

মর্ত্যের অভিশাপ এসব পিশাচেরা,

উঠে আসে কালো রাতের গোপন সুড়ঙ্গে

তারপর কামুক কুত্তার মত ঝাঁপিয়ে পড়ে

শিশু থেকে প্রৌঢ়া রমণীর গোপন অঙ্গে।

দাঁতাল দংশনে বিবর্ণ কত নিস্পাপ মুখ

ঝরে গেছে অকাল শতদল,

কত বোনের উরু বেয়ে নেমে আসা রক্তস্রোত

ধরণীর লজ্জায় শুকিয়েছে খরতাপে।



সভ্যতার কলংক এসব নরপশুদের

জাত নেই, কূল নেই, নেই কোন ধর্ম

এরা আবর্জনাভূক ইতর প্রানী-

দাঁতাল বুনো বরাহের দল,অসুর-বদমাশ;

এদের কর্কশ শব্দ আর শরীরের উৎকট গন্ধে

ক্রমশ ভারি হয়ে উঠে প্রিয় ধরিত্রির বাতাস।



আর কাত কাল চলবে শুয়োরের সাথে

পাপের সহবাস, নির্লজ্জ বণিবনা?

বিবেক! তোমার কি লজ্জা হয়না?

হে বিবেক! লজ্জিত হও, জেগে উঠো এবার

এসেছে প্রতিবাদ-প্রতিরোধে প্রায়শ্চিত্তের কাল;

ঘৃণার আগুনে জ্বলে উঠুক লক্ষ-কোটি মশাল,

ঝলসে যাক দানবের সিংহাসন, স্তব্ধ হয়ে যাক

চিরতরে যত পিশাচ শুকরের বিষাক্ত নিশ্বাস।

অসুর নয় মানুষের পদভারে মুখরিত হোক বসুধা,

আর শুনবোনা, শুনতে চাইনা

আমার বোনের ধর্ষিত হওয়ার লজ্জিত ইতিহাস।











অ:ট : আজ সকালে অফিসে এসে মাত্র বাসলাম। অমনি আমার পিয়ন ছেলটা বল্ল স্যার প্রতিদিন সকাল বেলা পেপার খুল্লেই খালি ধর্ষন আর ধর্ষন। ওর কথাটা আমার মনে হঠাৎ ভীষন ভাবে নাড়া দিল। কিছুক্ষন ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম। দীর্ঘশ্বাস ছাড়লাম। তারপর আপন মনে কি বোর্ডে হাত চালালাম। কবিতা লিখার ব্যার্থ চেষ্টা। তবুও লিখলাম। কবিতার মনদন্ডে নিছক পাগলামি..



ই কবিতাটা চলমান সমাজ বাস্তবতায় আমার আহত হৃদয়ের হাহাকার। এই কবিতার কথা শব্দ বাণী পাঠকে ছুঁয়ে যায়নি বলে নিজের ব্যার্থতায় দুঃখিত।

শুধু বলবো সবাই নিজ নিজ অবস্থান থেকে সামাজিক অনাচারের বিরুদ্ধে কথা বলুন, সাধ্যমাত প্রতিহত করুন। উট পাখির মত চোখ বুঝে থাকার সময় নয়। অন্ধ হলে প্রলয় বন্ধ হয়না। এই প্রলয় আমাদের অন্ধত্বের সুযোগ নিয়ে একদিন আমাদের সভ্যতাকে পুরোটাই অসাড় করে দিবে।








মন্তব্য ৭৮ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৬

রাইসুল নয়ন বলেছেন: ধিক্কার ঐ শুয়োরের জাতকে,
ওদের মুখে থু দেই,
ঐ কুত্তার দলের কি মা ,বোন নেই !!
আসলেই নেই,
থাকলে ধর্ষণ করতে পারত না।
ওদের ফাঁসি চাই ।।

১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

নেক্সাস বলেছেন: এরা আবর্জনাভূক ইতর প্রানী-
দাঁতাল বুনো বরাহের দল,অসুর-বদমাশ


ধন্যবাদ

২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৯

মেহেরুন বলেছেন: হে বিবেক! লজ্জিত হও, জেগে উঠো এবার
এসেছে প্রতিবাদ-প্রতিরোধে প্রায়শ্চিত্তের কাল;
ঘৃণার আগুনে জ্বলে উঠুক লক্ষ-কোটি মশাল,
জলসে যাক দানবের সিংহাসন, স্তব্ধ হয়ে যাক
যত পিচাশ শুকরের বিষাক্ত নিশ্বাস।

চমৎকার লাগলো ভাইয়া। +++++++

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপুমনি।

আমরা চাই নির্মল ধরিত্রি।

আমরা আর একজন ধর্ষকের ছবি দেখতে চাইনা।

আমাদের কেই প্রতিররোধ করতে হবে সকল অনাসৃষ্টি

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

কান্ডারি অথর্ব বলেছেন:
হে প্রভু আমাদের হেদায়েত দান কর । আর চাইনা এমন শকুনের ভয়াল থাবা ।


+++++২য়

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কান্ডারী। আসুন আমরা যার যার অবস্থান থেকে জ্বলে উঠি অনাসৃষ্টির বিরুদ্ধে। আমরা চাইনা সকুনের ভয়াল থাবা

৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

আমিনুর রহমান বলেছেন: হে বিবেক! লজ্জিত হও, জেগে উঠো এবার
এসেছে প্রতিবাদ-প্রতিরোধে প্রায়শ্চিত্তের কাল;
ঘৃণার আগুনে জ্বলে উঠুক লক্ষ-কোটি মশাল,
জলসে যাক দানবের সিংহাসন, স্তব্ধ হয়ে যাক
যত পিচাশ শুকরের বিষাক্ত নিশ্বাস।



অসাধারণ। প্রথম ভালো লাগা।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই



আমরা চাই নির্মল ধরিত্রি।

আমরা আর একজন ধর্ষকের ছবি দেখতে চাইনা।

আমাদের কেই প্রতিররোধ করতে হবে সকল অনাসৃষ্টি

৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

একজন আরমান বলেছেন:
আমরা বোধ হয় নির্লজ্জ হয়ে যাচ্ছি দিন দিন !

ধিক আমায় ! ধিক আমাদের !!

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

নেক্সাস বলেছেন: আমরা নির্লজ্জ বলেই দানবেরা এত শক্তিশালী।

আমাদের জেগে উঠার সময় হয়েছে


ধন্যবাদ

৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
৪র্থ ভালো লাগা।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২২

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো। ঝাঁঝালো কবিতা।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৮

নেক্সাস বলেছেন: ঝাঁঝালো ধন্যবাদ হাসান ভাই


আমাদের জেগে উঠার সময় হয়েছে

৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৪

তামিম ইবনে আমান বলেছেন:
এরকম জ্বালাময়ী কবিতা সামুতে কমই আসে

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ তামিম ভাই।

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

দেবদাস. বলেছেন: ধিক্কার ঐ শুয়োরের জাতকে,
ওদের মুখে থু দেই,
ঐ কুত্তার দলের কি মা ,বোন নেই !!
আসলেই নেই,
থাকলে ধর্ষণ করতে পারত না।
ওদের ফাঁসি চাই ।।


লেখক আপনাকে ধন্যবাদ , এভাবেই সবাইকেই সোচ্চার হতে হবে ।


++++++++++++++++++++++++++++++++++++++++++++

১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

নেক্সাস বলেছেন: আপনাকে ধন্যবাদ দেবু বাবু।

এভাবেই সবাইকেই সোচ্চার হতে হবে ।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৯

ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার। খুব ভাল্লাগসে ||

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মুন আপনাকে।


সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

ফারাহ দিবা জামান বলেছেন:

আমাদের নির্মল সকাল গুলো দখল
করে নিয়েছে কিছু নৃশংস শুকর
এদের বিষাক্ত ছায়ায় ক্রমশ কালো হয়ে উঠছে
শান্ত রাত যত রোদ মাখা দুপুর,
====================

শান্ত রাত
রোদ মাখা দুপুর
আবার এই ধরিত্রীতে ফিরে আসুক।

জ্বলে উঠি সবাই যেন বারুদ শলাকায়।
বিবেকের তীব্র ঘর্ষণে
বিদ্যুৎ স্ফুলিঙ্গের মতন।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

নেক্সাস বলেছেন:
ধন্যবাদ ফারাহ দিবা আপনাকে

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৮

মাহী ফ্লোরা বলেছেন: নাহ! বিবেকের আর কিসের লজ্জাবোধ!

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

নেক্সাস বলেছেন: বিবেক যেদিন লজ্জিত হবে সেদিন আমরা সত্যিকার মানুষ

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।


ধন্যবাদ মাহী ফ্লোরা আপনাকে

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

অনীনদিতা বলেছেন: এরা আবর্জনাভূক ইতর প্রানী-
দাঁতাল বুনো বরাহের দল,অসুর-বদমাশ;
এদের কর্কশ শব্দ আর শরীরের উৎকট গন্ধে
ক্রমশ ভারি হয়ে উঠে প্রিয় ধরিত্রির বাতাস।

কি বলবো!!!! আপনার লেখনি নাকি যে বিষয়ে লিখেছেন তারকথা!!
চমতকার ভাবে ফুটিয়ে তুলেছেন সেই সব পশুদের চেহারা।

নেট এ প্রবলেম তাই ভালো লাগাও দিতে পারলামনা।প্রিয় করেও নিতে পারলামনা।:(

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অনীনদিতা।


এসব পশুদের চেহারা চমৎকার নয় বলুন কুৎসিত ভাবে ফুটে উথেছে।


সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
এক দুটো দৃষ্টান্তমুলক শাস্তি খুবই জরুরী হয়ে পড়ছে।
শুয়োরদের উৎপাত বেড়েই চলছে দিন দিন।
সমাজ, পরিবার এর দায় এড়াতে পারে না।

ঝাঝালো কবিতায় ভালো লাগা।
শুভকামনা কবি।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় দূর্জয় ভাই।

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

আরজু পনি বলেছেন:

বোধ জাগানো কবিতা।
পশুদের বোধদয় হোক।

মানুষরূপী পশুগুলো মানবিক হোক।





ভালো লাগা বাটনটা আগেই চেপে গিয়েছিলাম পড়ে মন্তব্য করার আশায়।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ পনি আপনাকে অনেক দিন পর কেমন্ট করার জন্য।


সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮

ছোট্ট নিথী বলেছেন: স্তব্ধ হয়ে পড়লাম। অসাধারণ!!!!! ++++

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ছোট্ট নিথী বাবু।

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৬

শান্তা273 বলেছেন: আর শুনবোনা, শুনতে চাইনা
আমার বোনের ধর্ষিত হওয়ার লজ্জিত ইতিহাস।

ধর্ষকদের ফাঁসি চাই।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ শান্তা আপনাকে।


সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৮

ইনকগনিটো বলেছেন: আর কাত কাল চলবে শুয়োরের সাথে
পাপের সহবাস, নির্লজ্জ বণিবনা?
বিবেক! তোমার কি লজ্জা হয়না?


এই জায়গাটা ভাল্লাগসে সবেচেয়ে বেশি।


সুন্দর কবিতা। শুভেচ্ছা, নেক্সাস সাহেব।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই ইনকগনিটো।

কবিতার কথা যা তা । সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

সায়েম মুন বলেছেন: আহত হৃদয়ে লিখেছেন বলে ঝাঝালো হয়েছে।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় মুন

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

নীলঞ্জন বলেছেন: আর কাত কাল চলবে শুয়োরের সাথে
পাপের সহবাস, নির্লজ্জ বণিবনা?
বিবেক! তোমার কি লজ্জা হয়না?
- বিবেকবোধ জাগ্রত হোক সবার।

আমরা দিন দিন কি হচ্ছি!! মাই গড!! সারা দেশে একই অবস্থা। দেশে পর্ণোগ্রাফি সাইটগুলো বন্ধ করা উচিত। আর সরকারের উচিত শক্ত হাতে এসব ব্যাপারগুলো দমন করা। অন্যথা অনাচার আর দূরাচারে ভরে যাবে সমাজ ও দেশ।

মানুষ যদি শান্তিতে চলতে ফিরতে আর ঘুমাতেই না পারে, কোন উন্নতির বয়ানে কোন লাভ হবে না, সরকার। কোন ফিরিস্তি দিয়ে কোন লাভ হবে না। সরকার চাইলে এসব কিছুই বন্ধ করা যায় শক্ত হাতে।

ঢাকা শহর কি তবে আতংকের শহরে পরিণত হলো!!!!!!!!!! এর দায় সরকার ও জনগণ সবাইকেই বহন করতে হবে। জনগণকে এই জন্য যে আইনশৃঙ্খলার ব্যাপারে সরকারকে জোড়ালো আবেদন বা প্রতিবাদ জানাচ্ছে না।

সকলের শুভ বোধের উদয় হোক।

কবিতায় অনেক ভালোলাগা নেক্সাস। প্রতিবাদে সহযাত্রী হলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৮

নেক্সাস বলেছেন: ধন্যবাদ নীল দা সুন্দর কমেন্ট করার জন্য। চাইলেই এসব দানবের পথ চলা ঠেকিয়ে দেওয়া যায়। প্রয়োজন সচেতনতা, প্রতিবাদ, প্রতিরোধ। প্রয়োজন রাষ্ট্রযন্ত্রের সঠিক দায়িত্ব পালন করা।

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

মনিরা সুলতানা বলেছেন: অসুর নয় মানুষের পদভারে মুখরিত হোক বসুধা,
আর শুনবোনা, শুনতে চাইনা
আমার বোনের ধর্ষিত হওয়ার লজ্জিত ইতিহাস।




অনেক ভাল লাগলো ।।
আমাদের মনে র অন্ধকার দিক গুল আলকিত হয়ে উঠুক ।।

এই প্রত্যাশা :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মনিরা সুলতানা আপনাকে।

আমরা চাইলে আমাদের বসুধা সুন্দর হতে বাধ্য।

শুধু চাওয়ায় থাকতে হবে সততা আর নিষ্ঠা।




সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

২২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

প্রাইসলেস প্রিন্সেস বলেছেন: ভাল লেগেছে অনেক............ :)

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৫

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

২৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৩

ঘুমকাতুর বলেছেন: এমন কবিতাই আমার বেশী ভালো লাগে

১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৭

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ঘুমকাতুর

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

২৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

মাহবুবুল আজাদ বলেছেন: আমরা কেবল লিখে যাই আর পড়ে যাই .........মনের মাঝে সুপ্ত আশা নিয়ে যদি বদলে দেয়া যা্য়। তাই হোক, সকলের আশা আলোর মুখ দেখে সমাজকে আলোকিত করুক। কেমন আছেন ভাই?

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

নেক্সাস বলেছেন: আজাদ ভাই ভালো আছি।

মনে রেখেছেন বলে কৃতজ্ঞতা।




সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

২৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

গ্রহণ কালের অথিতী বলেছেন: লজ্জিত হোক বিবেক। কথা বলুক জাতীয় দূর্দিনে।

সমাজ বাস্তবতায় বিপ্লবী কবিতায়++

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১

নেক্সাস বলেছেন: সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।



ধন্যবাদ অথিতি

২৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

সপ্নাতুর আহসান বলেছেন: অসাধারণ। + দিলাম।

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

নেক্সাস বলেছেন: সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

২৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০

শ।মসীর বলেছেন: :(:(

১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

নেক্সাস বলেছেন: কল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

২৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন: বিবেক! তোমার কি লজ্জা হয়না? :( :( :( :( :(

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

নেক্সাস বলেছেন: সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

ধন্যবাদ আপনাকে ভাই

২৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

এসএমফারুক৮৮ বলেছেন: ++

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ফারুক ভাই।সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

৩০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

ভিয়েনাস বলেছেন: সাবাস!!!

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

নেক্সাস বলেছেন: ভূল করে এই পথে এলেন কবি।

ধন্যবাদ আপনাকে ভিয়েনাস।

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

৩১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৯

নীলফরিং বলেছেন:


আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

সাথী হলাম।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় নীলফরিং ।

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

৩২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৬

সাহিদা আশরাফি বলেছেন: এভাবেই জাগ্রত হোক আমাদের সবার বিবেক,সব ক্ষেত্রে।

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৪

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপানকে।

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

৩৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯

মামুন রশিদ বলেছেন: অসাধারন লিখেছেন । ভালো লাগা রইলো ।

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই।

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

৩৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

াংলার জনতা০০৭ বলেছেন: খুব চমৎকার ।

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৩

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জনতা ভাই

৩৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

জুন বলেছেন: আমার কথাটাও তোমার অফিসের ঐ পিওনের মতই। একেক সময় এত নিরুপায় লাগে, মনে হয় চোখ কান বন্ধ রাখতে পারলেই বুঝি শান্তি পেতাম ।
+

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

নেক্সাস বলেছেন: হুম আপা । আমরা চাই আমাদের প্রিয় বসুধা নির্মল হোক।


সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

৩৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

অদৃশ্য বলেছেন:



ভালোলাগা জানিয়ে গেলাম.... বিবেক বড়ই অদ্ভুত জিনিস.... কখনো একপেশলে আবার কখনো দুপেশলে...


শুভকামনা....

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আপনাকে

সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৯

গ্রাম্যবালিকা বলেছেন: এখনো কেন আইন হচ্ছে না!! এখানেও কিসের রাজনীতি!! আর কত সহ্য করবো আমরা!!

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৭

নেক্সাস বলেছেন: আর কত সহ্য করব আমরা?


না আর নয় অন্ধকারে পথ চলা...

কল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।


ধন্যবাদ আপনাকে

৩৮| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৭

সকাল রয় বলেছেন:
প্রতিবাদী কবিতা::::::
অনেক অনেক ভালোলাগা

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

নেক্সাস বলেছেন: দাদা আপনার মন্তব্য পেয়ে ভাল লাগল।

অনেক ধন্যবাদ আপনাকে

৩৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫০

রেজোওয়ানা বলেছেন: দ্রোহের কবিতা, চমৎকার........

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

নেক্সাস বলেছেন: বাহ! রেজু আপা আপনি এলেন তাহলে।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।


সকল অনাচারের বিরুদ্ধে আমরা সোচ্চার থাকলে আমাদের প্রিয় বসুধা একদিন নির্মল হবে । আসুন আমরা কথা বলি। সোচ্চার হই। প্রতিবাদ করি। প্রতিরোধ করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.