নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ফরহাদের খেরো খাতা \n.........\n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নেক্সাস

কে হায় . হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়

নেক্সাস › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সব ভালবাসা নিঃশর্ত হয়না

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৩

এখনো তোমাকে ভালবাসি-

কথাটা নির্লজ্জের মত বলে বেড়াই নির্ঘুম

জোনাকীদের কানে কানে,

আমাদের মৃত ভালবাসা এখন রাজহাঁস

সকাল- সন্ধ্যা ভেসে বেড়ায় প্রিয় নদীটির স্বচ্ছ জলে।

সেই নদীটির তীরে এখনও কি তুমি একা একা হাঁটো?

নাকি নিজেকে গুটিয়ে নিয়েছো

অগন্তুক কুয়াশার ভয়ে?



কত রাত, মধ্যরাত আমি হেঁটেছি তোমার সাথে

আকাশের নক্ষত্র গুনে গুনে

হাইচুনের যান্ত্রিক উষ্ণতায় ...

ব্যাকরণহীন অজস্র কথামালা রাতের ছায়াপথে।

তুমি আমাকে নিয়ে যেতে কমলা লেবুর বনে,

রাস্তার দুপাশে কমলার বনে হলুদ মাতমে

কানামাছি খেলতে খেলতে

তুমি আমাকে দেখিয়েছিলে ফলবতি আপেল বৃক্ষের বুক।



পাশের বাড়ীর কালো বিড়াল এখনো কি কাঁচঘরে এসে

তোমাকে ভয় দেখায়?

যার ভয়ে তুমি এসে লুকাতে বন্ধুর কোমল কবিতায় !

ব্যালকনি'র টবগুলোতে এখনো কি পুঁই শাক বেড়ে উঠে

প্রেয়সীর হাত ধরে ?

সেই মেয়েটি কি এখনো বৃষ্টি ভেজা দুপুরে ছুটে যায়

তার বন্ধুর উষ্ণতায়?

যার গল্প তুমি আমাকে শুনাতে অজস্র ভালুক সন্ধ্যায়।





জেনেছি তোমার জানলায় এখন অসংখ্য শব্দের রোদ

কবিতার উৎসবে অসংখ্য শ্রোতার করতালি,

আমি বহুকাল প্রতীক্ষায় ছিলাম, এমন

প্রগলভ কবিতার উৎসবে যোগ দিব বলে,

কিন্তু আমার তা হয়ে উঠেনি।

যখন কবিতার নিমগ্ন শ্রোতা ছিলাম

তখন তুমি ছিলে বাকহীন শ্বেত পাথরের মূর্তি।





এখন

নিউরণে পুষে রাখা স্মৃতির ক্ষত,

কমলার হলুদ বন

পুঁই শাকের বাড়ন্ত ডাটা,

ছুটে চলা মেট্রো রেলের উদাস জানালা,

একটা লাল পাঞ্জাবী-

প্রতিদিনের অনুজ্জ্বল ধূসর কবিতা।



রাতের সন্তরনে ফিরে আসে

জ্বলে জ্বলে চোখের কালো বিড়াল;

নখের ক্ষিপ্রতায় তুলে নেয় একজোড়া অপরাধী চোখ;

তারপর কানের কাছে ফিস ফিস করে বলে যায়,

"পৃথিবীর কোন ভালবাসা নিঃশর্ত হয়না।"

মন্তব্য ১৩৬ টি রেটিং +২৬/-০

মন্তব্য (১৩৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১০

কান্ডারি অথর্ব বলেছেন:
পৃথিবীর কোন ভালবাসা নিঃশর্ত হয়না।+++++++++++

১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪২

নেক্সাস বলেছেন: ধন্যবাদ

২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
চমৎকার।

হাইচুন কি ?

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ কবি। হাইচুন কি নিজে একটা ভেবে নিন।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: কুয়াসার* কুয়াশার ।

সুন্দর , দৃশ্যকল্পগুলো বেশ ।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় নাহোল ভাই।

কেন জানি এডিট করা যাচ্ছেনা। আপনি বলার আগেও বহুবার চেষ্টা করেছি।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

রাইসুল নয়ন বলেছেন:

কবি এমন করে কেনও লেখেন !!
এতো বাস্তব কি করে আপনার কলম বন্দী হয় !!
জানিনা,
তবে শ্রদ্ধা রইলো আপনার প্রতি আর হৃদয় নিংড়ানো ভালোবাসা কবিতার প্রতি ।।

ভালো থাকুন ।।

১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় রাইসুল নয়ন।

কবিতা হল সময়ের কল্পনা। যা মাথায় আসলো তাই লিখলাম।

ভাল থাকবেন

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

একজন আরমান বলেছেন:
এখন
নিউরণে পুষে রাখা স্মৃতির ক্ষত,
কমলার হলুদ বন
পুঁই শাকের বাড়ন্ত ডাটা,
ছুটে চলা মেট্রো রেলের উদাস জানালা,
একটা লাল পাঞ্জাবী-
প্রতিদিনের অনুজ্জ্বল ধুসর কবিতা।

সত্যিই অসাধারণ।

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ আরমান ভাই

৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

দেবদাস. বলেছেন: ৪ নং +++++++++++


বাহ !! আপনার কবিতায় কেমন যেনো গ্রামের সমস্ত ঘ্রাণ খুজে পাচ্ছি :) । ভাললাগা এবং শুভকামনা নিবেন ।

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। গ্রামের ছেলেতো তাই গ্রামের গন্ধ পাবেনই

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

অনুরণন+টরসন=ট্যান৯০ ডিগ্রী বলেছেন: "পৃথিবীর কোন ভালবাসা নিঃশর্ত হয়না।" :( :( :( :( :(

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

নেক্সাস বলেছেন: ধন্যবাদ অনুরণন ভাই

৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

জুন বলেছেন: সেই নদীটির তীরে এখনও কি তুমি একা একা হাঁটো?
নাকি নিজকে গুটিয়ে নিয়েছো
অগন্তুক কুয়াশার ভয়ে?

ইশ এমন একটি নদীর পাশে যদি হাটতে পারতাম একবার।
ট্রেন আর নদী দুটোই অসম্ভব প্রিয়।
আচ্ছা এত সুন্দর মন ছুয়ে যাওয়া কবিতা লিখে কি করে মানুষ ??
+

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭

নেক্সাস বলেছেন: জুন বতুতা জীবনে অনেক নদীর তীরে হেঁটেছে। নেক্সাস সেটা জানে আপা।

আর জুন আপা যেভাবে সুন্দর ট্রেন কে নিয়ে কবিতা লিখে মানুষও সেভাবে লিখে।

পড়ার জন্য ধন্যবাদ আপা

৯| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

সোমহেপি বলেছেন: কবিতায় ভাললাগা।

২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

নেক্সাস বলেছেন: ধন্যবাদ সোমহেপি আপনাকে

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

একজন ঘূণপোকা বলেছেন: চমৎকার।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২৯

সিলেটি জামান বলেছেন: ভালা হইছে :) :)

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে

১২| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪

এম ই জাভেদ বলেছেন: দারুণ কবিতা। ভালুক সন্ধ্যা ! কালো বিড়াল। আপনি খুব অন্ধকার বিলাসী তাই না ?

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

নেক্সাস বলেছেন: জাভেদ ভাই,না আমি অন্ধকার বিলাসী নই। তবে অন্ধকারের শীকার। আলো ভালবাসি। আলো চাই....

পড়ে কমেন্ট করার জন্য ধন্যবাদ

১৩| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

আমিনুর রহমান বলেছেন: চমৎকার +++

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

নেক্সাস বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই

১৪| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

নীলঞ্জন বলেছেন: "পৃথিবীর কোন ভালবাসা নিঃশর্ত হয়না।" - সহমত।++++++++

শুভ কামনা।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় নীলদা... সবসময় পড়ে সাথে থাকার জন্য।

১৫| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: ধূসর, কানামাছি ,ব্যালকনি, ব্যাকরণ - হীন বা ব্যাকরণহীন এই গুলো দেখে নেবেন।
দীর্ঘ কবিতা ভাল লাগলো।
শুভেচ্ছা নেক্সাসের জন্য ।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৩

নেক্সাস বলেছেন: নিবিড় পাঠ করে সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ বোন। আশা করি সবসময় পাশে থাকবেন।

১৬| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নিঃশর্ত না হলেও, নিঃস্বার্থ তো হয়? :P

View this link

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৯

নেক্সাস বলেছেন: কোনটাই হয়না স্বর্ণা মনি।

গান শুনানোর জন্য ধন্যবাদ

১৭| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

মামুন রশিদ বলেছেন: আমাদের মৃত ভালবাসা এখন রাজহাঁস
সকাল- সন্ধ্যা ভেসে বেড়ায় প্রিয় নদীটির স্বচ্ছ জলে।



কবি, রাজহাঁস প্রানবন্ত । মৃত ভালোবাসা প্রাণ পাবে কোথায় ?

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

নেক্সাস বলেছেন: এটা একটা মেটাফোর। ভালবাসার কোন জীবন থাকেনা। এটা জড় অনুভূতি।ভালবাসা মৃত বলতে আবেগহীন। রাজঁহাস আবেগ হীন অনুভূতির নামান্তর। কিংবা ভালবাসা এক জায়গা থেকে মরে অন্য জায়গায় ভিন্নরূপ নেয়।


ভাল থাকবেন প্রি মামুন ভাই।
ধন্যবাদ নিবিড় মন্তব্যের জন্য

১৮| ১৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০১

ইখতামিন বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নিঃশর্ত না হলেও, নিঃস্বার্থ তো হয়? :P
সহমত

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

নেক্সাস বলেছেন: কোনটাই হয়না প্রিয় ইখতামিন


ধন্যবাদ আপনাকে

১৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

বিষন্ন একা বলেছেন: কত রাত, মধ্যরাত আমি হেঁটেছি তোমার সাথে
আকাশের নক্ষত্র গুনে গুনেব্যাকরণ হীন অজস্র কথামালা রাতের ছায়াপথে..... মারহাবা ! মারহাবা ! মারহাবা !

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:২৮

নেক্সাস বলেছেন: আমি সত্যই আনন্দিত আপনাকে ভাল লাগাতে পেরে।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই

২০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এককথায় অসাধারন!!! প্রত্যেকটা লাইনই দেখার মত।কয়েকটা বানান ভুল আছে দেশি ভাই। পরে সংশোধন করে নিয়েন। :)

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৪

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ দেশী ভাই।

সংশোধন করা হয়েছে।

২১| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৫

সায়েম মুন বলেছেন: কবিতা অনেক ভাল লাগলো কবি। প্রিয়তে রাখতে হবে। সময় করে বারবার পড়া যাবে। কিন্তু দু:খের বিষয় এই মুহূর্তে ব্রাউজারের চাকা শুধুই ঘুরছে। :(

নাকি নিজকে গুটিয়ে নিয়েছো > নিজেকে করলে কেমন হয়?

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ প্রিয় সায়েম মুন। বার বার পড়ার জন্য কৃতজ্ঞতা

২২| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

মেহেরুন বলেছেন: আসলেই হয় না +++++

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ মেহেরুন আপনাকে

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

অদৃশ্য বলেছেন:



ঠিক কোন ভালোবাসাই নিঃশ্বর্ত বা নিঃস্বার্থ হয় না... হয়তো এটাই ঠিক বলে...

খুব ভালোলাগা জানিয়ে গেলাম...

শুভকামনা...

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে অদৃশ্য

২৪| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৬

দিকদর্শন বলেছেন: সুন্দর, ধন্যবাদ ............ শুভকামনা।

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে

২৫| ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২০

অনীনদিতা বলেছেন: "পৃথিবীর কোন ভালবাসা নিঃশর্ত হয়না।"
ভালোবাসার বিনিময়ে অনেক ভালোবাসা।:) এটাই শর্ত তাইনা?;)

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

নেক্সাস বলেছেন: যেভাবেই হোক ভালবাসায় শর্ত জুড়িয়ে যায়।


পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ অনি আপনাকে

২৬| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

হাইচুন কী জিনিস?

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় হাসান ভাই পড়ে উজ্জীবনি মন্তব্য করার জন্য।


হাইচুন মানে বেশি বেশি চুন।

২৭| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩২

অদৃশ্য বলেছেন:



বানান ভুল হলো আমার ঘনিষ্ঠ বন্ধু...... ও আমাকে ছাড়ে না... আমিও ওকে ছাড়তে পারিনা...

ভুলগুলো নিজের মতো করে ঠিক করে নিয়েন....

শুভকামনা...

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১

নেক্সাস বলেছেন: ধন্যবাদ ভাই আপনাকে

২৮| ২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২২

সাহিদা আশরাফি বলেছেন: ঠিক কোন ভালোবাসাই নিঃশ্বর্ত বা নিঃস্বার্থ হয় না...

খুব ভালোলাগা জানিয়ে গেলাম...

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

নেক্সাস বলেছেন: ধইন্যাপাতা আপনাকে।

২৯| ২০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

হাছুইন্যা বলেছেন: পৃথিবীর কোন ভালবাসা নিঃশর্ত হয়না

+++

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৯

নেক্সাস বলেছেন: অনেক ধন্যবাদ হাছুইন্যা ভাই।

৩০| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: ভালবাসা এক অজানা অচেনা পংতি মালা
কভু সে স্বপ্ন ছোয় কভু মিলায় বেলা অবেলা ।
ভাল লিখা চালিয়ে যান
শুভকামনা

২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

নেক্সাস বলেছেন: বাহ সুন্দর কমেন্ট।


অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু আপনাকে

৩১| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: নিঃশর্ত ভালো বাসা সে কেমন জিনিস
ভালোবেসে ভালোবাসা নাপেলে সেটি কেমন যন্ত্রণার
যে কিশোরী প্রানের মানুষের অবহেলায় আত্নহননে
সে কি নিশর্ত ভালোবেসে ছিলো
তাহলে মরণ কেন?
আমরা কি ভালোবাসার দাবীতে ভালোবসিনা?
পৃথিবীর অপরূপ সৌন্দর্য ভালোবাসাহীন জীবনে কতটা বিরুক্তিকর?
ভেবেছো কখনো
ভালাবাসাহীন ভালোবাসা পাবে কি এখনো?
ভালবাসাই সবচেয়ে বড় শর্ত তাই ভালোবাসার
শর্তহীন ভালবাসা সত্যি অসার




সুন্দর কবিতা।ভালো লাগলো।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

নেক্সাস বলেছেন: অনেক ভাল লাগা , কৃতজ্ঞতা সেলিম ভাই সুন্দর কমেন্ট করার জন্য। অনেক ধন্যবাদ পড়ার জন্য।

ভাল থাকবেন

৩২| ২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

সুনেত্রা বলেছেন: Tobe kina valobashay sartho ba karon khojai vul
Tobuo amra boka manusera bare bare se vul e kore jai
Nana prosne bibroto kori

Shuvecca roilo

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

নেক্সাস বলেছেন: হুম আমরা মানুষেরা বোকা চালাক।


অনেক ধন্যবাদ সুনেত্রা আপনাকে।

৩৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৩

কামরুল হাসান শািহ বলেছেন: ভালো লাগা দিলাম কবি

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কামরুল ভাই। আপনার লিখালিখি দেখিনা কেন?

৩৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার কবিতা।

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৭

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কুনোব্যাঙ

৩৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

ফারাহ দিবা জামান বলেছেন: এখনো তোমাকে ভালবাসি-
কথাটা নির্লজ্জের মত বলে বেড়াই নির্ঘুম
জোনাকীদের কানে কানে,
আমাদের মৃত ভালবাসা এখন রাজহাঁস
সকাল- সন্ধ্যা ভেসে বেড়ায় প্রিয় নদীটির স্বচ্ছ জলে।
সেই নদীটির তীরে এখনও কি তুমি একা একা হাঁটো?
নাকি নিজেকে গুটিয়ে নিয়েছো
অগন্তুক কুয়াশার ভয়ে-----------

এত সুন্দর কেন নেক্সাস।
আবৃতি করার মতন কবিতা।
খুব সুন্দর!

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

নেক্সাস বলেছেন: আমার কবিতার অনেক গুলো সুন্দর মনের পাঠক আছে বলেই আমার লিখা হয়তো সুন্দর হয়ে যায়।

অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ দিবা আপনাকে।
একদিন আপনি আবৃত্তি করে শুনিয়ে দিল বিশ্বাস করব আবৃত্তি করার মত হয়েছে।


৩৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৮

গ্রাম্যবালিকা বলেছেন:

নিঃস্বার্থ ভালো না বেশেই হয়তো তা ভালোবাসা হয়নি। অন্য কিছু হয়ে গেছে। মেয়ে তো ভালোবাসে বলেই স্বার্থ ভুলে গিয়েছিলো। /:) /:) /:)

উপরের কথাগুলো ফালতু।

নেক্সাস, আপনার কবিতায় ইর্ষা সব সময়ের জন্য! এতো চমৎকার সব শব্দ, অথচ বাহুল্য নাই!!

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০১

নেক্সাস বলেছেন: স্বার্থ বিষয়টা আপেক্ষিক গ্রামের মেয়ে।

তাই আমি নিঃসার্থ লিখিনি। লিখেছি নিঃশর্ত।

কবিতা নিয়ে ঈর্ষা ভাল লাগারই নামান্তর। তাই আমি মুগ্ধ। কবিতা নিয়ে এমন সুন্দর উজ্জীবনি মন্তব্যের জন্য পুতু পুতু গ্রাম্য বালিকার কাছে কৃতজ্ঞতা।

৩৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

ডানাহীন বলেছেন: দারুন কিছু দৃশ্যকল্পের আয়োজন ..

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০০

নেক্সাস বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডানাহীন মানুষ

৩৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১

সকাল রয় বলেছেন:
শর্ত ছাড়া তো ভালোবাসাই নেই::::

সুন্দর লেখা

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

নেক্সাস বলেছেন: বাহ সকাল দা অনেকদিন পর


কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দাদা

৩৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

গ্রাম্যবালিকা বলেছেন: হাজার বার এসেছি কমেন্টের উত্তর দেখার জন্য!! হুহ! চা খাওয়াবে! থাকো তোমার লাল চা নিয়ে। কখনো খাবো না। X( এক কমেন্টের উত্তর দিতে পারো না??? তোমার সাথে অভিমান অভিমান অভিমান। /:) /:) /:)

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

নেক্সাস বলেছেন: অ মোর খোদা...

আমি তো চা দোকান বন্ধ রাখছিলাম।

কাজেড় একটু চাপ পড়ছিল তাই উত্তর দিতে দেরী হয়েছে।

পুতু পুতু বালিকা এট রাগ করেন কেন ভাই?


আচ্ছা সরি বলে দিলাম।

৪০| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

লাবনী আক্তার বলেছেন: পৃথিবীর কোন ভালবাসা নিঃশর্ত হয়না।



অনেক ভালো লাগল কবিতা। আর কবিতায় না পাওয়ার একটা বেদনা আছে সেটাও অনুভব করছি। :(

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬

নেক্সাস বলেছেন: কবিতা পড়ে কমেন্ত করলেন বলে কৃতজ্ঞতা আপনাকে। সবসময় পাশে আছেন বলে ভালো লাগে।


আর কবিতা কবির কল্পনা বৈ..

ভাল থাকুন

৪১| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৫

শার্লক বলেছেন: আসলেই হয় না। ভাল লাগা।

২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪

নেক্সাস বলেছেন: কৃতজ্ঞতা এবং ধন্যবাদ শার্লক আপনাকে।

৪২| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৮

সোনালী ডানার চিল বলেছেন:
কবিতায় খুব ভালোলাগা।
পুরো কবিতাটাই অবশ একটা মোহ আমায় আচ্ছন্ন করেছিল.............

শুভকামনা কবি!!

২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২২

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ প্রিয় চিল। কাজের ব্যাস্ততার জন্য দেরিতে উত্তর দেওয়ায় দুঃখিত

৪৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

তুবা বলেছেন: চমৎকার লেগেছে কবিতাটি নেক্সাস। তবে এটি ফেসবুক ওয়ালে নেই। তোমার ব্লগবাড়ী বেড়িয়ে গেলাম ভাইয়া আর অনেক ভালবাসা রেখে গেলাম। শুভ কামনা জানবে।

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

নেক্সাস বলেছেন: বাহ! কবি আপা আপনাকে আমার চা বাড়িতে পেয়ে আমি ধন্য।

কবিতা পড়ে ভাল লাগা জানানোর জন্য ধন্যবাদ। আর ফেইসবুক সেখানে আমি নাই।

৪৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: এখন
নিউরণে পুষে রাখা স্মৃতির ক্ষত,
কমলার হলুদ বন
পুঁই শাকের বাড়ন্ত ডাটা,
ছুটে চলা মেট্রো রেলের উদাস জানালা,
একটা লাল পাঞ্জাবী-
প্রতিদিনের অনুজ্জ্বল ধূসর কবিতা।

কিছুই বলার নেই.......শব্দের মায়া ভালো লাগল/.////ভালো থাকুন নিরন্তর...

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

নেক্সাস বলেছেন: এত সুন্দর করে কমেন্ট করলে আমারো কিছু বলার থাকেনা।

আপনার নিকটি মাঝে মাঝহে আনমনে মনে পড়ে। খুব সুন্দর।

অনেক ধন্যবাদ আপনাকে

৪৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
দৃশ্যকল্প দূর্দান্ত।
দীর্ঘ কবিতা হিংসে জাগায় :)

শুভকামনা কবি।।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

নেক্সাস বলেছেন: হিংসে হয় আপনাকেও।




অনেক ধন্যবাদ প্রিয় দূর্জয় ভাই

৪৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

ফ্রাস্ট্রেটেড বলেছেন: দৃশ্যকল্প আসলেই সুন্দর হইসে। আরেকটা জিনিস খুব ভাল, সাবলীল প্রকাশ। দাঁতভাঙ্গা দুর্বোধ্য শব্দ, বাক্য নাই। তবে, হাইচুন ব্যাপারটা জানি কেমন কেমন !!!!

কবিতায় ভাললাগা নেক্সাস। শুভকামনা রইলো।

২৫ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

নেক্সাস বলেছেন: আপনার কমেন্ট সবসময় প্রিয়তে ভাই।

এত সুন্দর করে বল্লেন মনে হল যে ইন্টেনশান নিয়ে লিখি সেটা স্বার্থক।

ধন্যবাদ ভাই।
হাইচুন মানে বৈদ্যুতিক হিটার

৪৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

তবু গল্প লিখছি আমি বাঁচবার! বলেছেন:
কেন হয় না নেক্সাস?

শব্দের রোদ কিভাবে পোহায়?

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৯

নেক্সাস বলেছেন: একবার শব্দ মাতাল হয়ে উঠুন তারপর দেখবেন রোদ কিভাবে পোহায়

৪৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

প্রজাপতীমন বলেছেন: ভাল লেগেছে বেশ। যদিও আমি কবিতা কম বুঝি

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯

নেক্সাস বলেছেন: আপনার নিকটি অনেক কাব্যিক। কাজেই আপনি কবিতা কম বুঝেন তা হতেই পারেনা....

অনেক ধন্যবাদ আপনাকে।

৪৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: রাতের সন্তরনে ফিরে আসে
জ্বলে জ্বলে চোখের কালো বিড়াল;
নখের ক্ষিপ্রতায় তুলে নেয় একজোড়া অপরাধী চোখ;
তারপর কানের কাছে ফিস ফিস করে বলে যায়,
"পৃথিবীর কোন ভালবাসা নিঃশর্ত হয়না।

অসাধারন কিছু কথা, প্রতিটি লাইনই কবিতা। দারুন। ১৮তম ভালো লাগা জানালাম। কাব্যের সাথে আপনার এই ঘনিষ্ট সম্পর্ক আরো সুনিবিড় হোক।
অনেক শুভেচ্ছা রইল।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৯

নেক্সাস বলেছেন: এত সুন্দর কমেন্ট কষ্টের মধ্যেও আনন্দ জাগায়।

আপনি অনেক ভাল থাকবেন।

সবসময় পড়ার জন্য ধন্যবাদ।

৫০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২২

নক্ষত্রচারী বলেছেন: সুন্দর !

ভালো লাগলো অনেক ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৩

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে

৫১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: কবিতা পড়ে ভাল লাগছে

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৩

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই

৫২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮

সপ্নাতুর আহসান বলেছেন: কবিতা ভাল লেগেছে। কবিতা তেমন বুঝি না, তাই কমেন্ট করলাম না।

২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

নেক্সাস বলেছেন: পড়েছেন তার জন্য অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ভাই

৫৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

মাছিমারা কেরাণী বলেছেন: পৃথিবীতে কোন ভালবাসাই কি নিঃস্বার্থ কবি? ভালবাসাই সবচেয়ে বড় স্বার্থের ব্যাপার। দ্যাখেন না - মানুষজন চরকির মত ঘুরপাক খায় বেদমতালে এই বিষয়বস্তুকে কেন্দ্র করে। যে কোন সম্পর্কের হাতিয়ারই হল এই ভালবাসা। তাই শ্লোগান হতে পারে - মায়া নিঃস্বার্থ হতে পারে, কোন ভালবাসা নিঃস্বার্থ হতে পারে না।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

নেক্সাস বলেছেন: ধন্যবাদ মাছিমারা কেরাণী আপনাকে।

স্বার্থ বিষয়টা আপেক্ষিক।

স্বার্থের সংগা একেকজনের কাছে একেক রকম।
তাই আমি বলেছি নিঃশর্ত নয়।

৫৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০১

প্রজাপতীমন বলেছেন: আমার এই নিকটার পেছনে কারন আছে.।আসলে আমি প্রজাপতি অসম্ভব পছন্দ করি তাই যখন ভাবছিলাম কি নাম দেব তখন এইটাই দিলাম এর বেশি কিছু না.।

আমি আসলেই কবিতা বুঝিনা তবে কোথাগুলো সহজ মনে হলে বুঝতে পারি .। তখন গানের মত লাগে ।
ভাল থাকবেন

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

নেক্সাস বলেছেন: আমিও আসলে খুব কঠিন করে লিখিনা। কবিতা লিখি খুব কম। আমার মাথায় যে পরিমাণ ঘিলু আছে তাতে কদাচিৎ কবিতা লিখার রসদ যোগাড় হয়।
কঠিন কঠিন শব্দ দিয়ে শাব্দ বাক্য মধ্যস্থিত অন্বয় ছাড়া কবিতা লিখলাম আর পাঠক তা না পড়ে সেলফ বন্দী করে রাখল। আমি কিন্তু এই থিউরিতে বিশ্বাসী না। তাই যা লিখি পাঠকের জন্যাই লিখি আর সহজ করে লিখার চেষ্টা করি।

আবারো ধন্যবাদ আপনাকে।

৫৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫১

স্বপ্নবাজ বাউন্ডুলে বলেছেন:

এখনো তোমাকে ভালবাসি-
কথাটা নির্লজ্জের মত বলে বেড়াই নির্ঘুম
জোনাকীদের কানে কানে,
আমাদের মৃত ভালবাসা এখন রাজহাঁস
সকাল- সন্ধ্যা ভেসে বেড়ায় প্রিয় নদীটির স্বচ্ছ জলে।



পৃথিবীর কোন ভালবাসা নিঃশর্ত হয়না।


অনেক অনেক ভালোলাগা ।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

নেক্সাস বলেছেন: অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ স্বপ্নবাজ বাউন্ডলে।

৫৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১২

রোকেয়া ইসলাম বলেছেন: সুন্দর... অনেক অনেক সুন্দর।
খুব ভালো লাগলো।
কবিতার প্রতিটা লাইন প্রতিটা কথাই অপূর্ব।
অনেক +++++++++ এই অসাধারন পোষ্টের জন্য।

ভালো থাকুন। অনেক শুভেচ্ছা।

২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৭

নেক্সাস বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ রোকেয়া।

এইসব কমেন্ট সত্যই প্রেরণা দেয়

৫৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪

শ্রাবণ জল বলেছেন: বাহ। অনেক সুন্দর । ভাল লাগা।

২৭ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৪

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শ্রাবণ জলের মেঘ কন্যা।

৫৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

ছন্নছাড়া-এক্সপ্রেস বলেছেন: হায়রে কপাল কেউ কোন দিন
কইলনা আমি তোমারে
ভালবাসি :(

২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৪

নেক্সাস বলেছেন: ওকে আমি বল্লাম আমি তোমাকে ভালবাসি। :D :D


অনেক অনেক ধন্যবাদ ভাই

৫৯| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

জাকারিয়া মুবিন বলেছেন: পৃথিবীতে সম্ভবত মায়ের ভালবাসাটাই নি:শর্ত।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১১

নেক্সাস বলেছেন: একশত ভাগ একমত মুবিন ভাই। আপনাকে ধন্যবাদ

৬০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: রাতের সন্তরনে ফিরে আসে
জ্বলে জ্বলে চোখের কালো বিড়াল;
নখের ক্ষিপ্রতায় তুলে নেয় একজোড়া অপরাধী চোখ;
তারপর কানের কাছে ফিস ফিস করে বলে যায়,
"পৃথিবীর কোন ভালবাসা নিঃশর্ত হয়না।"



সুন্দর!

অনেক ভালো লাগা রইলো।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

আপনারা পড়েন বলে লিখতে ইচ্ছে করে করে

৬১| ২৭ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

শ্রাবণ জল বলেছেন: জাকারিয়া মুবিন বলেছেন: পৃথিবীতে সম্ভবত মায়ের ভালবাসাটাই নি:শর্ত।

সহমত।


২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

নেক্সাস বলেছেন: আমিও একমত শ্রাবণ জল

৬২| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৩

সান্তনু অাহেমদ বলেছেন: রাতের সন্তরনে ফিরে আসে
জ্বলে জ্বলে চোখের কালো বিড়াল;
নখের ক্ষিপ্রতায় তুলে নেয় একজোড়া অপরাধী চোখ;
তারপর কানের কাছে ফিস ফিস করে বলে যায়,
"পৃথিবীর কোন ভালবাসা নিঃশর্ত হয়না।"
- ভালোলাগা রইল কবি।++

শুভ কামনা।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সান্তনু ভাই আপনাকে

৬৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

আশিক মাসুম বলেছেন: "পৃথিবীর কোন ভালবাসা নিঃশর্ত হয়না।"


ভাল বাসা বড় আপেক্ষিক
বড় বেশী অচেনা অজানা
সংজ্ঞা হিন, রঙ হিন, কোন কাঠামো নেইতার।
কিছু কিছু ভাল বসা নিঃশর্ত হয়
যেখানে চাওয়া-পাওয়া নেই
পাশাপাশি চলা নেই।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩

নেক্সাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাসুম ভাই আপনাকে।

একেকজেনর উপলব্দি একেকরকম।
সব উপলব্দিরই মূল্য আছে

৬৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৮

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: কি মন্তব্য করবো ... !
এতো অসাধারন করে কবে আমিও পারবো ...!?
শেখার শেষ নেই ... শিখছি ... হয়তো কখনই লেখা হবে না এমন করে ... এতো মুগ্ধতা নিয়েও কেউ পড়বে না তাই ...


ভালো থাকুন কবি
শুভেচ্ছা নেবেন

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৩

নেক্সাস বলেছেন: লিখলে অবশ্যাই কেউ না কেউ মুগ্ধতা নিয়ে পড়বে দেশী ভাই।

আমার লিখাও যে খুব আহামারী তা না। তারপরও আপনারা মুগ্ধতা নিয়ে পড়েন। এটাই অনেক পাওয়া।

ধন্যবাদ আপনাকে

৬৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: হা হা হা ... ধন্যবাদ , জানি লিখলে যত অখাদ্দই হোক পড়বেন ... কিন্তু হৃদয় ছুঁয়ে যাওয়াটা সহজ আর সাধারন নাতো!!


আমি কিন্তু দেশি বোন , ভাই না :|| ... একটু অবাক হই যখন দেখি সবাই ভাই ভাই বলছে !! কি জানি , আমারই বোঝানোর ভুল না আমিই ভুল !

শুভেচ্ছা কবি ভাইয়া ...

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১১

নেক্সাস বলেছেন: আপনি বোন জানি। আমি ভাই বোন সবাইকে ভাই বলে ডাকি।
আপনার বাড়ি ফেনী কোথায় যেন দেখেছিলাম। তাই দেশি বলা।

৬৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: :) আমার বাড়ি ফেনী । দাদার বাড়ি পরশুরাম এ । আমিও দেখেছি আপনি ও ফেনীর ... আমি আপনাকে কিছু মিন করি নি ভাইয়া ! :(


ভালো থাকুন অনেক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৪

নেক্সাস বলেছেন: আরে ভাইয়া আপনাকে কে বলেছে মিন করেছেন?

যাই হোক দেশী আপু সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ

৬৭| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৬

ফারজানা শিরিন বলেছেন: "পৃথিবীর কোন ভালবাসা নিঃশর্ত হয়না।"
ভালোবাসা এমন একটা শব্দ যা না চেয়ে প্রতিদান চায় ।

১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:৩০

নেক্সাস বলেছেন: একদম সুন্দর বলেছেন.

ধন্যবাদ

৬৮| ২৫ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫২

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন:




এখনও রাত্রি জাগি, এখনও ভাবি তোমায়
এখনও তারারা জেগে, এখনও কাটে না সময়।
এখনও তোমায় ঘিরে এক অহমিকার বল​য়
এখনও দম্ভ ছেড়ে বলনি তুমি ভালবাসো আমায়।

আমার শর্ত আমাকেও ভালবাসতে হবে ততটাই,
যতটা বাসলে বলতে পারি, "আমায় ছেড়ে যেও না।"
যাক গে, আমিও বলবো না। দায় পরেনি আমার,
কারণ, পৃথিবীর সকল ভালবাসা নিঃশর্ত হয় না।

মন ভরে গেল ভাই... কিভাবে লিখলেন কথাগুলো?

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩২

নেক্সাস বলেছেন: হম ভাই আপনি যেভাবে এমন সুন্দর করে লিখলেন ঠিক সেভাবেই লিখা হয়ে যায় আর কি।

ভালবাসাগুলো নিশর্ত হলেই ভাল হত। কিন্তু না ভালোবাসাগুলো কোন না কোন শর্তের জালে আবদ্ধ।

অনেক সুন্দর করে কমেন্ট করার জন্য ধন্যবাদ।


এখনও রাত্রি জাগি, এখনও ভাবি তোমায়
এখনও তারারা জেগে, এখনও কাটে না সময়।


এই দুটি লাইন অনেক ভাল লাগলো


ভাল থাকবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.